শিরোনাম
◈ পেলেকে ছাড়িয়ে গে‌লেন, রেকর্ড ১৮ কোটি ২৬ লাখ টাকায় বিক্রি মেসির কার্ড ◈ মন্ত্রীপাড়া থেকে গ্রেফতার সেই বাংলাদেশি বংশোদ্ভূতমার্কিন নাগরিক এনায়েত রিমান্ডে ◈ কোটিপতি তানিয়া বিয়ে করতে চান বেকার ছেলে, স্বামীকে বসিয়ে খাওয়াবেন সারাজীবন ◈ কাতার একা নয়, তাদের পাশে আছে পুরো আরব ও ইসলামি বিশ্ব: আরব লীগ ◈ ওসি নিয়োগে নতুন নীতিমালা: যোগ্যতা, স্বচ্ছতা ও সীমাবদ্ধতা নির্ধারণ ◈ পুলিশে ফের বড় রদবদল ◈ সীমানা পুনর্বিন্যাসে ভাঙ্গায় সহিংসতা: থানাঘেরাও, গাড়ি ভাঙচুর ◈ ৫ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা ◈ প্রবাসীরা পোস্টাল ব্যালটে কীভাবে ভোট দেবেন, জানালেন ইসি ◈ তারুণ্যের শক্তি আমাদের জাতির চালিকাশক্তি : প্রধান উপদেষ্টা

প্রকাশিত : ২৬ জুন, ২০২৫, ০১:২২ রাত
আপডেট : ২৫ আগস্ট, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কোহলির পুরনো প্রেমিকা, কে এই ইসাবেলা!

বিরাট কোহলি ক্রিকেট জগতসহ শোবিজ ওয়াল্ডেও এক পরিচিত নাম। বিশেষ করে ২০১৭ সালে বলিউড অভিনেত্রী আনুষকা শর্মাকে বিয়ে করার পর থেকে দুই ভুবনে বেশ আলোচিত তারা। সেখানে বিরাট, আনুষকার সম্পর্ক নিয়ে কোনো নেতিবাচক খবর নেই। বিয়ের পর তাদের সংসারে এসেছে দুই সন্তান। ভামিকা ও আকায়। ক্রিকেটের বাইরে পুরো সময়টাই পরিবারের জন্য বরাদ্দ রাখেন কোহলি। 

তবে  হঠাৎ করেই বিরাট এবং তার সাবেক প্রেমিকা ইসাবেলা লেইতের ছবি গণমাধ্যমে ভাইরাল হয়েছে। তাই এখন সবার প্রশ্ন কে এই ইসাবেলা যাকে নিয়ে সবাই আগ্রহ প্রকাশ করছে।  

গুঞ্জন ছিল ব্রাজিলীয় বংশোদ্ভূত বলিউডের অভিনেত্রী ইসাবেলার সঙ্গে বিরাটের প্রেমের সম্পর্ক নিয়েও। একসময় ইসাবেলা শেষ পর্যন্ত গণমাধ্যমের কাছে স্বীকারও করেছিলেন, ভারতীয় ক্রিকেট তারকার সঙ্গে দুই বছর ধরে ‘ডেটিং’ করেন তিনি।  

বিরাটের সাবেক এ প্রেমিকা ছিলেন ব্রাজিলিয়ান। মডেলিং দিয়ে বলিউডে নিজের ক্যারিয়ার শুরু এ মডেল, অভিনেত্রী ইসাবেলা। অতীতে ল্যাকমের মতো বিখ্যাত ব্র্যান্ডের বিজ্ঞাপনে তাকে দেখা গিয়েছে। কাজ করেছেন মিউজিক ভিডিওতেও। আমির খানের ছবি দিয়ে বলিউডে পা রাখেন ইসাবেলা। ২০১২ সালে তালাশ ছবিতে আমির খান, কারিনা কাপুরদের সঙ্গে দেখা গিয়েছিল।

সেই সময়েই বিজ্ঞাপনের শুটিং করতে গিয়ে বিরাটের সঙ্গে দেখা ইসাবেলার। সেই সময় সবাই জেনেছিল প্রায় বছর দুয়েক চুটিয়ে প্রেম করেছেন ইসাবেলা এবং বিরাট। তারপর দু’জনের পথ আলাদা হয়ে যায়। যদিও তাদের সম্পর্ক নিয়ে বিরাটের মুখে কিছু শোনা যায়নি। ২০১৪ সালে একটি সাক্ষাৎকারে ইসাবেলা বলেন, ‘ভারতে আসার পর আমার প্রথম বন্ধু ছিল বিরাট। অনেকটা সময় আমরা ডেট করেছি আমরা। প্রায় ২ বছর। তবে সেটা আমরা প্রকাশ্যে আনতে চাইনি’। 

২০২০ পর্যন্ত বলিউড এবং দক্ষিণী ইন্ডাস্ট্রিতে বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছেন ইসাবেলা। তবে আপাতত বিনোদন দুনিয়া থেকে তিনি বহুদূরে। দোহায় থাকেন তিনি। দুই মেয়েকে নিয়ে সংসার তার। মাঝে মাঝে সেই জীবনের ঝলক তুলে ধরেন সোশ্যাল মিডিয়ায়। তার মধ্যেই আচমকা ভাইরাল হলো বিরাটের সঙ্গে তার অতীতের প্রেমবন্দি ছবি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়