শিরোনাম
◈ রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের ক্ষমতা আইনের আওতায় আনার পক্ষে রাজনৈতিক দলগুলো ◈ দুদকের অনুসন্ধানের জালে এনবিআরের আরও ৫ কর্মকর্তা ◈ গুমে সেনা সদস্যদের সংশ্লিষ্টতা থাকলে ব্যবস্থা: সেনাসদর (ভিডিও) ◈ ইতালির নাগরিক তাবেলা হত্যা : ৩ জনের যাবজ্জীবন, ৪ জন খালাস ◈ পরিবর্তন অনিবার্য, আর কাউকে ক্ষমা করা হবে না: নাহিদ ইসলাম ◈ এবার তারেক রহমান ও মির্জা ফখরুলকে ফেসবুকে ট্যাগ করে যা বললেন সারজিস ◈ সৌদি আরবে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্রবিধ্বংসী ‘থাড’ স্থাপন হলো ◈ টেলিকম নীতিমালায় সরকারের তড়িঘড়ি সিদ্ধান্তে উদ্বেগ বিএনপির, স্বচ্ছতা ও অংশগ্রহণমূলক আলোচনার দাবি ◈ তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নিয়োগ: আলোচনায় একাধিক বিকল্প ◈ ফলকার টুর্ককে অবাঞ্ছিত ঘোষণা করল ভেনেজুয়েলার পার্লামেন্ট

প্রকাশিত : ০১ আগস্ট, ২০২৪, ০১:৩৪ দুপুর
আপডেট : ১০ মে, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হানিয়ার হত্যা ঘটনায় মধ্যপ্রাচ্যে সর্বাত্মক যুদ্ধে জড়িয়ে পড়তে পারে যুক্তরাষ্ট্র : বিশ্লেষণ 

সাজ্জাদুল ইসলাম: [২] যুক্তরাষ্ট্র বাহ্যত বলছে, তার লক্ষ্য হল গাজায় যুদ্ধবিরতি  অর্জন এবং আঞ্চলিক সংঘাত এড়ানো তবে দেশটির মিত্র অবৈধ রাষ্ট্র ইসরায়েল ওয়াশিংটনের এই লক্ষ্যার্জনকে কঠিন করে তুলেছে। সূত্র : আল-জাজিরা

[৩] অধিকৃত গোলান মালভূমিতে আরব দ্রুজ গ্রামের খেলার মাঠে বিস্ফোরণে ১২ শিশু নিহত হওয়ার পর গত সোমবার হোয়াইট হাউসে বক্তৃতাকালে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন কিরবি বলেন, তার দেশ ইসরায়েলের প্রতি সমর্থন জানানোর কথা পুণর্ব্যক্ত করেন। সেই সঙ্গে তিনি জোর দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র এখনও আঞ্চলিক যুদ্ধের বিস্তার রোধ করতে চায়।

[৪] জন কিরবি বলেন, ‘আমরা বিশ্বাস করি যে, কূটনৈতিক সমাধানের সময় ও সুযোগ এখনও ফুরিয়ে যায়নি। অবশ্য ইসরায়েলের পরবর্তী পদক্ষেপের ওপরই নির্ভর করছে সেখানে সর্বাত্মক আঞ্চলিক যুদ্ধ ছড়িয়ে পড়বে কি-না। দীর্ঘদিন ধরে এমনই একটা যুদ্ধের আশংকা করা হচ্ছে। 

[৫] যুক্তরাষ্ট্র প্রকাশ্যে বলছে, তারা এমন যুদ্ধ হোক, তা চায় না। তবে গত ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর ওয়াশিংটন তার সেনাবাহিনীকে পাঠিয়েছে। গাজায় ইসরায়েলি আগ্রাসন ও গণহত্যায় সব ধরণের মদদ দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রের বাইডেন প্রশাসন।

[৫] মধ্যপ্রাচ্যে ও বৃহত্তর দুনিয়া এরআগে বেশ কয়েক বার শ্বাসরুদ্ধকর পরিস্থিতির সম্মুখীন হয়। এর মধ্যে সবচেয়ে বড় ঘটনাটি ছিল গত এপ্রিলে সিরিয়ার রাজধানী দামেশকে ইরানের কন্সুলেটে ইসরায়েলি হামলায় দেশটির দুইজন শীর্ষস্থানীয় জেনারেল নিহত হন। এরপরের ঘটনা ছিল এর প্রতিশোধ হিসেবে ইসরায়েলে ইরানের  হামলা।

[৬] সে সময়ে সংঘাতের বিস্তার ঠেকাতে ও ইসরায়েলকে হামলা করা থেকে বিরত যুক্তরাষ্ট্র কাজ করেছিল বলে জানা গেছে। এছাড়া হিজবুল্লাহর ওপরও সর্বাত্মক হামলা চালানো থেকে ইসরায়েলকে বিরত রেখেছিল ওয়াশিংটন। 

[৭] এদিকে গাজায় যুদ্ধবন্ধে হামাস ও ইসরায়েলের মধ্যে মধ্যস্থতাও ভূমিকা পালন করছে যেসব দেশ যুক্তরাষ্ট্র তার একটি।

[৮] লেবাননের রাজধানী বৈরুতে হিজবুল্লাহর শীর্ষ কমাণ্ডার ফুয়াদ শুকর এবং তেহরানের হামাসের প্রধান ইসমাইল হানিয়াকে কয়েক ঘন্টার ব্যবধানে ইসরায়েল হত্যার ঘটনার যুদ্ধবিরতি ও সংঘাতের বিস্তার রোধের মার্কিন লক্ষ্যকে ভণ্ডুল করে দিয়েছে। সম্পাদনা: রাশিদ

আর/আইএফ

  • সর্বশেষ
  • জনপ্রিয়