শিরোনাম
◈ পেলেকে ছাড়িয়ে গে‌লেন, রেকর্ড ১৮ কোটি ২৬ লাখ টাকায় বিক্রি মেসির কার্ড ◈ মন্ত্রীপাড়া থেকে গ্রেফতার সেই বাংলাদেশি বংশোদ্ভূতমার্কিন নাগরিক এনায়েত রিমান্ডে ◈ কোটিপতি তানিয়া বিয়ে করতে চান বেকার ছেলে, স্বামীকে বসিয়ে খাওয়াবেন সারাজীবন ◈ কাতার একা নয়, তাদের পাশে আছে পুরো আরব ও ইসলামি বিশ্ব: আরব লীগ ◈ ওসি নিয়োগে নতুন নীতিমালা: যোগ্যতা, স্বচ্ছতা ও সীমাবদ্ধতা নির্ধারণ ◈ পুলিশে ফের বড় রদবদল ◈ সীমানা পুনর্বিন্যাসে ভাঙ্গায় সহিংসতা: থানাঘেরাও, গাড়ি ভাঙচুর ◈ ৫ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা ◈ প্রবাসীরা পোস্টাল ব্যালটে কীভাবে ভোট দেবেন, জানালেন ইসি ◈ তারুণ্যের শক্তি আমাদের জাতির চালিকাশক্তি : প্রধান উপদেষ্টা

প্রকাশিত : ০৭ জুলাই, ২০২৫, ০২:২০ দুপুর
আপডেট : ০৭ সেপ্টেম্বর, ২০২৫, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

বাংলাদেশি আম্পায়ার সৈকতকে প্রশংসায় ভাসালেন হার্শা ভোগলে

স্পোর্টস ডেস্ক : ইংল‌্যা‌ন্ডের মা‌টি‌তে অসাধারন আম্পায়া‌রিং ক‌রে প্রশংসা পে‌লেন বাংলা‌দে‌শের সৈকত,  ভারত-ইংল্যান্ড এজবাস্টন টেস্টে ফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করছেন শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। ম্যাচে তার সিদ্ধান্তের বিপক্ষে নেয়া ১০টি রিভিউয়ের ৮টিই ব্যর্থ হয়েছে। এমন দুর্দান্ত আম্পায়ারিংয়ের ফলে সৈকতকে প্রশংসায় ভাসিয়েছেন ধারাভাষ্যকার হার্শা ভোগলে।

সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) হার্শা লেখেন, এই ম্যাচে আম্পায়ারিং দুর্দান্ত হয়েছে। আপনি ক্রিস গ্যাফেনির কাছ থেকে স্ট্যান্ডার্ড আম্পায়ারিং প্রত্যাশা করবেন তবে শরফুদ্দৌলা সৈকত ছিলেন দুর্দান্ত।

টেস্টের পঞ্চম দিনে লাঞ্চের আগমুহূর্তে বেন স্টোকসের আউটের ক্ষেত্রে যে দ্রুত সিদ্ধান্ত নিয়েছেন সৈকত, সেটি ছিল আসলেই দুর্দান্ত। ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসের ৪১তম ওভারের তৃতীয় বলে স্টোকসের বিপক্ষে এলবিডব্লুর আবেদন করেন ওয়াশিংটন সুন্দর। স্টোকসের প্যাডে নাকি ব্যাটে আগে বল লেগেছে, সেটা খালি চোখে বোঝা যাচ্ছিল না।

বোলার ওয়াশিংটনের আবেদন শোনা মাত্রই আউট ঘোষণা করেন সৈকত। স্টোকস রিভিউ নিলে দেখা যায় সৈকতই সঠিক ছিলেন। এমনকি ইংল্যান্ডের অধিনায়কের রিভিউও নষ্ট হয়েছে। এমন সুক্ষ্ম সিদ্ধান্ত দেয়ায় ক্রিকেট ভক্ত থেকে শুরু করে ক্রীড়াপ্রেমী নেটিজেনরাও প্রশংসায় মেতেছেন সৈকতের।

উল্লেখ্য, আইসিসির এলিট প্যানেলে প্রথম বাংলাদেশি আম্পায়ার সৈকত। এর আগেও আন্তর্জাতিক স্তরে ম্যাচ পরিচালনায় মুন্সিয়ানার পরিচয় দিয়েছেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়