শিরোনাম
◈ মার্কিন প্রেসিডেন্টের মুখ থেকে বর্ণবাদের দুর্গন্ধ, ইলহান ওমরকে আবর্জনা বললেন ‌ডোনাল্ড ট্রাম্প ◈ বেগম খালেদা জিয়ার জন্য সারাদেশে দোয়া ও প্রার্থনার আহ্বান জানিয়েছে সরকার  ◈ পাকিস্তানি ক্রিকেটাররা এনওসি পাচ্ছে না, বিপাকে পড়তে পা‌রে বিপিএল  ◈ বাফুফে ৪ কোটি টাকার বেশি আয় কর‌লো এশিয়ান কাপ বাছাই’র তিন ম্যাচ থেকে ◈ এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট ◈ রাজনী‌তি‌তে চল‌ছে সমীকরণ, জোটে যাওয়া নিয়ে এনসিপিতে নানা মত ◈ বিপিএলে নোয়াখালী‌তে খেল‌বেন মোহাম্মদ নবি, সিলেটে সালমান  ◈ বাংলাদেশে পথকুকুর বা বিড়াল হত্যায় কী শাস্তি রয়েছে? ◈ মে‌ক্সি‌কোর বিশ্বকাপ স্টেডিয়ামের পাশে শত শত ব্যাগে মানুষের দেহাবশেষ উদ্ধার ◈ চি‌কিৎসাধীন খালেদা জিয়ার অবস্থা অপরিবর্তিত, তবে ওষুধে রেসপন্স করছেন

প্রকাশিত : ০৩ ডিসেম্বর, ২০২৫, ০৬:২৭ বিকাল
আপডেট : ০৪ ডিসেম্বর, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকায় আর্জেন্টিনা ও ব্রাজিলের ক্লাব, খেল‌বে লাতিন বাংলা সুপার কাপ

স্পোর্টস ডেস্ক : আর্জেন্টিনার অ্যাথলেটিকো চার্লোন ফুটবল ক্লাব ঢাকায় এসে পৌঁছেছে। দল‌টি লাতিন বাংলা সুপার কাপে অংশ নিবে। বুধবার (৩ ডিসেম্বর) সকালে তাদের বহনকারী ফ্লাইট ঢাকায় নামে। 

এর আগে মঙ্গলবার (২ ডিসেম্বর) পৌঁছেছে ব্রাজিলের সাও বার্নার্দো ফুটবল ক্লাব। আর্জেন্টিনা-ব্রাজিলের অনূর্ধ্ব-২০ দল ও স্বাগতিক ফিউচার স্টার বাংলাদেশ এই তিন দলকে নিয়ে জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে তরুণদের রোমাঞ্চকর ফুটবল প্রতিযোগিতা।

আয়োজকদের তথ্য অনুযায়ী, ৫ ডিসেম্বর শুরু হয়ে ১১ ডিসেম্বর পর্যন্ত চলবে টুর্নামেন্ট। উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে সাও বার্নার্দো ও ফিউচার স্টার বাংলাদেশ। ৮ ডিসেম্বর বাংলাদেশের তরুণদের মুখোমুখি হবে অ্যাথলেটিকো চার্লোন। আর ১১ ডিসেম্বর শেষ ম্যাচে লড়বে দুই লাতিন ক্লাব ব্রাজিলের সাও বার্নার্দো ও আর্জেন্টিনার অ্যাথলেটিকো চার্লোন।

শুধুই ফুটবল নয়, আয়োজনে যুক্ত হয়েছে বড় আকর্ষণ দুই ফুটবল কিংবদন্তির উপস্থিতি। টুর্নামেন্টের শেষ দিনের ম্যাচে থাকবেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী অধিনায়ক কাফু এবং আর্জেন্টিনার সাবেক তারকা ফরোয়ার্ড ক্লদিও ক্যানিজিয়া। -- চ‌্যা‌নেল২৪

প্রতিদিন লটারির মাধ্যমে ১০ জন ভাগ্যবান দর্শক তাদের সঙ্গে দেখা করার সুযোগ পাবেন বলে জানিয়েছেন এএফ বক্সিং প্রমোশন ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক এমডি আসাদুজ্জামান।

ফুটবলের পাশাপাশি থাকছে সাংস্কৃতিক আয়োজনও। উদ্বোধনী দিনের বিকেলে মঞ্চে উঠবেন জনপ্রিয় সংগীতশিল্পী নগর বাউল জেমস, যিনি গান পরিবেশন করে স্টেডিয়ামের পরিবেশকে উৎসবমুখর করে তুলবেন।

আয়োজকরা মনে করছেন, তিন দেশের তরুণ ফুটবলারদের একসঙ্গে খেলার সুযোগ দর্শকদের জন্য হবে এক অনন্য অভিজ্ঞতা। 

স্থানীয় খেলোয়াড়দের জন্যও এটি বড় শিক্ষা ও প্রস্তুতির সুযোগ তৈরি করবে। পাশাপাশি টিকিট মূল্য সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখার আহ্বান জানানো হয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রতি, যাতে তরুণ সমর্থকেরা মাঠে এসে উৎসব উপভোগ করতে পারেন।

এমডি আসাদুজ্জামান জানান, দর্শকদের ভিন্নধর্মী অভিজ্ঞতা দিতে থাকছে বিশেষ আয়োজন। তার ভাষায়, বাংলাদেশে আগে এমন কিছু হয়নি আমি নতুন কিছু করার চেষ্টা করছি। আল্লাহ চাইলে দর্শকেরা মাঠে এসে চমৎকার ফুটবল উপভোগ করতে পারবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়