শিরোনাম
◈ নগরবাসীর জন্য ডিএনসিসির সতর্কবার্তা ◈ এখন জাতীয় পার্টিকে রক্ষার দায়িত্ব গণতন্ত্রের স্বার্থে বিএনপির: শামীম পাটোয়ারী (ভিডিও) ◈ নীলফামারী উত্তরা ইপিজেডে শ্রমিকদের সঙ্গে যৌথবাহিনীর সংঘর্ষ; নিহত ১ ◈ চিনি কমালেই ওজন নিয়ন্ত্রণ, ত্বক উজ্জ্বলতা ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে ◈ এসসিও ঘোষণাপত্রে ইরানের বিরুদ্ধে আ‌মে‌রিকা ও ইসরায়েলি আগ্রাসনের তীব্র নিন্দা ◈ যে কোনো প্রতিবন্ধকতা মোকাবেলা করে ডাকসু নির্বাচন হবে: ঢাবি উপাচার্য ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকা ‌টি-টোয়েন্টির নিলামের চূড়ান্ত তালিকায় ১৪ বাংলাদেশি‌ ক্রিকেটার ◈ সি‌রিজ জ‌য়ের পর লিটন দাস, আমি চেষ্টা ক‌রি প্রতিটি সিরিজ জেতার ◈ হুক ভেঙে ইঞ্জিন থেকে বিচ্ছিন্ন কক্সবাজার থেকে ঢাকাগামী পর্যটক এক্সপ্রেসের ১৮ বগি ◈ টেলিযোগাযোগ খাতে আসছে নতুন নীতিমালা

প্রকাশিত : ০১ সেপ্টেম্বর, ২০২৫, ০৪:৩৫ দুপুর
আপডেট : ০২ সেপ্টেম্বর, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

ছেলেদের চাইতেও বেশি প্রাইজমানি নারী ওয়ানডে বিশ্বকাপে

স্পোর্টস ডেস্ক : নারী‌দের ওয়ান‌ডে বিশ্বকাপ চলতি মাসের ৩০ তারিখ শুরু হবে। অক্টোবরের ২ তারিখ পর্দা নামবে এই টুর্নামেন্টের। বিশ্বকাপের জন্য রেকর্ড পরিমাণ প্রাইজমানি ঘোষণা করেছে আইসিসি।

এবারের আসরে মোট পুরস্কার ধরা হয়েছে ১৩.৮৮ মিলিয়ন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৫৩ কোটি টাকা), যা ২০২২ সালের সর্বশেষ নারী ওয়ানডে বিশ্বকাপের তুলনায় প্রায় চার গুণ বেশি। --- ডেই‌লি ক্রিকেট

অবাক করা তথ্য হলো, নারীদের এই বিশ্বকাপের পুরস্কার অর্থ ২০২৩ সালের পুরুষদের ওয়ানডে বিশ্বকাপের চেয়েও বেশি। সেবার পুরুষদের আসরে প্রাইজমানি ছিল ১০ মিলিয়ন ডলার।

এবারের বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল পাবে ৪.৪৮ মিলিয়ন ডলার (বাংলাদেশি মুদ্রায় ৪৯.২৮ কোটি টাকা)। যা ২০২২ সালের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার প্রাপ্ত ১.৩২ মিলিয়ন ডলার (১৪.৫২ কোটি টাকা) থেকে ২৩৯ শতাংশ বেশি।

রানার্স আপ দলের পকেটেও ঢুকবে বিশাল অঙ্কের অর্থ। ফাইনালে হেরে যাওয়া দল পাবে ২.২৪ মিলিয়ন ডলার (২৪.৬৪ কোটি টাকা)। দুই সেমিফাইনালে হারা দলের প্রত্যেকেই পাবে ১.১২ মিলিয়ন ডলার (১২.৩২ কোটি টাকা)।

প্রতিটি দল গ্রুপ পর্বে অংশগ্রহণের জন্যই নিশ্চিতভাবে ২.৫ লাখ ডলার (২ কোটি ৭৫ লাখ টাকা) পাবে। 

প্রতিটি জয়ের জন্য অতিরিক্ত ৩৪,৩১৪ ডলার (৩৭.৭৫ লাখ টাকা) তো থাকছেই। গ্রুপ পর্ব শেষে পঞ্চম ও ষষ্ঠ স্থানে থাকা দল পাবে ৭ লাখ ডলার (৭ কোটি ৭০ লাখ টাকা) করে, আর সপ্তম ও অষ্টম স্থানে থাকা দল পাবে ২.৮ লাখ ডলার (৩.০৮ কোটি টাকা)।

আইসিসি চেয়ারম্যান জয় শাহ বলেন, 'এটি নারী ক্রিকেটের যাত্রায় এক ঐতিহাসিক মাইলফলক। চারগুণ পুরস্কার অর্থ বৃদ্ধি নারী ক্রিকেটের জন্য এক বৈপ্লবিক মুহূর্ত এবং এটি দীর্ঘমেয়াদে বিকাশে আমাদের প্রতিশ্রুতি প্রতিফলিত করছে। 

আমাদের বার্তা স্পষ্ট— যারা পেশাদারভাবে ক্রিকেট খেলতে চাইবে, নারীরা যেন জানে তারা পুরুষদের সমান মর্যাদা পাবে। 

এই পদক্ষেপ বিশ্বমানের নারী ক্রিকেট বিশ্বকাপ আয়োজনের আমাদের আকাঙ্ক্ষা প্রকাশ করছে এবং আগামী প্রজন্মের খেলোয়াড় ও সমর্থকদের অনুপ্রাণিত করবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়