শিরোনাম
◈ ভালোবাসার শহর প্যারিসে বৃষ্টিভেজা রাতে শুরু হলো অলিম্পিকস ২০২৪ ◈ সজীব ওয়াজেদ জয়ের ৫৩তম জন্মবার্ষিকী আজ ◈ কারফিউ আরো শিথিলের সিদ্ধান্ত হবে আজ, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ একদফা দাবিতে জাতীয় ঐক্যের ডাক বিএনপির ◈ শ্বাসরুদ্ধকর ম্যাচে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে শ্রীলঙ্কা  ◈ ডিবি হেফাজতে কোটা আন্দোলনের ৩ সমন্বয়ক ◈ কোটা আন্দোলন: ঢামেকে চিকিৎসাধীন শিক্ষার্থীসহ তিন জনের মৃত্যু ◈ হেলিকপ্টার দিয়ে মানুষ হত্যার জবাব জনগণ একদিন আদায় করে নেবে: মির্জা ফখরুল ◈ প্রতিটি হামলার ঘটনার বিচার হবে: পররাষ্ট্রমন্ত্রী ◈ সাম্প্রতিক সহিংসতায় আহতদের চিকিৎসার দায়িত্ব নেবে সরকার: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ০৪ এপ্রিল, ২০২৪, ১২:৪৯ দুপুর
আপডেট : ০৪ এপ্রিল, ২০২৪, ০৪:৩১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরান দূতাবাসের কনস্যুলারে হামলার বিষয়ে নিরাপত্তা পরিষদে নিন্দা, নারাজ যুক্তরাষ্ট্র

ইমরুল শাহেদ: [২] সিরিয়ায় ইরানি দূতাবাসের কনস্যুলার বিভাগে ইসরায়েলি হামলার বিষয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে সন্ত্রাসী কর্মকান্ডের তীব্র সমালোচনা করা হয়েছে। তবে যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলো এই হামলার নিন্দা জানাতে অস্বীকৃতি জানিয়েছে।

[৩] জাতিসংঘে নিযুক্ত ইরানের উপ-প্রতিনিধি জাহরা এরশাদি এই জঘন্য অপরাধ এবং কাপুরুষোচিত সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছে, ইসরায়েল এই হামলার মাধ্যমে জাতিসংঘ সনদ, আন্তর্জাতিক আইন-কানুন এবং সিরিয়ার সার্বভৌমত্ব, স্বাধীনতা ও অখণ্ডতা লঙ্ঘন করেছে।

[৪] জাতিসংঘ মহাসচিবের পশ্চিম এশিয়া এবং এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক সহকারী মোহাম্মদ খালিদ আল খাইয়ারি সিরিয়ায় ইরানি দূতাবাসে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়ে বলেছেন- কূটনীতি বা কনস্যুলার সম্পর্কিত সকল স্থান ও ব্যক্তিকে আক্রমণের বাইরে রাখার আন্তর্জাতিক আইন মেনে চলতে হবে।

[৫] সিরিয়ায় ইরানি দূতাবাসে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়ে জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার স্থায়ী প্রতিনিধি ভ্যাসিলি নেবেনজিয়া বলেছেন, ইসরায়েলের কর্মকাণ্ড অগ্রহণযোগ্য। কারণ কূটনৈতিক প্রতিনিধিদেরকে সব পরিস্থিতিতেই আক্রমণের বাইরে রাখতে হবে।

[৬] জাতিসংঘে নিযুক্ত চীনের উপ-প্রতিনিধিও ইরানের সরকার ও জনগণের প্রতি সহানুভূতি প্রকাশ করে বলেছেন, ইসরায়েল সিরিয়ার সার্বভৌমত্ব ও অখণ্ডতা লঙ্ঘন করছে।

[৭] জাতিসংঘে নিযুক্ত সিরিয়ার প্রতিনিধি এই হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, ইসরায়েল এ ধরনের তৎপরতার মাধ্যমে ফিলিস্তিনি জনগণের অধিকারের প্রতি সিরিয়ার জনগণ ও সরকারের সমর্থন বন্ধ করতে পারবে না। একই সঙ্গে গোলান মালভূমিকে দখলমুক্ত করার জাতীয় সিদ্ধান্ত থেকেও সিরিয়াকে সরানো যাবে না।

[৮] জাতিসংঘে সুইজারল্যান্ডের প্রতিনিধি বলেন, সুইস সরকার দামেস্কে ইরানি দূতাবাসে হামলার নিন্দা জানায়, কারণ এই ধরনের কর্মকাণ্ড এই অঞ্চলে উত্তেজনা অনেক বাড়িয়ে দিয়েছে।

[৯] এই বৈঠকে যুক্তরাষ্ট্রের পাশাপাশি ব্রিটেন, ফ্রান্স, জাপান ও দক্ষিণ কোরিয়া দূতাবাসে ইসরায়েলি হামলার নিন্দা করতে অস্বীকৃতি জানায়। এই দেশগুলো হামলার নিন্দা না জানিয়ে কেবল আঞ্চলিক উত্তেজনা বাড়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে।

এসআই/আইএফ

  • সর্বশেষ
  • জনপ্রিয়