শিরোনাম
◈ গেট ভেঙে সচিবালয়ে শিক্ষার্থীদের ভাঙচুর, পুলিশের লাঠিচার্জ (ভিডিও) ◈ ২৪ জুলাইয়ের এইচএসসি-সমমানের পরীক্ষাও স্থগিত ◈ বি‌সি‌বির সিদ্ধান্ত প‌রিবর্তন, স্টেডিয়ামে আর খাবার নিয়ে যেতে পারবে না দর্শকরা ◈ ক্ষতিগ্রস্তদের জন্য অর্থ সাহায্য দিতে হিসাব নং ◈ নিহতদের কবরস্থানের জন্য উত্তরা ১২ নম্বরের সিটি করপোরেশনের কবরস্থানে জায়গা নির্ধারণ ◈ বিমান বিধ্বস্তে নিহতের সংখ্যা বেড়ে ৩১: আইএসপিআর ◈ মাইলস্টোনে শিক্ষার্থীদের সাথে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত অন্তত তিনজন ◈ মাইলস্টোন শিক্ষার্থীদের সব দাবি মেনে নিয়েছে সরকার ◈ প্রধানমন্ত্রী একই সঙ্গে দলীয় পদে থাকতে পারবেন না: ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত ◈ জনবহুল এলাকায় ত্রুটিপূর্ণ বিমান চলাচল ও নিষেধাজ্ঞা চেয়ে রিট

প্রকাশিত : ২০ জুলাই, ২০২৫, ১০:০২ দুপুর
আপডেট : ২১ জুলাই, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

মিরপুরের উই‌কে‌টে খেলে অনেক ক্রিকেটারের ক্যারিয়ার ‘ডাউন’ হয়ে গেছে: লিটন দাস

নিজস্ব প্রতি‌বেদক : মিরপুর  স্টেডিয়ামের মন্থর উইকেটের ফায়দা নিয়ে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জেতার কীর্তি আছে বাংলাদেশের। তবে বোলারদের সাফল্যে অনেক সময়ই ঢাকা পড়ে গেছে ব্যাটারদের ব্যর্থতা। মিরপুরে টানা ১০-১৫ ম্যাচ খেললে ব্যাটারদের ক্যারিয়ার শেষ হয়ে যাবে বলে এক সময় মন্তব্য করেছিলেন সাকিব আল হাসান।

পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে সেই কথাই যেন মনে করিয়ে দিয়েছেন টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস। তিনি মনে করেন মিরপুরে খেলে অনেক ক্রিকেটারের ক্যারিয়ার ডাউন হয়ে গেছে। 

বোলার হলে এই উইকেটে খেলে উন্নতি করতে পারতেন বলেও রসিকতা করেছেন তিনি।

সিরিজ শুরুর আগে সংবাদ সম্মেলনে লিটন বলেছেন, 'আমি একমত যে অনেক প্লেয়ারেরই ক্যারিয়ার অনেকটা ডাউন হয়ে গেছে ব্যাটসম্যান হিসেবে (এখানে খেলে)। আমি যদি বোলার হতাম, হয়তোবা আমার ক্যারিয়ারটা একটু উন্নতি হতো ওখানে, ওই উইকেটে খেলে। অবশ্যই বাংলাদেশ দল ওখানে উন্নতি করেছে, সিরিজ জিতেছে, এটা একটা বিশাল প্লাস পয়েন্ট। কিন্তু একই সময়, ব্যাটসম্যানদের জন্য একটু খারাপ ছিল।'

মিরপুরের ব্যাটারদের জন্য একেবারে বধ্যভূমি সেটা অবশ্য মানতে চাননি লিটন। আরেক প্রশ্নের উত্তরে তিনি জানিয়েছেন নির্দিষ্ট কিছু সিরিজে ব্যাটাররা সেখানে রান করতে পারেননি। 

স্পিন বোলারদের বিপক্ষে ব্যাটাররা রান করতে পারেন না সেটাও মানতে চান না লিটন। পাকিস্তানের বেশ ভালো কয়েকজন পেসার আছে এবং মানসম্পন্ন পেসার আছে তাদের বিপক্ষে ভালো ক্রিকেট না খেলার বিকল্প নেই মনে করেন লিটন।

তিনি বলেছেন, 'ব্যাটসম্যানদের যে সবসময় সমস্যা হয়, তা না। ক্লিয়ার করে দিই, নির্দিষ্ট ওই দুইটা সিরিজ ব্যাটসম্যানদের একটু সমস্যা হয়েছে। চ্যালেঞ্জিং থাকে এখানে, স্পিনাররা স্পিন বল করে, ব্যাটসম্যানরাও রান করে না তা না, আপনি রানও হয় এবং পেস বোলাররাও হেল্প পায়। সো স্পোর্টিং উইকেট এটা এবং সেম জিনিস, দুই সাইডের জন্যই জিনিসটা সমান থাকবে। এমন না যে আমরাই শুধু সুবিধা পাবো। 

তাদেরও পেস বোলিং আছে, তাদেরও স্পিনার আছে এবং তাদেরও ব্যাটসম্যান আছে। ভালো ক্রিকেট খেলতে হবে, এটাই আমাদের টার্গেট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়