শিরোনাম
◈ চালক-যাত্রীদের অনুরোধেও সড়ক ছাড়েননি ছাত্র-জনতা ◈ আজ সন্ধ্যায় দেশে পৌঁছাবে ওসমান হাদির মরদেহ, শনিবার জানাজা ◈ তারেক রহমানের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে যে দুই ইস্যু ◈ যেভাবে বিপ্লবী হয়ে উঠেছিলেন শরিফ ওসমান হাদি ◈ ধানমন্ডি ৩২ নম্বরে বিক্ষুব্ধ জনতার আগুন-ভাঙচুর (ভিডিও) ◈ শাহবাগে ছাত্র-জনতার বিক্ষোভে যোগ দিলেন নাহিদ-আসিফ (ভিডিও) ◈ হাদির মৃত্যু: চট্টগ্রামে নওফেলের বাড়িতে আগুন-ভাঙচুর ◈ কারওয়ান বাজারে প্রথম আলো ও ডেইলি স্টার অফিসে হামলা-ভাঙচুর (ভিডিও) ◈ দেশে ফিরলে তারেক রহমানকে এসএসএফের নিরাপত্তা দেবে সরকার ◈ ‘ভাইয়া আমার বাচ্চাটারে একটু দেইখেন’—বলে কেঁদেছিলেন হাদি (ভিডিও)

প্রকাশিত : ০৭ অক্টোবর, ২০২৫, ১১:১৭ দুপুর
আপডেট : ১৬ ডিসেম্বর, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাপানে ‘জোহাৎসু’ প্রথা: বছরে লাখো মানুষ হঠাৎ উধাও হয়ে যায়, লুকিয়ে আছে অজানা গল্প

জাপানে প্রতিবছর প্রায় ১ লক্ষের বেশি মানুষ হঠাৎ করেই পরিচিত পরিবেশ থেকে নিখোঁজ হয়ে যান। তাদের পরিবার বা বন্ধু কেউই জানে না তারা কোথায় চলে গেছে। এই প্রথাকে জাপানি ভাষায় ‘জোহাৎসু’ বলা হয়, যার অর্থ “হঠাৎ করে উবে যাওয়া।”

জোহাৎসুরা সাধারণত ঋণ, পারিবারিক অশান্তি, চাকরির চাপ বা ব্যর্থতার কারণে এই পথ বেছে নেন। তারা গোপনে পরিচিত স্থান ছেড়ে অচেনা বা নির্জন স্থানে চলে যান, যেখানে কেউ তাদের চেনে না। সেখানে তারা নতুনভাবে জীবন শুরু করে, বিভিন্ন কাজ করতে থাকে এবং পরিচিতদের থেকে দূরে থাকেন।

এই ধরনের মানুষদের সহায়তার জন্য জাপানে বিশেষ সংস্থা তৈরি হয়েছে, যার নাম ‘নাইট মুভারস’। তারা সম্পূর্ণ গোপনীয়তা বজায় রেখে জোহাৎসুদের নতুন বাসস্থান, কাজ এবং জীবনযাত্রার বন্দোবস্ত করে দেয়। এজন্য সংস্থাটি পারিশ্রমিকও গ্রহণ করে।

১৯৯০-এর দশকে জাপানে অর্থনৈতিক ধসের সময় এই প্রথা ব্যাপকভাবে দেখা দেয়। তখন হতাশাগ্রস্ত মানুষরা আত্মরক্ষা হিসেবে নিখোঁজ হওয়ার পথ খুঁজতে শুরু করেন। তখন হাতরি নামের এক ব্যক্তি প্রথমবার এই ধরনের সংস্থা তৈরি করেন।

জাপানের আইন অনুযায়ী দুর্ঘটনা বা অপরাধমূলক কারণ না থাকলে কারও গোপনীয়তায় হস্তক্ষেপ করা হয় না। তাই জোহাৎসুরা সাধারণ জীবনযাপন করতে পারে, যেমন এটিএম ব্যবহার বা বাজারে যাওয়া, নিরপেক্ষভাবে।

তবে সব জোহাৎসুই চাপ থেকে মুক্তি পায় না। অনেক সময় একাকীত্ব এবং সামাজিক বিচ্ছিন্নতা তাদের মানসিক স্বাস্থ্যকে প্রভাবিত করে। বিশেষজ্ঞরা বলছেন, জোহাৎসুরা প্রায়ই মানসিক একাকীত্ব ও চাপের কারণে নতুন ধরণের চ্যালেঞ্জের মুখোমুখি হন।

জাপানের এই অনন্য সামাজিক প্রথা আজও চলমান এবং হতাশাগ্রস্ত মানুষের জন্য এক ধরনের আশ্রয় ও নতুন জীবন শুরু করার সুযোগ হিসেবে বিবেচিত হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়