শিরোনাম
◈ সংকটে থাকা পাঁচ ইসলামী ব্যাংকের একীভূতকরণ: গ্রাহকের টাকা কতটা নিরাপদ? ◈ প্রস্তাবিত নতুন ২ বিভাগে যেসব জেলা থাকছে ◈ ইউনুস স্যার যদি ওইখানে বসে স্বৈরাচারী হয়ে ওঠার চেষ্টা করেন তাহলে স্যারেরও পতন আসন্ন: নাসিরুদ্দিন পাটোয়ারী (ভিডিও) ◈ প্রধান উপদেষ্টার সাত দফা প্রস্তাব: রোহিঙ্গা সংকটের একমাত্র সমাধান প্রত্যাবাসন ◈ বাম দলগুলোর নির্বাচনী জোট গঠন জোরদার হচ্ছে ◈ অবশেষে খোঁজ মিলেছে ডিবি হারুনের! টেক্সাসের উডল্যান্ডে কী করছেন ডিবি হারুন? (ভিডিও) ◈ বিদেশি কর্মীদের ‘নিরাপত্তা ছাড়পত্র’ প্রক্রিয়া এখন সম্পূর্ণ ডিজিটাল ◈ ব্যাংক হিসাব জব্দ করা সবসময় সঠিক পদক্ষেপ নয়: ফরাসউদ্দিন ◈ আশ্বাসের পরিবর্তে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে আরাকান আর্মিকে সক্রিয় হতে হবে ◈ আওয়ামী লীগকে নিষিদ্ধ নয়, আপাতত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না: ড. ইউনূস (ভিডিও)

প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:১৮ বিকাল
আপডেট : ০১ অক্টোবর, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

‌নেপাল এবার ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করতে চায় 

স্পোর্টস ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম বার টি-টোয়েন্টিতে মুখোমুখি হওয়া, প্রথমবার দ্বিপাক্ষিক সিরিজ খেলা। আর তাতেই বাজিমাত করলো নেপাল। প্রথম ২ ম্যাচে জিতে ২-০ ব্যবধানে এগিয়ে গেলো ৩ ম্যাচের সিরিজে। এবার তাদের নজর ক্যারিবিয়ানদের হোয়াইট ওয়াশ করা। -- ডেই‌লি ক্রিকেট

প্রথম ম্যাচে ১৯ রানে জয় পাওয়ার পর দ্বিতীয় ম্যাচে ৯০ রানের বিশাল ব্যবধানের জয়। যা টেস্ট খেলুড়ে কোনো দেশের সহযোগী সদস্য কোনো দলের বিপক্ষে সর্বোচ্চ ব্যবধানে হারের রেকর্ড।

১৭৩ রানের পুঁজি নিয়ে ওয়েস্ট ইন্ডিজকে গতকাল (২৯ সেপ্টেম্বর) মাত্র ৮৩ রানে গুটিয়ে দেন নেপাল। দুইবারের সাবেক টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়নদের এবার হোয়াইট ওয়াশও করতে চার দলটি।

দ্বিতীয় ম্যাচে ৬৮ রানের অপরাজিত ইনিংস খেলা ওপেনার আসিফ শেখ যেমনটা বলছিলেন, 'এটা আমাদের জন্য বড় অর্জন। আমরা ৩-০ তে শেষ করতে চাই। নেপালে ক্রিকেট উৎসবের মতো...নেপালের সব সমর্থককে ধন্যবাদ। তাঁরা অনেক দূরদূরান্ত থেকে এসে আমাদের সমর্থন দেন। কৃতিত্বটা তাই তাঁদেরও।’

আজ (৩০ সেপ্টেম্বর) সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় ও শেষ ম্যাচে মুখমুখি হবে দুই দল।

ম্যাচ সামনে রেখে নেপাল দলপতি রোহিত পাউডেল বলেন, 'ভালো লাগছে। টেস্ট খেলুড়ে দলের বিপক্ষে জয় অনেক কঠিন। (প্রথম ম্যাচের) দুই দিন পর দ্বিপক্ষীয় সিরিজ জয় দারুণ ব্যাপার...বিশ্বকে নিজেদের খেলা ও প্রতিভা দেখাতে এই সিরিজ অনেক গুরুত্বপূর্ণ।

গত দুই–তিন বছর ধরে আমরা যেভাবে খেলছি, তাতে অনেকেরই মনোযোগ কাড়তে পেরেছি। আমরা এভাবেই চালিয়ে যেতে চাই এবং টেস্ট খেলুড়ে দলের বিপক্ষে বেশি বেশি খেলতে চাই। সিরিজটা আরও ভালোভাবে শেষ করতে চাই, সব কটি (ম্যাচ) জয়ের প্রেরণা আছে। তবে সে জন্য নতুন করে শুরু করতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়