শিরোনাম
◈ নিউইয়র্কে পুলিশ কর্মকর্তা দিদারুলকে মরণোত্তর পদোন্নতি, জানাজায় মানুষের ঢল ◈ ভুটানের লি‌গে খেলছেন ঋতুপর্না চাকমা, এবার অস্ট্রেলিয়ান লিগে খেলার প্রস্তাব পেলেন ◈ জুমার দিন: রহমত, বরকত ও অশেষ সওয়াবের সুবর্ণ সুযোগ ◈ আজীবনের জন্য বাহরাইনে স্থায়ী ব্যবসার ও বসবাসের সুযোগ, মাত্র ৫ দিনার ফিতে! ◈ জুলাই সনদ ঘোষণার দাবিতে আজও শাহবাগ মোড়ে জুলাই যোদ্ধারা ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিকে ঐতিহাসিক কূটনৈতিক বিজয়: প্রধান উপদেষ্টা  ◈ সংলাপে পিআর নি‌য়ে উত্তেজনা, হুদা ‘স‌রি’ বলার পর শান্ত এন‌সি‌পি নেতারা (ভিডিও) ◈ বাংলাদেশে নেচে যাওয়া সেই নোয়েল ভারতে গিয়ে আটক হলেন ◈ বৃষ্টি ও ঝড়ো হাওয়ার সম্ভাবনায় ১১ অঞ্চলে ১ নম্বর সতর্ক সংকেত ◈ শার্শায় বিএনপি কর্মীদের বিরুদ্ধে সরকারি চাল ছিনিয়ে নেওয়ার অভিযোগ

প্রকাশিত : ১০ জুলাই, ২০২৫, ১১:৪২ দুপুর
আপডেট : ৩০ জুলাই, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

নিউ ইংল‌্যান্ডের বিরু‌দ্ধে ইন্টার মায়া‌মির ক‌ষ্টের জয়, মে‌সির জোড়া গোল

স্পোর্টস ডেস্ক : ভাগ‌্য ভা‌লো ইন্টার মায়া‌মির, প্রতিপক্ষ ভাবে লড়াই ক‌রে‌ছে তা‌তে যে‌কো‌নো সময় ম‌্যচ ড্র হ‌তে পার‌তো, শেষ পর্যন্ত মেসির জোড়া গোলে নিউ ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। নিউ ইংল্যান্ডের সঙ্গে ভালোই লড়াই করতে হয়েছে মায়ামিকে। 

বল দখলে মায়ামি এগিয়ে থাকলেও, আক্রমণে এগিয়ে ছিল নিউ ইংল্যান্ড। তবে প্রথমে এগিয়ে যায় মায়ামি-ই। প্রথম হাফেই দুই গোল করেন মেসি।

ম্যাচের ২৭তম মিনিটে নিউ ইংল্যান্ডের ডিফেন্ডারের ভুল ক্লিয়ারেন্সে বল পেয়ে যান মেসি। ডি-বক্সের ভেরত থেকে নেয়া মেসির শট ঠেকাতে পারেননি প্রতিপক্ষের গোলরক্ষক। লিড পায় মায়ামি। ৩৮তম মিনিটে বুসকেটসের থ্রু বল ধরে ডি-বক্সের ঠিক বাইরে থেকে শট নিয়ে জালের দেখা পান আর্জেন্টিনার অধিনায়ক।

বিরতির আগেই এক গোল শোধ দিতে পারতো নিউ ইংল্যান্ড, তবে মায়ামির গোলরক্ষকের দৃঢ়তায় বেঁচে যায় তারা। দ্বিতীয় হাফে মায়ামির উপর চড়াও হয় নিউ ইংল্যান্ড। একের পর এক আক্রমণ করতে থাকে তারা। ৭৯তম মিনিটে গোলও পেয়ে যায় স্বাগতিকরা।

মাঝ মাঠ থেকে মায়ামির ফুটবলারের কাছ থেকে বল নিয়ে দূরপাল্লার শটে কাল খুঁজে নেন কার্লোস গিল। তাতে কিছুটা চাপে পড়ে মায়ামি। তবে শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে জয় নিয়েই মাঠ ছাড়ে মেসির দল।

১৮ ম্যাচে ১০ জয়ে ৩৫ পয়েন্ট নিয়ে আট নম্বরে রয়েছে মায়ামি। অপরদিকে, ২০ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে টেবিলের ২১তম স্থানে নিউ ইংল্যান্ড।

  • সর্বশেষ
  • জনপ্রিয়