শিরোনাম
◈ সঞ্চয়পত্র ও বেসরকারি বন্ডের জন্য সেকেন্ডারি মার্কেট গঠনের পরামর্শ গভর্নরের ◈ ফিলিস্তিনকে ৪ পশ্চিমা দেশের স্বীকৃতি, স্বাগত জানাল বাংলাদেশ ◈ তারুণ্যের ঐক্যে নতুন শক্তি গড়তে একীভূত হচ্ছে এনসিপি–গণঅধিকার: রাশেদ খান ◈ বাংলাদেশ থেকে মালয়েশিয়া, এশিয়ার কালো টাকার প্রধান গন্তব্য হয়ে উঠছে লন্ডন: সাউথ চায়না মর্নিং পোস্টের নিবন্ধ ◈ কম প্রস্তুতি নি‌য়েও নারী বিশ্বকা‌পে আত্মবিশ্বাসী বাংলাদেশ দ‌লের কোচ সা‌রোয়ার ইমরান ◈ ফিলিস্তিনকে স্বীকৃতি: বিশ্বকে যে বার্তা দিলো সৌদি আরব ◈ ইসরায়েল-তুরস্ক সংঘাতের সম্ভাবনা: গোপন অভিযান, প্রক্সি যুদ্ধ ও আঞ্চলিক জোটের কৌশল ◈ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটার দাবিতে অনির্দিষ্টকালের ‘কমপ্লিট শাটডাউন’, উপ-উপাচার্য হেনস্তার ঘটনায় উত্তেজনা ◈ এনসিপিসহ আরও যে ৬ রাজনৈতিক দল নিবন্ধন পেতে যাচ্ছে ◈ কোন উ‌দ্দে‌শে গণঅধিকার পরিষদ ও এনসিপি এক দলে পরিণত হতে চাইছে

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২৫, ১০:৩৩ দুপুর
আপডেট : ২২ সেপ্টেম্বর, ২০২৫, ০২:৫১ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

হাত মেলালে কী ক্ষতি হত? এশিয়া কাপে ভারত-পাকিস্তান করমর্দন বিতর্কে ভিন্ন সুর আজহার উ‌দ্দি‌নের

স্পোর্টস ডেস্ক : হ্যান্ডশেক বিতর্কে উত্তাল ক্রিকেট দুনিয়া। গ্রুপ পর্বের ম্যাচে করমর্দন বিতর্কের পর সুপার ফোরের ম্যাচেও উত্তাপ ছড়াতে পারে। সেখানে যে সূর্যরা পাক ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাবেন না, তা একপ্রকার স্পষ্ট। কিন্তু কেন করমর্দন করবে না? হাত মেলানোয় ভুল কী আছে? কিছুটা ‘উলটো সুরে’ কথা বলছেন ভারতের প্রাক্তন অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিন।

তাঁর সাফ কথা, আমার মতে, করমর্দন করার মধ্যে কোনও ভুল নেই। যখন তুমি ম্যাচ খেলবে, তখন সব কিছু মেনেই খেলা উচিত। হাত মেলানোয় তার মধ্যে অন্যতম। আমি এর মধ্যে কোনও সমস্যা দেখি না। আমার মনে হয় না (হাত মেলানোয়) কোনও সমস্যা আছে।

আজহারের সংযোজন, যখন তুমি প্রতিবাদের জন্য খেলো, তাহলে তো না খেললেও চলত। প্রতিবাদ করে খেলার কোনও মানে হয় না। একবার খেলতে রাজি হয়ে গেলে, সেটা আইসিসি ইভেন্ট হোক বা এশিয়া কাপ, তারপর তোমাকে সবটা দিয়ে খেলতে হবে। নাহলে খেলার কোনও প্রয়োজন নেই।

উল্লেখ্য, এশিয়া কাপের গ্রুপ পর্বে ভারত-পাকিস্তান ম্যাচে করমর্দন বিতর্কের সূত্রপাত। প্রথমে টসের সময় সূর্যকুমার পাক অধিনায়ক সলমন আলি আঘার সঙ্গে হাত মেলাননি। এমনকী ম্যাচের পরও কোনও পাক ক্রিকেটারের সঙ্গে করমর্দন করেনি ভারতের ক্রিকেটাররা। তাতে বেজায় খাপ্পা পাকিস্তান একের পর এক নাটক করে। 

কখনও ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটকে নিশানা করে, কখনও বা ম্যাচ বয়কটের হুমকি দেয়। এমনকী সংযুক্ত আরব আমিরশাহী ম্যাচে তো প্রায় একঘণ্টা পরে মাঠে নামে। কিন্তু এত কিছুর পরও রবিবার ভারত-পাক দ্বৈরথের আগে আইসিসি অ্যান্ডি পাইক্রফটকেই ম্যাচ রেফারি নির্বাচিত করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়