শিরোনাম
◈ নিউইয়র্কে পুলিশ কর্মকর্তা দিদারুলকে মরণোত্তর পদোন্নতি, জানাজায় মানুষের ঢল ◈ ভুটানের লি‌গে খেলছেন ঋতুপর্না চাকমা, এবার অস্ট্রেলিয়ান লিগে খেলার প্রস্তাব পেলেন ◈ জুমার দিন: রহমত, বরকত ও অশেষ সওয়াবের সুবর্ণ সুযোগ ◈ আজীবনের জন্য বাহরাইনে স্থায়ী ব্যবসার ও বসবাসের সুযোগ, মাত্র ৫ দিনার ফিতে! ◈ জুলাই সনদ ঘোষণার দাবিতে আজও শাহবাগ মোড়ে জুলাই যোদ্ধারা ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিকে ঐতিহাসিক কূটনৈতিক বিজয়: প্রধান উপদেষ্টা  ◈ সংলাপে পিআর নি‌য়ে উত্তেজনা, হুদা ‘স‌রি’ বলার পর শান্ত এন‌সি‌পি নেতারা (ভিডিও) ◈ বাংলাদেশে নেচে যাওয়া সেই নোয়েল ভারতে গিয়ে আটক হলেন ◈ বৃষ্টি ও ঝড়ো হাওয়ার সম্ভাবনায় ১১ অঞ্চলে ১ নম্বর সতর্ক সংকেত ◈ শার্শায় বিএনপি কর্মীদের বিরুদ্ধে সরকারি চাল ছিনিয়ে নেওয়ার অভিযোগ

প্রকাশিত : ২৩ মার্চ, ২০২৫, ০৪:২৬ দুপুর
আপডেট : ১৪ জুন, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফাঁস হয়েছে আইফোন ১৭ সিরিজ, অ্যাপল কি ফোল্ডেবল স্মার্টফোন আনছে?

অ্যাপল-এর বহুল প্রত্যাশিত ‘আইফোন-১৭’ সিরিজের ছবি ছড়িয়ে পড়েছে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে। এই সিরিজের মধ্য দিয়ে টেক জায়ান্ট অ্যাপল বাজারে নিয়ে আসতে যাচ্ছে প্রথম ফোল্ডেবল স্মার্টফোন। ফোনটির তথ্য ফাঁস হওয়ার পর থেকেই এটির ডিজাইন এবং কার্যকারিতার বড় আপগ্রেডের খবরে উত্সাহ সৃষ্টি করেছে আইফোন ব্যবহারকারীদের মনে।

সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের সেপ্টেম্বরে ঘোষণা করা হতে পারে আইফোন-১৭ সিরিজের সবগুলো মডেল। চারটি মডেল জুড়ে মূল বৈশিষ্ট্যগুলোর মধ্যে থাকবে ‘ক্যাপচার বাটন’ এবং প্রোগ্রামযোগ্য ‘অ্যাকশন বাটন’, উভয়ই গত বছর আইফোন-১৬-এ প্রথম চালু করা হয়েছিল।

ভলিউম ও পাওয়ার বাটনের পাশাপাশি ‘আইফোন-১৭’ সিরিজের ফোনগুলো অন্যান্য মডেলগুলোর তুলনায় উল্লেখযোগ্যভাবে হালকা হবে। এছাড়াও নতুন মডেলে থাকবে বৃহত্তর রিয়ার ক্যামেরা। এছাড়াও থাকছে ফ্রন্ট-ফেসিং ক্যামেরা আপগ্রেড এবং টপ কোয়ালিটির সেন্সর সিস্টেম। আরও থাকছে ওয়্যারলেস চার্জিং এবং ক্লাউড সিঙ্কিং সুবিধা।

ফোল্ডেবল আইফোন-১৭ সিরিজগুলোতে ৭ দশমিক ৮ ইঞ্চির অভ্যন্তরীণ ডিসপ্লে এবং একটি ৫ দশমিক ৫ ইঞ্চির বাহ্যিক ডিসপ্লে থাকার কথা, যা স্যামসাং-এর গালাক্সি জি-ফোল্ড-এর মতো ডিজাইনের। তবে, গালাক্সি জি-ফোল্ডের ক্ল্যামশেল ডিজাইন বিপরীতে আইফোন-১৭ সিরিজের ফোনগুলোয় থাকবে বুক-স্টাইল ডিজাইন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়