শিরোনাম
◈ ওয়েস্ট ইন্ডিজকে টানা আটটি ম্যাচে হারালো অ‌স্ট্রেলিয়া ◈ জুলাই আন্দোলনে মারণাস্ত্র ব্যবহার নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন সাবেক আইজিপি ◈ গণতন্ত্র ও মানবাধিকারের ভিত্তিতে নতুন বাংলাদেশ গড়তে জাতীয় ঐকমত্য গঠনে কাজ করছি : প্রধান উপদেষ্টা ◈ জুলাই সনদের খসড়া গ্রহণ করবে না এনসিপি ◈ তফসিল ঘোষণা ডাকসু নির্বাচনের ◈ কিছু দল পণ করেছে পিআর ছাড়া নির্বাচনে যাবে না: ফখরুল ইসলাম ইসলাম ◈ নির্ধারিত সময়ের মধ্যেই শেষ হবে জুলাই গণহত্যার বিচার: চিফ প্রসিকিউটর ◈ পেহেলগাম হামলার ‘মূল পরিকল্পনাকারীসহ’ নিহত ৩ ◈ প্রাথমিকের ৩৪ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ ও পদোন্নতি ◈ অভিনেতা রাজকুমার রাও এর বিরুদ্ধে ‘জামিন অযোগ্য’ গ্রেফতারি পরোয়ানা জারি!

প্রকাশিত : ২৯ জুলাই, ২০২৫, ১০:৫০ দুপুর
আপডেট : ২৯ জুলাই, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

বুধবার নেপা‌লে শুরু হ‌চ্ছে বিশ্ব টি‌টি চ্যাম্পিয়নশিপ বাছাইপর্ব, খেল‌বে বাংলাদেশের পুরুষ ও নারী দল 

নিজস্ব প্রতি‌বেদক : ওয়ার্ল্ড টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপের পুরুষ ও নারী দলগত প্রতিযোগিতার বাছাইয়ে অংশ নিতে বাংলা‌দেশ পুরুষ ও নারী দল এখন নেপা‌লে।

আগামীকাল ৩০ ও বৃহস্প‌তিবার ৩১ জুলাই কাঠমান্ডুর জাতীয় টেবিল টেনিস প্রশিক্ষণ কেন্দ্রে এই বাছাইপর্ব অনুষ্ঠিত হবে।

পুরুষ দলকে কোচ সৈয়দ মাহমুদুজ্জামান শাহেদ নেতৃত্ব দিচ্ছেন। এছাড়া দেশের শীর্ষ ৪ র‍্যাংকধারী খেলোয়াড়– রামহিম লিয়ন বম, মুহতাসিন আহমেদ হৃদয়, ইমরুল কায়েস ইমন ও জাভেদ আহমেদ দলে আছেন। অন্যদিকে নারী দলে রয়েছেন সাদিয়া রহমান মৌ, সোনাম সুলতানা সোমা, খই খই সাই মারমা ও ঐশী রহমান।

দলের ম্যানেজার হিসেবে রয়েছেন অ্যাডহক কমিটির সদস্য এবং আইটিটিএফের লেবেল টু কোচ মাঈনুল ইসলাম চিশতী। দলকে উৎসাহিত করতে ফেডারেশনের সাধারণ সম্পাদক ক্যাপ্টেন এ এম মাকসুদ আহমেদ সনেট দলের সঙ্গে রয়েছেন।

এশিয়ান টেবিল টেনিস ইউনিয়নের বার্ষিক কর্মসূচি অনুযায়ী, এই প্রতিযোগিতায় নেপাল, ভারত, শ্রীলঙ্কা, বাংলাদেশ ও মালদ্বীপ অংশগ্রহণ করছে। ভারত ১০ জন করে খেলোয়াড় পাঠালেও অন্য দলগুলো ৮ জন করে খেলোয়াড় পাঠিয়েছে। পাকিস্তান ও ভুটান শেষ মুহূর্তে প্রতিযোগিতা থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছে।

উল্লেখ্য,  ৬৪টি পুরুষ ও নারী দল ২০২৬ সালের ওয়ার্ল্ড টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। টুর্নামেন্টটি ২৮ এপ্রিল থেকে ১০ মে লন্ডনে অনুষ্ঠিত হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়