শিরোনাম
◈ দেশে ফেরার প্রক্রিয়া শুরু: ট্রাভেল পাসের আবেদন তারেক রহমানের ◈ হাসিনার অনুসারীদের জামিন বিতর্কে আইন উপদেষ্টার উদ্বেগ প্রকাশ ◈ প্রার্থীদের অস্ত্রের ঝুঁকি, নিরপেক্ষ প্রশাসন নিয়ে চ্যালেঞ্জ ইসির ◈ কূটনীতির রীতিনীতি কি উপেক্ষা করছেন প্রণয় ভার্মা ◈ ওসমান হাদির অস্ত্রোপচার হবে সিঙ্গাপুরে, অনুমতি দিয়েছে পরিবার ◈ দূতাবাসগুলোর নিরাপত্তা নিয়ে কূটনীতিকদের আশ্বস্ত করলো সরকার ◈ দুর্বল প্রতিপ‌ক্ষের বিরু‌দ্ধে  লড়াই ক‌রে জিত‌লো ‌রিয়াল মা‌দ্রিদ ◈ মেয়েকে নিয়ে ২৫ তারিখ সকাল ১১টায় ঢাকায় নামবেন তারেক রহমান ◈ নির্বাচন নিয়ে ভারতের 'নসিহতে' বাংলাদেশের তীব্র প্রতিক্রিয়া কেন? ◈ শেষ স্ট্যাটাসে ওসমান হাদিকে নিয়ে যা লিখেছিলেন এনসিপির নেত্রী রুমী

প্রকাশিত : ১৪ নভেম্বর, ২০২৫, ০৭:০৪ বিকাল
আপডেট : ১৪ ডিসেম্বর, ২০২৫, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

করাচির চিড়িয়াখানায় দেখা মিললো অর্ধেক মানুষ, অর্ধেক শেয়াল! আসল ঘটনা যা জানাগেল

পাকিস্তানের করাচির চিড়িয়াখানায় প্রায় চার দশক ধরে প্রদর্শিত হচ্ছে এক অদ্ভুত চরিত্র—অর্ধেক মানুষ, অর্ধেক শেয়াল। দর্শকদের কাছে তিনি পরিচিত “মমতাজ বেগম” নামে। দীর্ঘ ৪০ বছর ধরে এই চরিত্রটি করাচি চিড়িয়াখানার অন্যতম আকর্ষণ হিসেবে পরিচিত হলেও, সম্প্রতি জানা গেছে—এটি আসলে অভিনয়, বাস্তবে কোনো রহস্যময় প্রাণী নয়।

জানা গেছে, “মমতাজ বেগম” নামে যাকে সবাই চিনে, তাঁর আসল নাম মুরাদ আলি। পেশাগতভাবে তিনি একজন পারফর্মার। তাঁর আগে এই চরিত্রে অভিনয় করতেন তাঁর বাবা। বাবার মৃত্যুর পর গত ১৬ বছর ধরে মুরাদ প্রতিদিন টানা ১২ ঘণ্টা ধরে এই চরিত্রে অভিনয় করছেন।

চিড়িয়াখানার দর্শনার্থীদের চোখে মমতাজ বেগম এক রহস্যময় প্রাণী—শরীরের নিচের অংশ শেয়ালের, আর উপরের অংশ মানুষের। তাঁকে দেখতে প্রতিদিন ভিড় জমে চিড়িয়াখানায়। দর্শকদের জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে একটি খাঁচা, যেখানে মাথায় ঘোমটা পরা “মমতাজ” শিশু ও প্রাপ্তবয়স্ক দর্শকদের সঙ্গে কথা বলেন। টিকিটের দাম রাখা হয়েছে মাত্র ১০ রুপি।

তবে আসল রহস্য ফাঁস হয়েছে সম্প্রতি। জানা গেছে, এটি আসলে একটি দক্ষ মঞ্চ কৌশল। কাঠের বেদির উপরে রাখা শেয়ালের দেহের মডেলটির সঙ্গে নিচে লুকানো কক্ষের মধ্যে শুয়ে থাকা মুরাদ আলির মাথা মিলিয়ে তৈরি করা হয় এই বিভ্রম। দর্শকদের চোখে যেন কোনো পার্থক্য ধরা না পড়ে, সে জন্য মাথার চারপাশে ঘোমটা দিয়ে ঢাকা থাকে।

দীর্ঘদিন ধরে এই প্রদর্শনী করাচির অন্যতম জনপ্রিয় আকর্ষণ হয়ে উঠেছে। তবে এখন অনেকেই জানতে পেরে বিস্মিত যে, ‘শেয়াল-মানুষ’ আসলে একজন নিবেদিতপ্রাণ শিল্পীর অভিনয়—আর কোনো অতিপ্রাকৃত রহস্য নয়।

সূত্র: দৈনিক জনকণ্ঠ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়