শিরোনাম
◈ পেলেকে ছাড়িয়ে গে‌লেন, রেকর্ড ১৮ কোটি ২৬ লাখ টাকায় বিক্রি মেসির কার্ড ◈ মন্ত্রীপাড়া থেকে গ্রেফতার সেই বাংলাদেশি বংশোদ্ভূতমার্কিন নাগরিক এনায়েত রিমান্ডে ◈ কোটিপতি তানিয়া বিয়ে করতে চান বেকার ছেলে, স্বামীকে বসিয়ে খাওয়াবেন সারাজীবন ◈ কাতার একা নয়, তাদের পাশে আছে পুরো আরব ও ইসলামি বিশ্ব: আরব লীগ ◈ ওসি নিয়োগে নতুন নীতিমালা: যোগ্যতা, স্বচ্ছতা ও সীমাবদ্ধতা নির্ধারণ ◈ পুলিশে ফের বড় রদবদল ◈ সীমানা পুনর্বিন্যাসে ভাঙ্গায় সহিংসতা: থানাঘেরাও, গাড়ি ভাঙচুর ◈ ৫ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা ◈ প্রবাসীরা পোস্টাল ব্যালটে কীভাবে ভোট দেবেন, জানালেন ইসি ◈ তারুণ্যের শক্তি আমাদের জাতির চালিকাশক্তি : প্রধান উপদেষ্টা

প্রকাশিত : ২৭ জুন, ২০২৫, ০৭:৩৫ বিকাল
আপডেট : ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

কল‌ম্বো টে‌স্টে খেল‌ছে শ্রীলঙ্কা, দেখ‌ছে বাংলা‌দেশ, ই‌নিংস হা‌রের অ‌পেক্ষায় শান্তবা‌হিনী

নিজস্ব প্রতি‌বেদক :  সি‌রি‌জের প্রথম টেস্ট অর্থাৎ গল টে‌স্টে যে পারফর‌মেন্স দে‌খি‌য়ে‌ছি‌লো বাংলা‌দে‌শের ক্রিকেটাররা, তার‌ ছি‌টে‌ফোটাও কল‌ম্বো টে‌স্টে দেখা‌তে পার‌লো না টাইগার সেনারা, এই টে‌স্টে দুইশর বেশি রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসের শুরুটা ভালো করার ইঙ্গিত দিয়েছিল বাংলাদেশ।

কিন্তু ব্যাটারদের উইকেট বিলিয়ে আসার মহড়ায় ইনিংস হারের শঙ্কায় পড়েছে তারা। দিনের খেলা শেষে নাজমুল হোসেন শান্তর দল এখনও ৯৬ রানে পিছিয়ে আছে, হাতে আছে ৪ উইকেট।

শুক্রবার কলম্বো ৬ উইকেটে ১১৫ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ। ইনিংস হার এড়াতে চতুর্থ দিন টেইলএন্ডারদের নিয়ে লড়বেন ১৩ রানে অপরাজিত থাকা লিটন দাস।

এর আগে প্রথম ইনিংসে ৪৫৮ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। স্বাগতিকরা লিড পায় ২১১ রানে। ক্যারিয়ারে ১৭তম বারের মতো ইনিংসে ৫ উইকেট নেন তাইজুল ইসলাম।

ব্যাট হাতে দ্বিতীয় ইনিংসের শুরুটা তুলনামূলক ভালো হয় বাংলাদেশ। টানা তিন ইনিংসে ব্যর্থ হওয়া ২ চার ও ১ ছক্কায় এনামুল হক বিজয় ভালো কিছুর ইঙ্গিত দেন। কিন্তু তা আর ধরে রাখতে পারেননি তিনি। চা বিরতির আগে আসিথা ফার্নান্দোর বল পুল করতে গিয়ে শর্ট লেগে ক্যাচ দেন ১৯ বলে ১৯ রান করা এই ব্যাটার।

বিরতির পর তৃতীয় বলেই কট বিহাউন্ড হন সাদমান ইসলাম (১২)। মুমিনুল হককে নিয়ে অধিনায়ক শান্ত বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা করলেও তা বেশি দূর এগোয়নি। প্রথম ইনিংসের মতো এবারও লঙ্কান অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভার শিকারে পরিণত হন মুমিনুল। স্লিপে ক্যাচ দিয়ে অভিজ্ঞ এই ব্যাটার ফেরেন ১৫ রান করে। খানিকবাদে শান্তকেও (১৯) এলবিডাব্লিউর ফাঁদে ফেলেন ডি সিলভা।

দিনের শেষ ভাগে প্রভাত জয়াসুরিয়ার দারুণ এক ডেলিভারিতে বোল্ড হয়ে সাজঘরের পথ দেখেন ২৬ রান করা মুশফিকুর রহিম। থারিন্দু রত্নায়েকের বলে মেহেদী হাসান মিরাজ (১১) এলবিডাব্লিউর ফাঁদে পড়ে সাজঘরে ফিরলে দিনের খেলার ইতি টানেন আম্পায়াররা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়