শিরোনাম
◈ নগরবাসীর জন্য ডিএনসিসির সতর্কবার্তা ◈ এখন জাতীয় পার্টিকে রক্ষার দায়িত্ব গণতন্ত্রের স্বার্থে বিএনপির: শামীম পাটোয়ারী (ভিডিও) ◈ নীলফামারী উত্তরা ইপিজেডে শ্রমিকদের সঙ্গে যৌথবাহিনীর সংঘর্ষ; নিহত ১ ◈ চিনি কমালেই ওজন নিয়ন্ত্রণ, ত্বক উজ্জ্বলতা ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে ◈ এসসিও ঘোষণাপত্রে ইরানের বিরুদ্ধে আ‌মে‌রিকা ও ইসরায়েলি আগ্রাসনের তীব্র নিন্দা ◈ যে কোনো প্রতিবন্ধকতা মোকাবেলা করে ডাকসু নির্বাচন হবে: ঢাবি উপাচার্য ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকা ‌টি-টোয়েন্টির নিলামের চূড়ান্ত তালিকায় ১৪ বাংলাদেশি‌ ক্রিকেটার ◈ সি‌রিজ জ‌য়ের পর লিটন দাস, আমি চেষ্টা ক‌রি প্রতিটি সিরিজ জেতার ◈ হুক ভেঙে ইঞ্জিন থেকে বিচ্ছিন্ন কক্সবাজার থেকে ঢাকাগামী পর্যটক এক্সপ্রেসের ১৮ বগি ◈ টেলিযোগাযোগ খাতে আসছে নতুন নীতিমালা

প্রকাশিত : ০১ সেপ্টেম্বর, ২০২৫, ১১:২৪ দুপুর
আপডেট : ০২ সেপ্টেম্বর, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

স্পনসর ‌ড্রিম-১১ হারিয়ে ঝা‌মেলায় ভারতীয় বোর্ড! নতুন চুক্তিতে আরও লাভের আশায় বিসিসিআই

স্পোর্টস ডেস্ক : কেন্দ্রীয় সরকারের নতুন আইনের ফলে সরে গিয়েছে ভারতীয় ক্রিকেট দলের স্পনসর ‘ড্রিম ১১’-কে। স্বাভাবিক ভাবেই নতুন স্পনসরের খোঁজে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ২০২৫ থেকে ২০২৮ সালের জন্য স্পনসর চাইছেন বোর্ড কর্তারা। আগের বারের থেকে অন্তত ১০০ কোটি টাকা বেশি চান বোর্ড কর্তারা।

ভারতীয় ক্রিকেট দলের নতুন স্পনসরের কাছ থেকে কমপক্ষে ৪৫০ কোটি টাকা পাওয়ার আশা করেছেন বিসিসিআই কর্তারা। একাধিক আগ্রহী সংস্থার সঙ্গে কথা বলছেন তাঁরা। --- আনন্দবাজার

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ‘ড্রিম ১১’-এর সঙ্গে তিন বছরের জন্য ৩৫৮ কোটি টাকার চুক্তি হয়েছিল বিসিসিআইয়ের। নতুন চুক্তিতে অন্তত ১০০ কোটি টাকা বেশি আশা করা হচ্ছে। এশিয়া কাপের আগেই চূড়ান্ত হয়ে যেতে পারে ভারতীয় দলের নতুন স্পনসর। 

ভারতীয় দলের সব ঘরোয়া এবং বিদেশের সিরিজ়ের পাশাপাশি বিশ্বকাপ, এশিয়া কাপের মতো বহুদলীয় প্রতিযোগিতাগুলির জন্য স্পনসর চাইছে বোর্ড। দ্বিপাক্ষিক সিরিজ়ের প্রতিটি ম্যাচের জন্য সাড়ে ৩ কোটি টাকা এবং বহুদলীয় প্রতিযোগিতার প্রতিটি ম্যাচের জন্য দেড় কোটি টাকা চাইছেন কর্তারা।

বিসিসিআইয়ের এক কর্তা বলেছেন, ‘‘বিসিসিআই প্রতি দ্বিপাক্ষিক ম্যাচে সাড়ে ৩ কোটি টাকা এবং আইসিসি বা এসিসি ম্যাচের জন্য দেড় কোটি টাকার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। যা ‘ড্রিম ১১’-এর থেকে পাওয়া টাকার থেকে বেশি। তবে, বাইজুসের থেকে কম।’’ কয়েক দিন আগে বিসিসিআইয়ের সচিব দেবজিৎ শইকিয়া বলেছিলেন, ‘‘অনলাইন গেমিং প্রমোশন অ্যান্ড রেগুলেশন বিল ২০২৫ পাস হওয়ার পর বিসিসিআই এবং ড্রিম ১১ মধ্যে হওয়া চুক্তি বাতিল হয়েছে। বিসিসিআই ভবিষ্যতে এই ধরণের কোনও সংস্থার সঙ্গে জড়িত হবে না এটা আমরা নিশ্চিত করব।

আগামী ৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে এশিয়া কাপ। ৩০ সেপ্টেম্বর থেকে শুরু হবে মহিলাদের এক দিনের বিশ্বকাপ। হাতে সময় কম। তাই সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের মধ্যেই নতুন স্পনসরের সঙ্গে চুক্তি চূড়ান্ত করে ফেলতে চাইছেন বিসিসিআই কর্তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়