শিরোনাম
◈ পাকিস্তানকে হারিয়ে নারী বিশ্বকাপের সেমিফাইনালে  নিউজিল্যান্ড ◈ এইচএসসি ও সমমানের পরীক্ষায় ফল প্রকাশ, পাসের হার ৭৭.৭৮ ◈ মিয়ানমার সঙ্কট বিপর্যয়ে যাওয়ার আগেই ব্যবস্থা নেওয়ার দাবি ◈ যুক্তরাষ্ট্র ও কানাডা সফরে গেলেন সেনাপ্রধান ◈ ফের পাল্টাপাল্টি বহিষ্কারে ভারত কানাডা : কানাডা-ভারত ফের উত্তেজনা ◈ রায়হান রাফী যা বললেন জয়কে বাদ দেওয়ার বিষয়ে ◈ ফরিদপুরের মল্লিকপুরে দুই বাসের সংঘর্ষ, নিহত ৫, আহত ২৫ ◈ তাসমিন দোজা বিমানের প্রথম নারী পরিচালক ◈ সাবেক বিমান ও পর্যটনমন্ত্রী লে. কর্নেল (অব.) ফারুক খান গ্রেফতার ◈ (১৫ অক্টোবর) বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার ও স্বর্ণের দাম

প্রকাশিত : ০১ অক্টোবর, ২০২৪, ১২:০২ দুপুর
আপডেট : ১১ অক্টোবর, ২০২৪, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশে বেসামরিক নাগরিক হত্যার পূর্ণাঙ্গ তদন্ত চায় যুক্তরাষ্ট্র

ইউএনবি: সাম্প্রতিক মাসগুলোতে বিক্ষোভ ও বিক্ষোভ দমনকালে মারা যাওয়া বেসামরিক নাগরিকদের বিষয়ে পূর্ণাঙ্গ তদন্তের আহ্বান পুনর্ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র।

মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, ‘আমরা মনে করি, সাম্প্রতিক মাসগুলোতে বিক্ষোভ ও বিক্ষোভে নিহত বেসামরিক নাগরিকদের বিষয়ে পূর্ণাঙ্গ তদন্ত হওয়া দরকার।’

সোমবার নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে মিলার আরো বলেন, দায়ী যেই হোক না কেন, পূর্ণ জবাবদিহি থাকতে হবে।

গণমাধ্যমভিত্তিক এক প্রশ্নের জবাবে মুখপাত্র বলেন, তারা বাংলাদেশসহ সারাবিশ্বে গণমাধ্যমের স্বাধীনতা সমুন্নত দেখতে চান।

ছাত্র-জনতার আন্দোলনে এখন পর্যন্ত ৭০৮ জন নিহত ও ২৫ হাজার মানুষের আহত হওয়ার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে বাংলাদেশের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ হেলাল উদ্দিন। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ে সংবাদকর্মীদের এ তথ্য জানান তিনি।


হেলাল উদ্দিন বলেন, ‘এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী ছাত্র জনতার আন্দোলনকালে ৭০৮ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ২৫ হাজার জন।’
 
তিনি বলেন, ‘ছাত্র জনতার আন্দোলনকালে আহতদের চিকিৎসা দেয়ার জন্য বাংলাদেশ সরকারের অনুরোধে চীন থেকে একটি মেডিকেল টিম বাংলাদেশে এসেছে। এরই মধ্যে তারা বিভিন্ন হাসপাতাল ঘুরে আহত রোগীদের অবস্থা পর্যবেক্ষণ করেছেন। এরমধ্যে চোখের সমস্যা, স্নায়ু রোগ, পঙ্গু হয়ে যাওয়া রোগীদেরকে সরেজমিন দেখেছেন।’
 
তিনি আরও বলেন, ‘এই টিম দেশে ফিরে গিয়ে বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে আলোচনা করেই রোগীদের যথাযথ চিকিৎসা দেয়ার ব্যবস্থা নেবেন। প্রয়োজন হলে রোগীদের চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়