শিরোনাম
◈ বাংলাদেশকে রূপান্তরের রূপকার শেখ হাসিনা: ওবায়দুল কাদের  ◈ পুলিশ নির্বাচনী দায়িত্বসহ যে কোনো পরিস্থিতি মোকাবিলায় সক্ষম: আইজিপি ◈ খেলোয়াড়দের ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ নিউটনের বিরুদ্ধে, শাস্তি চায় মানবাধিকার কমিশন ◈ দেশের উন্নয়ন দেখে সহ্য হচ্ছে না বিএনপিসহ মির্জা ফখরুলের: আইনমন্ত্রী  ◈ আওয়ামী লীগ সরকার দেশে নব্য বাকশালী শাসন কায়েম করেছে: মির্জা ফখরুল ◈ স্থানীয় জনগণ ও বাস্তবতা বিবেচনায় নিয়ে পরিকল্পনা প্রণয়ণের আহ্বান প্রধানমন্ত্রীর ◈ ষড়যন্ত্র মোকাবেলা করে আওয়ামী লীগ দেশকে এগিয়ে নিয়ে যাবে: প্রধানমন্ত্রী ◈ আশ্রয় আবেদন খারিজ হওয়ায় ১১ হাজার বাংলাদেশিদের ফেরত পাঠাবে ব্রিটেন  ◈ কুমিল্লায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ৫, আহত ৭ ◈ র‌্যাবের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়া হচ্ছে, এমন দাবি মিথ্যা: যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ৩০ এপ্রিল, ২০২৪, ০১:৩৫ দুপুর
আপডেট : ৩০ এপ্রিল, ২০২৪, ১১:০১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আইসিসি’র গ্রেপ্তারি পরোয়ানা ঠেকাতে বাইডেনকে নেতানিয়াহুর অনুরোধ 

সাজ্জাদুল ইসলাম : [২] মার্কিন নিউজ পোর্টাল এক্সিওস জানায়, যুক্তরাষ্ট্রের উভয় দলের আইনপ্রণেতারা আন্তর্জাতিক অপরাধ আদালতকে (আইসিসি) হুমকি দিয়ে বলেছে, ইসরায়েলি কর্মকর্তাদের বিরু্েদ্ধ কোন ব্যবস্থা নেওয়া হলে তারা আইসিসির বিরুদ্ধে পাল্টা কঠোর ব্যবস্থা নেবেন। সূত্র : আল-মায়েদিন

[৩] দুইটি ইসরায়েলি সরকারি সূত্রের বরাত দিয়ে এক্সিওস জানায়, গাজা উপত্যকায় যুদ্ধাপরাধের জন্য দায়ী সিনিয়র ইসরায়েলি কর্মকর্তাদের  বিরুদ্ধে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা জারি ঠেকাতে নেতানিয়াহু  প্রেসিডেন্ট জো বাইডেনকে অনুরোধ জানিয়েছেন।

৪] গাজায় যুদ্ধাপরাধের জন্য আইসিসি বিচারের জন্য যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারে তাদের মধ্যে রয়েছেন, প্রধানমন্ত্রী নেতানিয়াহু, নিরাপত্তামন্ত্রী ইয়োভ গ্যালান্ট ও সেনাপ্রধান হারজি হালেভি।

[৫] জিম্মি মুক্তির বিনিময়ে গাজায় যুদ্ধবিরতির বিষয়ে টেলিফোনে বাইডেনের সঙ্গে আলাপকালে নেতানিয়াহু তাকে এ অনুরোধ জানান।

[৬] আইসিসি ২০১৪ সাল থেকে গাজা উপত্যকায় ইসরায়েলি যুদ্ধাপরাধ তদন্ত করছে কিন্তু এখন পর্যন্তু দেশটির কোন কর্মকর্তার বিরুদ্ধে কোন শাস্তিমূলক সিদ্ধান্ত গ্রহণ করেনি।

[৭] হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদের একজন মুখপাত্র বাইডেনের সঙ্গে নেতানিয়াহুর ফোনালাপের বিষয় এক্সিওসকে জানাতে অস্বীকার করেন। তবে তিনি বলেন, আমার অনেকবার প্রকাশ্যে বলেছি গাজার যুদ্ধাপরাধ নিয়ে ব্যবস্থা গ্রহনের কোন এখতিয়ার আইসিসির নেই এবং এ ব্যাপারে আমরা আইসিসির কোন তদন্তকে সমর্থন করি না। সম্পাদনা: রাশিদ 

এসই/এমটি

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়