শিরোনাম
◈ দেশে ফেরার প্রক্রিয়া শুরু: ট্রাভেল পাসের আবেদন তারেক রহমানের ◈ হাসিনার অনুসারীদের জামিন বিতর্কে আইন উপদেষ্টার উদ্বেগ প্রকাশ ◈ প্রার্থীদের অস্ত্রের ঝুঁকি, নিরপেক্ষ প্রশাসন নিয়ে চ্যালেঞ্জ ইসির ◈ কূটনীতির রীতিনীতি কি উপেক্ষা করছেন প্রণয় ভার্মা ◈ ওসমান হাদির অস্ত্রোপচার হবে সিঙ্গাপুরে, অনুমতি দিয়েছে পরিবার ◈ দূতাবাসগুলোর নিরাপত্তা নিয়ে কূটনীতিকদের আশ্বস্ত করলো সরকার ◈ দুর্বল প্রতিপ‌ক্ষের বিরু‌দ্ধে  লড়াই ক‌রে জিত‌লো ‌রিয়াল মা‌দ্রিদ ◈ মেয়েকে নিয়ে ২৫ তারিখ সকাল ১১টায় ঢাকায় নামবেন তারেক রহমান ◈ নির্বাচন নিয়ে ভারতের 'নসিহতে' বাংলাদেশের তীব্র প্রতিক্রিয়া কেন? ◈ শেষ স্ট্যাটাসে ওসমান হাদিকে নিয়ে যা লিখেছিলেন এনসিপির নেত্রী রুমী

প্রকাশিত : ১৬ নভেম্বর, ২০২৫, ১১:৩২ রাত
আপডেট : ১১ ডিসেম্বর, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবার কারাগারে চালু হলো বন্দিদের জন্য ‘অ'ন্ত'র'ঙ্গ মুহূর্ত কাটানোর রুম’ (ভিডিও)

ইউরোপের দক্ষিণে অবস্থিত একটি ঐতিহ্যবাহী ও সংস্কৃতিমণ্ডিত দেশ ইতালি। দেশটিতে প্রথমবারের মতো কারাবন্দীদের জন্য ‘অন্তরঙ্গ সময়’ কাটানোর সুযোগ চালু করা হয়েছে। শুক্রবার (১৮ এপ্রিল)  উমব্রিয়া অঞ্চলের টের্নি শহরের একটি কারাগারে বিশেষভাবে প্রস্তুত কক্ষে এক বন্দী তাঁর নারী সঙ্গীর সঙ্গে দেখা করেন। এই উদ্যোগের মধ্য দিয়েই ইতালিতে নতুন প্রকল্পটির আনুষ্ঠানিক সূচনা হয়।

ইতালির সাংবিধানিক আদালতের একটি গুরুত্বপূর্ণ আদেশের পর এই পদক্ষেপ নেওয়া হয়। আদালত ঘোষণা দেয়, বন্দীদেরও তাঁদের স্বামী, স্ত্রী বা দীর্ঘমেয়াদি সঙ্গীর সঙ্গে একান্তে সাক্ষাতের অধিকার রয়েছে। ইউরোপের অনেক দেশেই আগে থেকেই এমন সুযোগ রয়েছে—ফ্রান্স, জার্মানি, স্পেন, নেদারল্যান্ডস ও সুইডেন তার উদাহরণ।

উমব্রিয়ার বন্দীদের অধিকারবিষয়ক ন্যায়পাল জিউসেপে কাফোরিও বলেন, প্রথম সাক্ষাৎটি

সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। তিনি আরও জানান, বন্দী ও তাঁদের সঙ্গীদের গোপনীয়তা রক্ষা করা এই উদ্যোগের মূল শর্ত। এটি একধরনের পরীক্ষামূলক প্রকল্প, এবং আগামী কয়েক দিনের মধ্যেই আরও কিছু সাক্ষাৎ অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

ইতালির বিচার মন্ত্রণালয় গত সপ্তাহে একটি নির্দেশনা জারি করে জানায়, যেসব বন্দীকে এমন সাক্ষাতের অনুমতি দেওয়া হবে, তাঁদের জন্য একটি বিছানা ও টয়লেটসহ কক্ষে দুই ঘণ্টা পর্যন্ত সময় কাটানোর সুযোগ থাকবে। তবে নিরাপত্তার কারণে কক্ষের দরজা পুরোপুরি বন্ধ রাখা যাবে না, যাতে প্রয়োজনে কারারক্ষীরা দ্রুত হস্তক্ষেপ করতে পারেন।

দেশটির কারাগারগুলোতে বর্তমানে ৬২ হাজারের বেশি বন্দী রয়েছে, যা ধারণক্ষমতার চেয়ে ২১ শতাংশ বেশি। অতিরিক্ত ভিড় ও মানসিক চাপের কারণে সাম্প্রতিক সময়ে আত্মহত্যার হারও বেড়েছে। তাই বিশেষজ্ঞরা বলছেন, এই নতুন উদ্যোগ বন্দীদের মানসিক সুস্থতা ও পুনর্বাসনে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়