শিরোনাম
◈ রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের ক্ষমতা আইনের আওতায় আনার পক্ষে রাজনৈতিক দলগুলো ◈ দুদকের অনুসন্ধানের জালে এনবিআরের আরও ৫ কর্মকর্তা ◈ গুমে সেনা সদস্যদের সংশ্লিষ্টতা থাকলে ব্যবস্থা: সেনাসদর (ভিডিও) ◈ ইতালির নাগরিক তাবেলা হত্যা : ৩ জনের যাবজ্জীবন, ৪ জন খালাস ◈ পরিবর্তন অনিবার্য, আর কাউকে ক্ষমা করা হবে না: নাহিদ ইসলাম ◈ এবার তারেক রহমান ও মির্জা ফখরুলকে ফেসবুকে ট্যাগ করে যা বললেন সারজিস ◈ সৌদি আরবে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্রবিধ্বংসী ‘থাড’ স্থাপন হলো ◈ টেলিকম নীতিমালায় সরকারের তড়িঘড়ি সিদ্ধান্তে উদ্বেগ বিএনপির, স্বচ্ছতা ও অংশগ্রহণমূলক আলোচনার দাবি ◈ তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নিয়োগ: আলোচনায় একাধিক বিকল্প ◈ ফলকার টুর্ককে অবাঞ্ছিত ঘোষণা করল ভেনেজুয়েলার পার্লামেন্ট

প্রকাশিত : ০৮ মার্চ, ২০২৫, ০৪:১২ সকাল
আপডেট : ০৫ মে, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্রের ভিসা বাতিলে নতুন পদ্ধতি, আওতায় পড়বেন যারা

বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিলের বিষয়ে নতুন পদ্ধতি অবলম্বন শুরু করেছে যুক্তরাষ্ট্র। দেশটি জানিয়েছে, শিক্ষার্থীদের ভিসা বাতিলে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করা হবে।

বৃহস্পতিবার (০৬ মার্চ) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, যেসব ব্যক্তিকে ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাসের সমর্থক মনে করা হবে তাদের ভিসা বাতিল করবে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস এ তথ্য জানিয়েছে।

ফক্স নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, এক শিক্ষার্থীর ভিসা বাতিল করেছে মন্ত্রণালয়। তাকে হামাস সমর্থক বা তাদের অনুষ্ঠানে অংশগ্রহণকারী হিসেবে চিহ্নিত করা হয়েছে। মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্ধৃত করে এ তথ্য জানানো হয়েছে।

অ্যাক্সিওস জানিয়েছে, বিচার বিভাগ এবং অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগের সঙ্গে কাজ করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে এ বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেনি পররাষ্ট্র মন্ত্রণালয়।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সামাজিকমাধ্যমে জানান, সন্ত্রাসবাদী সমর্থকদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে জিরো টলারেন্স নীতি কার্যকর রয়েছে। আইন ভঙ্গকারী আন্তর্জাতিক/বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিলসহ তাদের দেশে ফেরত পাঠানো হতে পারে। তবে এ বিষয়ে অন্য দুটি বিভাগ তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানায়নি।

এর আগে চলতি বছরের জানুয়ারিতে একটি নির্বাহী আদেশে অ্যান্টিসেমিটিজম মোকাবিলার প্রতিশ্রুতি দেন ট্রাম্প। তিনি বলেন, ২০২৩ সালের অক্টোবরে হামাসের হামলার পক্ষে ফিলিস্তিনপন্থি প্রতিবাদে অংশগ্রহণকারী বিদেশি শিক্ষার্থীদের বের করে দেওয়া হবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়