শিরোনাম
◈ ২০২৫-২৬ অর্থবছর: বাড়তে পারে সেবা মাশুল, সুদ, টোল ও ইজারামূল্য ◈ কেন দেশ ছাড়তে বাধ্য হয়েছেন, ‘স্ট্রেইট কাট’ জানালেন পিনাকী ভট্টাচার্য (ভিডিও) ◈ ভয়াবহ নতুন তথ্য বাংলাদেশসহ ৮ দেশে অ্যান্টিবায়োটিক নিয়ে ◈ ১৪ হাজারের বেশি হজযাত্রীর ভিসা এখনো হয়নি ◈ পাকিস্তান সেনাবাহিনীর জরুরি বৈঠক, ভারতের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি ◈ চীনের কমিউনিস্ট পার্টির সঙ্গে বৈঠকে রোহিঙ্গাদের জন্য জামায়াতের রাষ্ট্র গঠনের প্রস্তাবে যা বলল মিয়ানমার ◈ বিমানের বিশেষ সুবিধা ফিরিয়ে দিলেন খালেদা জিয়া ◈ সরকারের হস্তক্ষেপ না থাকায় গণমাধ্যম সূচকে উন্নতি : মাহফুজ আলম ◈ বাংলাদেশ সফর কর‌বে ভারত, বাতিলের শঙ্কা উড়িয়ে দিল বিসিবি ◈ ২ কৃষককে ফেরত পাওয়ায় ২ ভারতীয়কে ছেড়ে দিল বিজিবি (ভিডিও)

প্রকাশিত : ০৬ নভেম্বর, ২০২৪, ১২:২০ দুপুর
আপডেট : ৩০ এপ্রিল, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ক্যালিফোর্নিয়ায় জিতলেন কমলা, কমালেন ট্রাম্পের সঙ্গে ব্যবধান

 সিএনএন :‘নীল দুর্গ’ ক্যালিফোর্নিয়ায় প্রত্যাশিত জয় পেয়েছেন ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিস। যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনবহুল অঙ্গরাজ্যটি কয়েক দশক ধরেই ডেমোক্র্যাটদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত।

এনবিসি নিউজ বলেছে, ক্যালিফোর্নিয়ায় জিতে কমলা এ অঙ্গরাজ্যের ৫৪টি ইলেকটোরাল কলেজ ভোট পেয়েছেন। এর মধ্য দিয়ে প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভোট ব্যবধান কমালেন তিনি।

সর্বশেষ ২০২০ সালের নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী ও বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন ক্যালিফোর্নিয়ায় জিতেছিলেন। ভোট পেয়েছিলেন ৬৪ শতাংশ। সে সময় তাঁর প্রতিদ্বন্দ্বী ছিলেন ডোনাল্ড ট্রাম্প। তিনি পেয়েছিলেন ৩৫ শতাংশ ভোট। গতকাল মঙ্গলবারের নির্বাচনেও এর ব্যতিক্রমী হয়নি।

এর আগে ২০১৬ সালের নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটন ক্যালিফোর্নিয়ায় ট্রাম্পকে হারান। ওই নির্বাচনে হিলারি পান ৬২ শতাংশ ও ট্রাম্প ৩৩ শতাংশ ভোট।

ক্যালিফোর্নিয়ার জনসংখ্যা প্রায় ৪ কোটি। যুক্তরাষ্ট্রের যে অঙ্গরাজ্যে সবচেয়ে বেশি ইলেকটোরাল কলেজ ভোট, সেটি ক্যালিফোর্নিয়া।

তবে ক্যালিফোর্নিয়ায় জিততে চললেও এখন পর্যন্ত পাওয়া ভোটের ফলাফলে রিপাবলিকান প্রার্থী ট্রাম্পের চেয়ে পিছিয়ে আছেন কমলা।

‘রেড বা লাল অঙ্গরাজ্য’ ও ‘ব্লু বা নীল অঙ্গরাজ্য’ শব্দগুলো মূলত যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যগুলোকে নির্দেশ করে। রেড অঙ্গরাজ্যগুলোর ভোটাররা প্রধানত একটি দল-রিপাবলিকান পার্টিকে ভোট দেন। আর ব্লু অঙ্গরাজ্যগুলোর ভোটাররা ডেমোক্রেটিক পার্টিকে ভোট দেন। এ ছাড়া যেসব অঙ্গরাজ্যে ডেমোক্রেটিক ও রিপাবলিকান পার্টির প্রার্থীদের মধ্যে ভোটার সমর্থন ওঠানামা করে সেগুলো ‘সুইং স্টেট (দোদুল্যমান অঙ্গরাজ্য) বা ‘বেগুনি অঙ্গরাজ্য’ বলা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়