শিরোনাম
◈ পেলেকে ছাড়িয়ে গে‌লেন, রেকর্ড ১৮ কোটি ২৬ লাখ টাকায় বিক্রি মেসির কার্ড ◈ মন্ত্রীপাড়া থেকে গ্রেফতার সেই বাংলাদেশি বংশোদ্ভূতমার্কিন নাগরিক এনায়েত রিমান্ডে ◈ কোটিপতি তানিয়া বিয়ে করতে চান বেকার ছেলে, স্বামীকে বসিয়ে খাওয়াবেন সারাজীবন ◈ কাতার একা নয়, তাদের পাশে আছে পুরো আরব ও ইসলামি বিশ্ব: আরব লীগ ◈ ওসি নিয়োগে নতুন নীতিমালা: যোগ্যতা, স্বচ্ছতা ও সীমাবদ্ধতা নির্ধারণ ◈ পুলিশে ফের বড় রদবদল ◈ সীমানা পুনর্বিন্যাসে ভাঙ্গায় সহিংসতা: থানাঘেরাও, গাড়ি ভাঙচুর ◈ ৫ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা ◈ প্রবাসীরা পোস্টাল ব্যালটে কীভাবে ভোট দেবেন, জানালেন ইসি ◈ তারুণ্যের শক্তি আমাদের জাতির চালিকাশক্তি : প্রধান উপদেষ্টা

প্রকাশিত : ২৮ জুন, ২০২৫, ১০:৪৬ দুপুর
আপডেট : ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

আই‌সি‌সি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে পাওয়ার প্লের নিয়ম পরিবর্তন করলো

স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে মোট ওভারের ৩০ শতাংশ ওভারকে পাওয়ার প্লের জন্য বরাদ্দ রাখা হয়ে থাকে। ইংল্যান্ডের টি-টোয়েন্টি ব্লাস্টে অবশ্য ছোট হয়ে আসা ম্যাচে কত ওভার পাওয়ার প্লের জন্য বিবেচনা করা হবে সেটা নির্ভর করে ইনিংসে কত বল বাকি রয়েছে। টি-টোয়েন্টি ব্লাস্টের মতো আন্তর্জাতিক টি-টোয়েন্টিতেও একই নিয়ম চালু করার সিদ্ধান্ত নিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। যার ফলে পাওয়ার প্লে কত ওভার খেলা হবে সেটা নির্ভর করবে বলের হিসেবে। -- ক্রিক‌ফ্রেঞ্জি

স্বাভাবিকভাবেই ২০ ওভারের ক্রিকেটে ৬ ওভার পাওয়ার প্লে থাকে। নতুন নিয়মেই সেটা পরিবর্তন হচ্ছে না। তবে বৃষ্টি কিংবা দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ম্যাচের দৈর্ঘ্য কমে গেলে পাওয়ার প্লে কত ওভার খেলা হবে সেই নিয়মেই পরিবর্তন এনেছে আইসিসি। বর্তমান নিয়ম অনুযায়ী, ম্যাচের দৈর্ঘ্য কমে গেলে পূর্ণ ওভারে পাওয়ার প্লে হিসেব করা হতো।

যার ফলে অনেক সময়ই অসামঞ্জস্য তৈরি হতো। নতুন নিয়ম অনুযায়ী, ইনিংসের দৈর্ঘ্য কমে গেলে পাওয়ার-প্লে আর নির্দিষ্ট সংখ্যক ওভারে সীমাবদ্ধ থাকবে না। বরং ইনিংসের মোট বলের প্রায় ৩০ শতাংশ বলই ধরা হবে পাওয়ার-প্লে হিসেবে। এতে করে খেলার ভারসাম্য রক্ষা পাবে এবং প্রতিটি ম্যাচেই সমান প্রতিদ্বন্দ্বীতা বজায় থাকবে বলে আশা করা হচ্ছে।

উদাহরণস্বরূপ, কোনো ম্যাচ যদি ৮ ওভারে নেমে আসে তখন পাওয়ার-প্লে হবে ২.২ ওভার — যেখানে কেবল দুইজন ফিল্ডার বাইরের বৃত্তের বাইরে থাকতে পারবে। ৯ ওভারের ক্ষেত্রে পাওয়ার-প্লে হবে ২.৪ ওভার। অর্থাৎ প্রতি ম্যাচে ইনিংসের প্রায় ৩০ শতাংশ বলই থাকবে পাওয়ার-প্লে, যা আগের চেয়ে অনেক বেশি সামঞ্জস্যপূর্ণ।

আইসিসি জানিয়েছে, এই বলভিত্তিক পাওয়ার-প্লে পদ্ধতি ইতোমধ্যেই ইংল্যান্ডের জনপ্রিয় টি-টোয়েন্টি টুর্নামেন্ট ‘টি-টোয়েন্টি ব্লাস্টে’ সফলভাবে প্রয়োগ হচ্ছে। সেখানে ওভারের মাঝপথে পাওয়ার-প্লে শেষ হলেও কোনো জটিলতা তৈরি হয়নি। সেখানকার ইতিবাচক অভিজ্ঞতার ভিত্তিতেই এই নিয়ম আন্তর্জাতিক ক্রিকেটে চালু করার সিদ্ধান্ত নিয়েছে তারা।
নতুন নিয়মের পরীক্ষামূলক প্রয়োগ হতে চলেছে বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ থেকেই।

আগামী ১০ জুলাই শুরু হবে দুই দলের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজ, যেখানে প্রথমবারের মতো এই পরিবর্তিত পাওয়ার-প্লে নিয়ম ব্যবহার করা হবে। টি-টোয়েন্টিতে পাওয়ার প্লের নিয়ম পরিবর্তনের পাশাপাশি ক্রিকেটে নতুন করে আরও কয়েকটি নিয়ম সংযোজন করা হয়েছে। ওয়ানডে এবং টি-টোয়েন্টির মতো যেমন টেস্টেও দেখা যাবে ‘স্টপ ক্লক’।

  • সর্বশেষ
  • জনপ্রিয়