শিরোনাম
◈ ফ্রা‌ন্সের লিও শহ‌রের কসাই থেকে গাজার কসাই: ইতিহাসে বারবার অপরাধীদের বাঁচিয়েছে আমেরিকা ◈ রিজার্ভে বড় সাফল্য: আইএমএফের লক্ষ্য ছাড়িয়ে গেছে বাংলাদেশ, প্রবাসী আয়ে রেকর্ড প্রবৃদ্ধি! ◈ আদানির বকেয়ার সব টাকা পরিশোধ করেছে বাংলাদেশ ◈ মাঠে ছড়িয়ে থাকা লেবু ও  ডিম দে‌খে ম্যাচ খেলতে আসা ‌ক্রিকেটাররা ভয়ে পালালেন ◈ ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফরে আপত্তি মোদি সরকারের! ◈ উনি ক্লাসে বাজে ঈঙ্গিতপূর্ণ কথা বলার পাশাপাশি বডি শেমিং করেন ◈ এবার নিউ ইয়র্ক মেয়রপ্রার্থী মামদানিকে গ্রেপ্তারের হুমকি ট্রাম্পের! তীব্র প্রতিক্রিয়া ◈ বউ পেটানোয় শীর্ষে খুলনা ও বরিশালের মানুষ: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (ভিডিও) ◈ ক‌ষ্টের জ‌য়ে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনা‌লে রিয়াল মা‌দ্রিদ ◈ দুপু‌রে এ‌শিয়ান কাপ বাছাই‌য়ে স্বাগ‌তিক মিয়ানমা‌রের বিরু‌দ্ধে লড়‌বে বাংলাদেশ নারী দল

প্রকাশিত : ০১ জুলাই, ২০২৫, ০৮:২৮ রাত
আপডেট : ০২ জুলাই, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

আগস্টে বাংলাদেশে সফর‌ নি‌য়ে সিদ্ধান্তহীনতায় ভারতীয় ক্রিকেট বোর্ড

স্পোর্টস ডেস্ক : বাংলা‌দেশ সফর নি‌য়ে সিদ্ধান্তহীনতায় ভারতীয় ক্রিকেট বোর্ড, পূর্ব নির্ধারিত সিরিজ খেলতে আগস্টে বাংলাদেশ সফরে আসার কথা ছিল তা‌দের। তবে তারা এই মুহূর্তে বাংলাদেশে আসতে চায় না। বছরের শেষে কিংবা পরবর্তী কোনো উইন্ডোতে খেলতে চায় সিরিজটি। এমন সংবাদ ভারতীয় গণমাধ্যমের।

তবে আয়োজক দেশ হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এখনই বিষয়টি নিয়ে চূড়ান্ত কিছু জানাতে পারেনি। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলছেন তারা এখনো আলোচনা করে যাচ্ছেন।

যদিও বিসিবি সভাপতি নিশ্চিত করেছেন কোনো কারণে এই মুহূর্তে ভারত আসতে না পারলে পরবর্তী কোনো ফাঁকা সময়ে ঠিকই মাঠে গড়াবে সিরিজটি।

৩০ জুন তিনি বলেন, 'আগস্ট বা সেপ্টেম্বর বলে কিছু না। আলোচনা চলছে কীভাবে সিরিজটা আয়োজন করা যায়। কোনো কারণে তারা যদি এই মুহূর্তে আসতে না পারে...আমাদের আলোচনা এখনো শেষ হয়ে যায়নি। পরবর্তী এভেইলএবল উইন্ডোতে হবে।

'আমরাতো উইন্ডো খালি রেখেছি, আমরা চেষ্টা করবো ওই সময়টাতে খেলার। আলোচনা চলছে, এর বেশি কিছু বলতে পারছি না। তারা খুব পেশাদার এবং সহযোগী।

উল্লেখ্য, সমান তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশে আসার কথা ছিল ভারতের। ইতোমধ্যে বিসিবি সূচিও ঘোষণা করে দিয়েছিলো।

১৭, ২০ ও ২৩ আগস্ট মাঠে গড়ানোর কথা ছিল ওয়ানডে সিরিজের ম্যাচগুলো। সূচি অনুসারে ২৬, ২৯ ও ৩১ আগস্ট অনুষ্ঠিত হতো টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়