শিরোনাম
◈ চালক-যাত্রীদের অনুরোধেও সড়ক ছাড়েননি ছাত্র-জনতা ◈ আজ সন্ধ্যায় দেশে পৌঁছাবে ওসমান হাদির মরদেহ, শনিবার জানাজা ◈ তারেক রহমানের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে যে দুই ইস্যু ◈ যেভাবে বিপ্লবী হয়ে উঠেছিলেন শরিফ ওসমান হাদি ◈ ধানমন্ডি ৩২ নম্বরে বিক্ষুব্ধ জনতার আগুন-ভাঙচুর (ভিডিও) ◈ শাহবাগে ছাত্র-জনতার বিক্ষোভে যোগ দিলেন নাহিদ-আসিফ (ভিডিও) ◈ হাদির মৃত্যু: চট্টগ্রামে নওফেলের বাড়িতে আগুন-ভাঙচুর ◈ কারওয়ান বাজারে প্রথম আলো ও ডেইলি স্টার অফিসে হামলা-ভাঙচুর (ভিডিও) ◈ দেশে ফিরলে তারেক রহমানকে এসএসএফের নিরাপত্তা দেবে সরকার ◈ ‘ভাইয়া আমার বাচ্চাটারে একটু দেইখেন’—বলে কেঁদেছিলেন হাদি (ভিডিও)

প্রকাশিত : ০৪ অক্টোবর, ২০২৫, ০৯:৩০ রাত
আপডেট : ১২ ডিসেম্বর, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সোনার মজুতের দিক থেকে এশিয়ার শীর্ষ দেশগুলোর তালিকা

সোনা শুধু অলঙ্কার নয়, বরং বিনিয়োগের বিশ্বস্ত স্থান। প্রতিদিনই রেকর্ড গড়ছে সোনার দাম। বিশ্বব্যাপী এই হলদে ধাতুর চাহিদা দেখার মতো। এশিয়ার কোন দেশের কাছে আছে সবথেকে বেশি সোনা জানেন?

সোনার ভাণ্ডারের পরিমাণ অনুযায়ী এশিয়ায় সবথেকে বেশি সোনা মজুত রয়েছে চিনে। লাল ড্রাগনের দেশে রয়েছে প্রায় ২,২৬৩ মেট্রিক টন সোনা। চিনের অর্থনীতিতেও সোনার গুরুত্ব অনেক।

সোনা মজুতের পরিমাণে তালিকায় দ্বিতীয় স্থানেই রয়েছে ভারত। এ দেশে সোনার কদর সমস্ত ধাতুর থেকে সবচেয়ে বেশি। উৎসবে, অনুষ্ঠানে সোনা কেনার প্রচলন এ দেশে বরাবরই রয়েছে। আর্থিক পরিস্থিতি অনুযায়ী যে কোনও শ্রেণির মানুষের কাছেই দারুণ প্রিয় সোনা। অলঙ্কারের মাধ্যম হিসেবে সোনাই সবথেকে প্রিয়। এরকম সোনা প্রেমী দেশে মজুত ৮৫৪ মেট্রিক টন সোনা।

চিন ও ভারতের পরেই জাপানের স্থান। সে দেশে মজুত রয়েছে ৮৪৬ মেট্রিক টন সোনা।

সোনার মজুতের হিসাব অনুযায়ী এর পরেই আসে পশ্চিম এশিয়ার দেশগুলির নাম। তার মধ্যে সোনার ভাণ্ডারের পরিমাণ অনুযায়ী সবথেকে ধনী তুরস্ক। সে দেশে ৫৯৫ মেট্রিক টন সোনা রয়েছে।

তাইওয়ানও সোনা মজুদের পরিমাণে খুব পিছিয়ে নেই। আয়তনে ক্ষুদ্র এই দেশেও রয়েছে ৪২৩ মেট্রিক টন সোনা।

সপ্তম স্থানে রয়েছে খনিজ তেলের বাদশা সৌদি আরব। সে দেশেও প্রচুর পরিমাণে মজুত রয়েছে সোনা।

সোনার তালিকায় অষ্টমে রয়েছে কাজাখস্তান। এই দেশে ২৯৬ মেট্রিক টন সোনা মজুদ রয়েছে। সূত্র: দ্য ডেইলি ক্যাম্পাস

  • সর্বশেষ
  • জনপ্রিয়