শিরোনাম
◈ পেলেকে ছাড়িয়ে গে‌লেন, রেকর্ড ১৮ কোটি ২৬ লাখ টাকায় বিক্রি মেসির কার্ড ◈ মন্ত্রীপাড়া থেকে গ্রেফতার সেই বাংলাদেশি বংশোদ্ভূতমার্কিন নাগরিক এনায়েত রিমান্ডে ◈ কোটিপতি তানিয়া বিয়ে করতে চান বেকার ছেলে, স্বামীকে বসিয়ে খাওয়াবেন সারাজীবন ◈ কাতার একা নয়, তাদের পাশে আছে পুরো আরব ও ইসলামি বিশ্ব: আরব লীগ ◈ ওসি নিয়োগে নতুন নীতিমালা: যোগ্যতা, স্বচ্ছতা ও সীমাবদ্ধতা নির্ধারণ ◈ পুলিশে ফের বড় রদবদল ◈ সীমানা পুনর্বিন্যাসে ভাঙ্গায় সহিংসতা: থানাঘেরাও, গাড়ি ভাঙচুর ◈ ৫ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা ◈ প্রবাসীরা পোস্টাল ব্যালটে কীভাবে ভোট দেবেন, জানালেন ইসি ◈ তারুণ্যের শক্তি আমাদের জাতির চালিকাশক্তি : প্রধান উপদেষ্টা

প্রকাশিত : ০৭ জুলাই, ২০২৫, ১০:১১ দুপুর
আপডেট : ০৮ সেপ্টেম্বর, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

হেডিংলির বদলা এজবাস্টনে, ইংল্যান্ডকে হারিয়ে সিরিজ সমতায় ভারত

স্পোর্টস ডেস্ক : হেডিংলির প্রতিশোধ বার্মিংহ্যামে। দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডকে ৩৩৬ রানে হারিয়ে সিরিজে সমতা ফিরিয়ে আনল ভারত। পাঁচ ম্যাচের সিরিজের ফলাফল এখন  ১-১। যে এজবাস্টনে ভারত কোনওদিন জিততে পারেনি, সেই স্টেশনে এসেই জয় ছিনিয়ে নিল। অধিনায়ক হিসেবে প্রথম টেস্ট জয়ের স্বাদ পেলেন গিল। 

ইংল্যান্ডকে ৬০৮ রানের বিশাল টার্গেট দিয়েছিল ভারত। চতুর্থ দিনের শেষে ইংল্যান্ডের রান ছিল ৩ উইকেটে ৭২। পঞ্চম ও শেষ দিনে ৫৩৬ রান করলে জিতবে ইংল্যান্ড, এই অবস্থায় ব্যাট করতে নেমে বেন স্টোকসরা থেমে গেলেন ২৭১ রানে। গুরুত্বপূর্ণ টেস্টে ভারতকে জয় এনে দিলেন ভারতের বোলাররা। 

পঞ্চম দিনে ভারতীয় সময় বিকেল পাঁচটা দশ মিনিটে খেলা শুরু হয়। বৃষ্টির জন্য নির্ধারিত সময়ে খেলা শুরু হয়নি। ১০ ওভার কেটে নেওয়া হয়। ৯০ ওভারের ম্যাচ হয়ে যায় ৮০ ওভারের।

আকাশদীপ শুরুতেই ধাক্কা দেন। পোপ (২৪) ও হ্যারি ব্রুককে (২৩) দ্রুত ফেরান বাংলার পেসার। ৮৩ রানে পাঁচ উইকেট হয়ে যায় ইংল্যান্ড। এর পরে ৭০ রানের পার্টনারশিপ গড়েন স্টোকস ও জ্যামি স্মিথ। লাঞ্চের ঠিক আগে এই পার্টনারশিপ ভাঙেন ওয়াশিংটন সুন্দর। স্টোকসকে এলবিডব্লিউ করেন ওয়াশিংটন। লাঞ্চের সময় ইংল্যান্ডের রান ৬ উইকেটে ১৫৩। 

ততক্ষণে জয়ের গন্ধ পেতে শুরু করেছে ভারতের সাজঘর। স্মিথ ও ক্রিস ওকস ৪৬ রান জোড়েন। প্রসিদ্ধ কৃষ্ণার বিষাক্ত ডেলিভারির মোকাবিলা করতে না পেরে সিরাজের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ওকস (৭)। পার্টনারশিপের সিংহভাগ রান করেন স্মিথ। তিনি একা কুম্ভ রক্ষা করলেন। ৮৮ রানে স্মিথকে ফেরান আকাশদীপ। প্রথম ইনিংসে চারটির পরে দ্বিতীয় ইনিংসে ৬টি উইকেট নেন আকাশদীপ। কে বলবে জশপ্রীত বুমরাহ এই টেস্টে নামেননি। বিশ্বের সেরা বোলারকে বাইরে রেখে টেস্ট ম্যাচ জিতে নিল ভারত। আকাশদীপের জন্যই বুমরাহর অভাব টের পেল না ভারত। জশ টংয়ের ক্যাচ অবিশ্বাস্য ভাবে ঝাঁপিয়ে ধরলেন সিরাজ। বাকিটা ছিল কেবল সময়ের অপেক্ষা। এজবাস্টনে জিতে দুর্দান্ত ভাবে ঘুরে দাঁড়াল গিলের দল। 

 আলাদা করে প্রশংসা করতে হবে শুভমান গিলের। প্রথম ইনিংসে ২৬৯ রানের পরে দ্বিতীয় ইনিংসেও ১৬১ রান করেন ভারত অধিনায়ক। তিনি নায়ক, তিনিই অধিনায়ক, তিনিই আবার মহানায়ক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়