ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া। তবে এটা কখনো হতে দেওয়া হবে না বলে প্রতিক্রিয়ায় জানিয়েছেন ইসলায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
তিনি এক ভিডিও বার্তায় অভিযোগ করেছেন, ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া দেশগুলো সন্ত্রাসবাদকে বিশাল পুরস্কার দিচ্ছে। তিনি দৃঢ়ভাবে ঘোষণা করেন, ফিলিস্তিন রাষ্ট্র কখনোই হবে না।
সোমবার (২১ সেপ্টেম্বর) যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার পর নেতানিয়াহু বলেন, “অক্টোবর ৭-এর ভয়াবহ হত্যাযজ্ঞের পর যারা ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিচ্ছেন, তারা সন্ত্রাসবাদকে এক বিশাল পুরস্কার দিচ্ছেন।”
তিনি আরও বলেন, “আমি আপনাদের জন্য আরও একটি বার্তা দিচ্ছি—এটা ঘটবে না। জর্ডান নদীর পশ্চিমে কোনো ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে না।”
নেতানিয়াহু দাবি করেন, বছরের পর বছর তিনি “এই সন্ত্রাসী রাষ্ট্র” প্রতিষ্ঠা ঠেকিয়েছেন চাপ থাকা সত্ত্বেও।
“আমরা আসলে জুদিয়া ও সামারিয়ায় (পশ্চিম তীর) ইহুদি বসতি দ্বিগুণ করেছি এবং আমরা এই পথেই চলতে থাকবো,” তিনি যোগ করেন।
নেতানিয়াহু আরও জানান, ফিলিস্তিন রাষ্ট্র চাপিয়ে দেওয়ার “সর্বশেষ প্রচেষ্টার” জবাব তিনি যুক্তরাষ্ট্র থেকে ফেরার পর দেবেন। তিনি এ সপ্তাহে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিচ্ছেন। সূত্র: বিবিসি