স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়নস লিগের ফাইনালের শুরুর সময়ে পরিবর্তন এনেছে উয়েফা। আসছে মৌসুম থেকে আগের সময়ের চেয়ে তিন ঘণ্টা আগে মাঠে গড়াবে ইউরোপিয়ান ক্লাব ফুটবলের সর্বোচ্চ আসরের শিরোপা লড়াই।
বৃহস্পিতবার এক বিবৃতিতে উয়েফা জানায়, এখন থেকে সেন্ট্রাল ইউরোপিয়ান সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে চ্যাম্পিয়নস লিগের ফাইনাল। আগে এই ম্যাচ শুরু হতো সেন্ট্রাল ইউরোপিয়ান সময় রাত ৯টায়। -- অলআউট স্পোর্টস
এখন থেকে ফাইনালের লড়াই দেখার জন্য রাত জাগতে হবে না বাংলাদেশের দর্শকদের। বাংলাদেশ সময় শিরোপা লড়াই শুরু হবে রাত ১০টায়।
আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লিগ ফাইনাল অনুষ্ঠিত হবে ২০২৬ সালের ৩০ মে, হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টের পুসকাস অ্যারেনায়। সেদিন থেকে এই নতুন নিয়ম কার্যকর হবে।
মূলত দর্শক, দল ও স্বাগতিক শহরগুলোর সুবিধার কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় উয়েফা।
এছাড়াও সফররত দর্শকদের ভ্রমণের বিষয়টি বিবেচনায় নিয়েছে কর্তৃপক্ষ। বিশেষ করে ম্যাচের পর তারা যেন নিরাপদে ও আরও সহজ উপায়ে স্টেডিয়াম থেকে ফিরতে পারে।
এই পরিবর্তন কেবল ফাইনালের জন্য। বাকি সব ম্যাচগুলো আগের সময়েই শুরু হবে।