শিরোনাম
◈ বিক্ষোভ দমনে ইরানজুড়ে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন, নিহত অন্তত ২১ ◈ বসুন্ধরায় ভেজাল মদের কারখানা, ওয়ারীতে দূরনিয়ন্ত্রিত ‘কুশ’ ল্যাবের সন্ধান, গ্রেপ্তার ৪ ◈ ক্ষতির মুখে দিল্লির সুতা শিল্প: যুক্তরাষ্ট্রের পর এবার ভারতের ওপর শুল্ক আরোপের পথে বাংলাদেশ ◈ বড় সুখবর! সৌদি আরবে এক খাতেই প্রবাসী কর্মী লাগবে ১৬ লাখের বেশি ◈ মনোনয়ন বাতিল হয়নি দাবি হাসনাতের প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির (ভিডিও) ◈ পাইপলাইনের ওপর ঘর তুলে অভিনব কায়দায় বিপিসির তেল চুরি (ভিডিও) ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচন: পোলিং ও নির্বাচনি এজেন্ট সংক্রান্ত নির্দেশনা জারি ◈ নীতিগত ব্যর্থতা ও দুর্নীতির চিত্র: টেলিযোগাযোগ খাতের ৩,২৭২ পৃষ্ঠার শ্বেতপত্র প্রকাশ ◈ সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ ও স্বার্থ বিবেচনা করে: তামিম ◈ গাইবান্ধায় ১৪৪ ধারা জারি

প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০২৪, ১১:৩৯ দুপুর
আপডেট : ১৭ এপ্রিল, ২০২৪, ১১:৩৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরানের হামলা থেকে ইসরায়েলকে সহায়তার অভিযোগ সৌদির প্রত্যাখান

সাজ্জাদুল ইসলাম: [২] ইরানের হামলার সময় ইসরায়েলকে রক্ষার সহায়তা করার খবরকে সৌদি প্রত্যাখ্যান করেছে। রিয়াদ বলেছে, ‘কোনভাবেই আমরা ইসরায়েলকে সহায়তা করিনি।’ হিন্দুস্তান টাইমস এখবর জানায়।

[৩] সৌদি সংবাদ মাধ্যম আল-আরাবিয়া দেশটির বিভিন্ন সূত্রের বরাত দিয়ে জানায়, সৌদি আরব ইরানের ক্ষেপণাস্ত্র বা ড্রোন বাধাদানে অংশ নেয়নি। শনিবার ইরান ইসরায়েলের ওপর এ নজীরবিহীন হামলা চালায়। এতে ইসরায়েলের ব্যাপক ক্ষতি হয়েছে।
 
[৪] সৌদি রাজপরিবারের সরকারি ওয়েবসাইটের বরাত দিয়ে ইসরায়েলের সংবাদমাধ্যমগুলোর খবরে দাবি করা হয় যে, সৌদি আরব ইরানের নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্র ও ড্রোনের বাধাদানে অংশ নিয়েছিল। এরপর সৌদি সূত্র তা অস্বীকার করে এই ব্যাখ্যা প্রদান করে।

[৫] ওয়ালস্ট্রিট জার্নাল জানায়, নিরাপত্তা চুক্তি থাকা সত্ত্বেও সৌদি আরব যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য তার আকাশসীমা খুলে দিতে আগ্রহী নয়। জেএনএস ডেইলি জানায়,  সৌদি আরব ও অন্যান্য উপসাগরীয় দেশ শনিবার ইরানের হামলার সময় ইসরায়েলকে তাদের আকাশসীমা ব্যবহার করতে দিতে অস্বীকৃতি জানায়। তবে সৌদি ও আমিরাত ইসরায়েলকে হামলা ঠেকাতে গোয়েন্দা তথ্য দিয়েছিল। 

[৬] আরব দেশগুলোর মধ্যে কেবল জর্ডান ইরানি হামলার সময় তার আকাশ প্রতিরক্ষা চালু করে এবং একটি ইরানি ক্ষেপণাস্ত্র গুলি করে ভূপাতিত করেছে। সম্পাদনা: রাশিদ

এসআই/আর/আইএফ

  • সর্বশেষ
  • জনপ্রিয়