শিরোনাম
◈ বাংলাদেশ ও পাকিস্তানের ঘনিষ্ঠতায় কতটা অস্বস্তিতে ভারত ◈ শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ কোনোভাবে কাম্য নয়: বুয়েট ভিসি ◈ বনজ কুমারের মামলা থেকে খালাস পেলেন সাংবাদিক ইলিয়াস ◈ ডাকসু নির্বাচনে লড়ছেন  শেরপুরের তিন শিক্ষার্থী ◈ ‘জুলাই সনদ ও সংস্কার হলে ফেব্রুয়ারিতেই নির্বাচনের জন্য প্রস্তুত এনসিপি’ ◈ লভ্যাংশ দিচ্ছে না ইসলামী ব্যাংক, মুনাফা কমেছে ৮৩% ◈ ৪ মাস শূন্য থাকার পর ডিএমপিতে নতুন ডিবিপ্রধান, দায়িত্বে ডিআইজি শফিকুল ◈ মোংলা বন্দরের রাজস্ব আয়ে রেকর্ড, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতিতে নতুন সম্ভাবনা ◈ কমিটি প্রত্যাখ্যান করে এবার ৫ দাবি প্রকৌশল শিক্ষার্থীদের ◈ দাউদকান্দি মহাসড়কে গরুবাহী ট্রাক থেকে ১৯টি গরু ছিনতাই

প্রকাশিত : ২৭ আগস্ট, ২০২৫, ১০:৩২ দুপুর
আপডেট : ২৭ আগস্ট, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

প্রয়াত ক্রিকেটারদের পরিবারকে আ‌র্থিক সহায়তা দি‌বে ভারতীয় ক্রিকেট বোর্ড 

স্পোর্টস ডেস্ক :ভারতীয় ক্রিকেট বোর্ডের (‌বিসিসিআই)‌ নয়া উদ্যোগ। ভারতীয় ক্রিকেটারদের সংস্থার সদস্যরা প্রয়াত হলে তাঁদের পরিবারকে আর্থিক সাহায্য করা হবে। এক লাখ টাকা এককালীন দেবে বোর্ড। বেঙ্গালুরুতে ক্রিকেটারদের সংস্থার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে তাদের আলোচনা হয়েছে। এখনও বোর্ডের সিলমোহর না পেলেও এই সুবিধা যে প্রয়াত ক্রিকেটারের পরিবারেরা পাবে, তা নিশ্চিত করেছে ক্রিকেটারদের সংস্থা। -- আজকাল

জানা গেছে, প্রথম পর্যায়ে ৫০ জন প্রয়াত ক্রিকেটারের পরিবার এই সুবিধা পাবে। ক্রিকেটারদের সংস্থা জানিয়েছে, তাদের সদস্য ছাড়া অবশ্য এই সুবিধা পাওয়া যাবে না। ইতিমধ্যেই অনেক প্রয়াত ক্রিকেটারের পরিবারকে আর্থিক সাহায্য করেছে সংস্থা। তারা বোর্ডের এই নতুন এককালীন সুবিধা আর পাবে না।

ক্রিকেটারদের সংস্থা এক বিবৃতিতে জানিয়ে দিয়েছে, ‘‌ভারতীয় ক্রিকেটে অবদানের জন্য ক্রিকেটারদের পরিবারের পাশে আমরা রয়েছি। যে কোনও প্রয়োজনে তাদের সাহায্য করা হবে। আমাদের কর্তব্য আমরা পালন করব।

যদি ভবিষ্যতে বোর্ড প্রয়াত ভারতীয় ক্রিকেটারদের স্ত্রীয়ের জন্য পেনশনের পরিকল্পনা করে, তখন হয়তো এই সুবিধা আর দেওয়া হবে না।

২০১৯ সালে তৈরি হয়েছিল ভারতীয় ক্রিকেটারদের সংস্থা। এই সংস্থাকে মান্যতা দিয়েছে বিসিসিআই। এই সংস্থায় এখন ১৭৫০ এর উপর ক্রিকেটার সদস্য হিসাবে রয়েছেন। 

তাঁদের মধ্যে ১৭০ জন ক্রিকেটার রয়েছেন যাঁদের বয়স ৬০ বছরের বেশি। কিন্তু বোর্ডের কাছ থেকে পেনশন বা অন্য কোনও সাহায্য তাঁরা পান না। তাঁদেরও ১ লক্ষ টাকা এককালীন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সংস্থার সদস্যদের জন্য স্বাস্থ্য বিমার ব্যবস্থাও করা হয়েছে। সেই বিমার আওতায় আড়াই লক্ষ টাকা পর্যন্ত পাবেন ক্রিকেটাররা। প্রতি বছর তাঁদের ৪৩ ধরনের স্বাস্থ্য পরীক্ষা করা হবে। ক্রিকেটারদের পরিবারকেও স্বাস্থ্য পরীক্ষার আওতায় রাখা হয়েছে।

যদি কোনও ক্রিকেটারের শারীরিক অবস্থা হঠাৎ করে খারাপ হয়, সে ক্ষেত্রেও ১ লক্ষ টাকা সাহায্য করে ক্রিকেটারদের সংস্থা। এখনও পর্যন্ত ৭৭ জন সেই সুবিধা পেয়েছেন। ভবিষ্যতেও সেই সুবিধা দেওয়া হবে। 

সংস্থা জানিয়েছে, ক্রিকেটারদের কেরিয়ার শেষ হয়ে গেলেও যাতে তাঁদের জীবনধারনের কোনও সমস্যা না হয় সে দিকে নজর দিচ্ছেন তাঁরা। তাই এত সব সুবিধার ব্যবস্থা করা হয়েছে। এবং আগামীদিনেও হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়