শিরোনাম
◈ পেলেকে ছাড়িয়ে গে‌লেন, রেকর্ড ১৮ কোটি ২৬ লাখ টাকায় বিক্রি মেসির কার্ড ◈ মন্ত্রীপাড়া থেকে গ্রেফতার সেই বাংলাদেশি বংশোদ্ভূতমার্কিন নাগরিক এনায়েত রিমান্ডে ◈ কোটিপতি তানিয়া বিয়ে করতে চান বেকার ছেলে, স্বামীকে বসিয়ে খাওয়াবেন সারাজীবন ◈ কাতার একা নয়, তাদের পাশে আছে পুরো আরব ও ইসলামি বিশ্ব: আরব লীগ ◈ ওসি নিয়োগে নতুন নীতিমালা: যোগ্যতা, স্বচ্ছতা ও সীমাবদ্ধতা নির্ধারণ ◈ পুলিশে ফের বড় রদবদল ◈ সীমানা পুনর্বিন্যাসে ভাঙ্গায় সহিংসতা: থানাঘেরাও, গাড়ি ভাঙচুর ◈ ৫ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা ◈ প্রবাসীরা পোস্টাল ব্যালটে কীভাবে ভোট দেবেন, জানালেন ইসি ◈ তারুণ্যের শক্তি আমাদের জাতির চালিকাশক্তি : প্রধান উপদেষ্টা

প্রকাশিত : ০৬ জুলাই, ২০২৫, ০৩:২৮ দুপুর
আপডেট : ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

দুবাই ক‌্যা‌পিটাল‌সের হয়ে গ্লোবাল সুপার লিগে অংশ নে‌বেন সাকিব আল হাসান

স্পোর্টস ডেস্ক : কথা ছিল গ্লোবাল সুপার লি‌গে রংপুর রাইডার্সের হয়ে খেলবেন সাকিব আল হাসান। কিন্তু কয়েকদিন আগে রংপুর স্কোয়াড ঘোষণা করলেও ছিল না সাকিবের নাম। তখন ধারণা করা হচ্ছিল, জিএসএলে বুঝি দেখা যাবে না টাইগার এ অলরাউন্ডারকে।

সাকিবকে দেখা যাবে জিএসএলে, তবে রংপুরের হয়ে নয়। দুবাই ক্যাপিটালসের হয়ে মাঠ মাতাবেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক এ অধিনায়ক। কেশব মহারাজের বদলি হিসেবে সাকিবকে দলে ভিড়িয়েছে আইএল টি-টোয়েন্টির চ্যাম্পিয়নরা।

আগামী ১০ জুলাই মাঠে গড়াবে জিএসএলের দ্বিতীয় আসর। টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন রংপুর। তারাও এবারের আসরের অংশগ্রহণ করবে। তাই সাকিবকে সতীর্থ হিসেবে পাওয়ার গুঞ্জন থাকলেও নুরুল হাসান সোহানরা পাচ্ছেন প্রতিপক্ষ হিসেবে।

 অনেকদিন ধরে ক্রিকেটের বাইরে ছিলেন সাকিব। তবে সবশেষ পাকিস্তান সুপার লিগ (পিএসএল) দিয়ে ফিরেছেন টাইগার এ অলরাউন্ডার। তবে এরপর আর প্রতিযোগিতামুলক ম্যাচে সাকিবকে দেখা যায়নি।

কয়েকদিন আগেই সিপিএলে নাম লিখিয়েছেন সাকিব। অ্যান্টিগা এন্ড বারমুডা ফ্যালকন্সের হয়ে মাঠ মাতাবেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক এ অধিনায়ক। দেশটির ম্যাক্স সিক্সটি টি-টেন লিগেও দল পেয়েছেন তিনি।

জাতীয় দল থেকে অনেকটা নির্বাসিত সাকিব। অনেকদিন ধরেই জাতীয় দলে নেই টাইগার এ অলরাউন্ডার। দেশেও আসতে পারছেন না তিনি। যার কারণে ব্যস্ততা কমেছে সাকিবের। তবে সাম্প্রতিক সময়ে ক্রিকেটে ফিরেছেন তিনি। তাতেই ব্যস্ততা বেড়েছে সাকিবের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়