শিরোনাম
◈ নিউইয়র্কে পুলিশ কর্মকর্তা দিদারুলকে মরণোত্তর পদোন্নতি, জানাজায় মানুষের ঢল ◈ ভুটানের লি‌গে খেলছেন ঋতুপর্না চাকমা, এবার অস্ট্রেলিয়ান লিগে খেলার প্রস্তাব পেলেন ◈ জুমার দিন: রহমত, বরকত ও অশেষ সওয়াবের সুবর্ণ সুযোগ ◈ আজীবনের জন্য বাহরাইনে স্থায়ী ব্যবসার ও বসবাসের সুযোগ, মাত্র ৫ দিনার ফিতে! ◈ জুলাই সনদ ঘোষণার দাবিতে আজও শাহবাগ মোড়ে জুলাই যোদ্ধারা ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিকে ঐতিহাসিক কূটনৈতিক বিজয়: প্রধান উপদেষ্টা  ◈ সংলাপে পিআর নি‌য়ে উত্তেজনা, হুদা ‘স‌রি’ বলার পর শান্ত এন‌সি‌পি নেতারা (ভিডিও) ◈ বাংলাদেশে নেচে যাওয়া সেই নোয়েল ভারতে গিয়ে আটক হলেন ◈ বৃষ্টি ও ঝড়ো হাওয়ার সম্ভাবনায় ১১ অঞ্চলে ১ নম্বর সতর্ক সংকেত ◈ শার্শায় বিএনপি কর্মীদের বিরুদ্ধে সরকারি চাল ছিনিয়ে নেওয়ার অভিযোগ

প্রকাশিত : ৩০ মে, ২০২৫, ০৩:১৩ দুপুর
আপডেট : ২৯ জুলাই, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঝড়-বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত টেলিকম সাইট, দেশজুড়ে যোগাযোগে বিঘ্ন

নিম্নচাপজনিত ঝড় ও জলোচ্ছ্বাসের কারণে বিদ্যুৎ সরবরাহে বিপর্যয় দেখা দেওয়ায় সারা দেশে টেলিযোগাযোগ সেবা ব্যাহত হচ্ছে।

শুক্রবার (৩০ মে) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

তিনি বলেন, প্রবল বৃষ্টিপাতে দেশের বিভিন্ন টেলিকম সাইট ক্ষতিগ্রস্ত হয়েছে। বিদ্যুৎ বিভ্রাটের কারণে পাঁচ হাজারের বেশি সাইট ডাউন হয়ে গেছে।

ফয়েজ আহমদ জানান, সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোর মধ্যে রয়েছে বরিশাল, সিলেট দক্ষিণ, টাঙ্গাইল, চাঁদপুর, ময়মনসিংহ, ঢাকা উত্তর, কুমিল্লা, নোয়াখালী ও চট্টগ্রাম দক্ষিণ।

তিনি আরও জানান, বর্তমানে দেশের মোট ৪৪ শতাংশ মেইনস বিকল, মোট সাইট চালু রয়েছে ৬৪ দশমিক ২ শতাংশ, আর মোট ৩৫ দশমিক ৮ শতাংশ সাইট ডাউন। জরুরি ভিত্তিতে বিদ্যুৎ সরবরাহের জন্য ৬২৪টি পোর্টেবল জেনারেটর সংযুক্ত করা হয়েছে এবং আরও ৫০৪টি পথে রয়েছে।

পরিস্থিতি স্বাভাবিক করতে পল্লী বিদ্যুৎসহ টেলিযোগাযোগ খাতের সংশ্লিষ্ট কর্মীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বলেও জানান তিনি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়