এশিয়া কাপের ১৭তম আসরের সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান। গ্রুপ পর্বে একে অপরের মুখোমুখি হয়েছিল তারা, যেখানে একপেশে জয় পেয়েছিল ভারত। এবার সুপার ফোরের ম্যাচে ভারতের দাপটই অব্যাহত থাকবে, নাকি গ্রুপ পর্বে হারের প্রতিশোধ নেয় পাকিস্তান—সেটি দেখার অপেক্ষায় ক্রিকেট সমর্থকরা।
গ্রুপ পর্বের মতো পাকিস্তানের বিপক্ষে সুপার ফোরেও জয়ের ধারাবাহিকতা অব্যাহত রাখতে মরিয়া টিম ইন্ডিয়া। অন্যদিকে, গ্রুপ পর্বে ভারতের কাছে প্রতিশোধ নিতে চায় পাকিস্তান। রোববার (২১ সেপ্টেম্বর) দুবাইয়ে বাংলাদেশ সময় সাড়ে ৮টায় শুরু হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই।
নিয়ম রক্ষার ওমান ম্যাচে পেসার জাসপ্রিত বুমরাহ ও বরুণ চক্রবর্তীকে বিশ্রাম দিয়ে মাঠে নেমেছিল ভারত। তাদের পরিবর্তে একাদশে ছিলেন আর্শদীপ সিং ও হার্শিত রানা। পাকিস্তান ম্যাচে আবারও জায়গা হারাবেন তারা। একাদশে ফিরবেন বুমরাহ ও বরুণ। এ ছাড়া ভারতের একাদশে বড় পরিবর্তন আসার সম্ভাবনা নেই।
অন্যদিকে, আরব আমিরাতের বিপক্ষে দুই পরিবর্তন নিয়ে নেমেছিল পাকিস্তান। ফাহিম আশরাফ ও সুফিয়ান মুকিমের পরিবর্তে দলে ঢুকেছিলেন খুশদিল শাহ ও হারিস রউফ। ভারতের বিপক্ষেও তাদের একাদশে রাখার সম্ভাবনাই বেশি।
সুপার ফোরের ভারত-পাকিস্তান মহাগুরুত্বপূর্ণ ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস। অনলাইনে সরাসরি সম্প্রচার করবে টফি। দর্শকরা টফি অ্যাপ (অ্যান্ড্রয়েড ও আইওএস) ব্যবহার করে মোবাইলে ম্যাচটি উপভোগ করতে হবে। এ ছাড়া টফি লাইভ ডট কম এবং স্মার্ট টিভি (অ্যান্ড্রয়েড টিভি, স্যামসাং টাইজন ও এলজি ওয়েবওএস)-এর মাধ্যমেও ম্যাচটি দেখা যাবে।