শিরোনাম
◈ এবারে উলিপুরের এক মাদ্রাসায় শতভাগ ফেল, হতাশ অভিভাবকরা ◈ ঐকমত্য কমিশনের ব্যর্থতার দায় শুধু আমাদের নয়, সবার: ড. আলী রীয়াজ" ◈ “জিপিএ-৫ নয়, সৎ চরিত্রই আসল সাফল্য”—এসএসসি উন্মাদনা নিয়ে শায়খ আহমাদুল্লাহর ভাবনার মন্তব্য ◈ প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে দ্রুত বিজ্ঞপ্তির নির্দেশ প্রধান উপদেষ্টার ◈ এবার ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়াচ্ছে ২৩ দেশের জোট, যোগ দিল বাংলাদেশও ◈ প্রকাশ্যে হত্যা, বাংলা‌দে‌শে নির্যাতনের ঘটনা বাড়ছে, কী বলছেন বিশেষজ্ঞরা? ◈ বিএনপি থেকে পদত্যাগ প্রসঙ্গে যা বললেন মনির খান ◈ মালয়েশিয়া হাসপাতালের নার্সকে যৌন হেনস্তা, বাংলাদেশি অভিযুক্ত ◈ স্যার ও ম্যাডাম সম্বোধন বাংলাদেশে কীভাবে প্রচলিত হলো ◈ অলিম্পিক গেমসের সূ‌চি প্রকাশ, আসর শুরুর দুদিন আগে মাঠে গড়াবে ক্রিকেট

প্রকাশিত : ১৪ জুলাই, ২০২৫, ০৮:০৮ রাত
আপডেট : ১৫ জুলাই, ২০২৫, ০২:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

ক্লাব বিশ্বকাপের ফাইনালে ডোনাল্ড ট্রাম্পকে দর্শকদের দুয়োধ্বনি

স্পোর্টস ডেস্ক :  ক্লাব বিশ্বকাপের ফাইনাল দেখতে ফিফা প্রেসিডেন্টের সঙ্গে স্টেডিয়ামে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ম্যাচ চলার সময় ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তাকে ঘিরে দর্শকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। অনেকে তাকে চিৎকার করে স্বাগত জানালেও অনেকেই প্রবলভাবে তাকে দুয়োধ্বনি দিয়েছে। -- অলআউট স্পোর্টস

রোববার নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন পিএসজিকে ৩-০ গোলে হারিয়ে শিরোপা জেতে চেলসি।

ম্যাচে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর পাশে ট্রাম্পকে বসা অবস্থায় দেখা যায়। যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত চলার সময় সংক্ষিপ্ত সময়ের জন্য বড় পর্দায় দেখানো হলে অনেক দর্শকই তার উদ্দেশে দুয়ো দিতে শুরু করেন।

ম্যাচ শেষে চেলসির জয়ের পর ট্রাম্পকে ভিআইপি বক্সে দাঁড়িয়ে উল্লাস প্রকাশ করতে দেখা যায়। পরবর্তীতে ট্রফি বিতরণী মঞ্চে এসে আবারও দর্শকদের দুয়োর মুখে পড়েন তিনি। এ সময় দুয়োর আওয়াজ কমাতে আয়োজকরা গান বাজাতে থাকেন।

চেলসি খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেওয়ার পরও মঞ্চে দাঁড়িয়ে থেকে দলের সঙ্গে উদযাপনে যোগ দেন যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট। পরে তাকে সেখান থেকে সরিয়ে নেন ফিফা প্রেসিডেন্ট।

সংবাদ সম্মেলনে জোড়া গোল করে চেলসির জয়ের নায়ক মিডফিল্ডার কোল পালমার বলেন, “জানতাম উনি (ট্রাম্প) স্টেডিয়ামে থাকবেন, কিন্তু আমরা ট্রফি তোলার সময় পাশে থাকবেন সেটা জানতাম না, তাই একটু বিভ্রান্ত হয়ে গিয়েছিলাম।

টেলিভিশন সাক্ষাৎকারে ট্রাম্পের কাছে জানতে চাওয়া হয়, তার চোখে ফুটবলের সর্বকালের সেরা কে? জবাবে তিনি ব্রাজিল কিংবদন্তি পেলের নাম বলেন। ১৯৭৫ সালে নিউ ইয়র্ক কসমসের হয়ে খেলেছিলেন পেলে। তখনকার স্মৃতিচারণ করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, “আমি পেলের খেলা দেখতে এসেছিলাম। তিনি ছিলেন দুর্দান্ত। এটা বেব রুথের (বেসবলের কিংবদন্তি) মতো। তবে আমি বলবো পেলে অসাধারণ ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়