শিরোনাম
◈ পেলেকে ছাড়িয়ে গে‌লেন, রেকর্ড ১৮ কোটি ২৬ লাখ টাকায় বিক্রি মেসির কার্ড ◈ মন্ত্রীপাড়া থেকে গ্রেফতার সেই বাংলাদেশি বংশোদ্ভূতমার্কিন নাগরিক এনায়েত রিমান্ডে ◈ কোটিপতি তানিয়া বিয়ে করতে চান বেকার ছেলে, স্বামীকে বসিয়ে খাওয়াবেন সারাজীবন ◈ কাতার একা নয়, তাদের পাশে আছে পুরো আরব ও ইসলামি বিশ্ব: আরব লীগ ◈ ওসি নিয়োগে নতুন নীতিমালা: যোগ্যতা, স্বচ্ছতা ও সীমাবদ্ধতা নির্ধারণ ◈ পুলিশে ফের বড় রদবদল ◈ সীমানা পুনর্বিন্যাসে ভাঙ্গায় সহিংসতা: থানাঘেরাও, গাড়ি ভাঙচুর ◈ ৫ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা ◈ প্রবাসীরা পোস্টাল ব্যালটে কীভাবে ভোট দেবেন, জানালেন ইসি ◈ তারুণ্যের শক্তি আমাদের জাতির চালিকাশক্তি : প্রধান উপদেষ্টা

প্রকাশিত : ২৫ জুন, ২০২৫, ০৮:৩৬ রাত
আপডেট : ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কল‌ম্বো টে‌স্টের প্রথম দি‌নেই বাংলা‌দে‌শের ব‌্যা‌টিং ধ্বস, হারা‌লো ৮ উই‌কেট

নিজস্ব প্রতি‌বেদক : হায়‌রে ব‌্যা‌টিং, লাল সবু‌জের প্রতি‌নি‌ধিরা পি‌চে আস‌ছেন আর গে‌ছেন, ব‌্যাটাররা গল টেস্টের ব‌্যা‌টিং ধারাবা‌হিকতা কল‌ম্বো টে‌স্টে ধ‌রে রাখ‌তে পার‌লেন না,  শ্রীলঙ্কার বোলারদের সামনে বেশ ভুগেছেন নাজমুল হোসেন শান্ত-এনামুল হক বিজয়রা। নিজেদের মাটিতে দাপট দেখিয়েছে আসিথা ফার্নান্দোরা। প্রথম দিন শেষে আট উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ২২০ রান।

কলম্বোতে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন শান্ত। টাইগার অধিনায়কের লক্ষ্যটা ছিল পঞ্চম দিনে ব্যাট না করা। তবে কলম্বোতে বাংলাদেশকে ভালো শুরু এনে দিতে পারেননি বিজয়। শুরু থেকেই শ্রীলঙ্কার পেসারদের সামনে নড়বড়ে ছিলেন ডানহাতি এ ব্যাটার। আসিথা ফার্নান্দোর বলে বোল্ড হয়ে ফিরেছেন তিনি। দশ বল খেললেও রানের খাতা খুলতে পারেননি।

তিনে নেমে সাদমানকে সঙ্গে নিয়ে শুরুর ধাক্কা সামাল দিয়েছেন মুমিনুল। বড় ইনিংস খেলার পথেই ছিলেন বাঁহাতি এ ব্যাটার। তবে হতাশ করেছেন মুমিনুল। ৩৯ বলে ২১ রান করে ধরেছেন প্যাভিলিয়নের পথ।

তবে বাংলাদেশকে বিপদে পড়তে দেননি শান্ত ও সাদমান। দুজনেই প্রথম সেশনের বাকি সময়টা ভালোভাবে কাটিয়ে দিয়েছেন। শুরু থেকেই বেশ সাবলীল ছিলেন সাদমান। টেস্টে আরও একটি ফিফটির পথেই ছিলেন টাইগার এ ওপেনার। কিন্তু ব্যক্তিগত ৪৪ রানের মাথায় স্লিপে ধনাঞ্জয়া ডি সিলভার হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। গত ম্যাচে দুই সেঞ্চুরি করা শান্ত ফিরেছেন এক অঙ্কের ঘরেই।

এরপর বাংলাদেশের হাল ধরেন মুশফিকুর রহিম ও লিটন কুমার দাস। দুজনের জুটিতে ওঠে ১১৩ বলে ৬৭ রান। ৩৪ রান করে লিটন ফিরলে ভাঙে সেই জুটি। তার আগের ওভারেই অবশ্য একবার জীবন পেয়েছিলেন ডানহাতি এ ব্যাটার। একটু পরেই লিটনকে অনুসরণ করেন মুশফিক। সোনাল দিনুসাকে স্লগ সুইপ করে আউট হওয়ার আগে ৩৫ রান করেন ডানহাতি এ ব্যাটার।

মেহেদী হাসান মিরাজ ও নাঈম হাসান শুরুটা ভালো করেছিলেন। কিন্তু তারাও বড় ইনিংস খেলতে পারেননি। ৩১ রান করে ফিরেছেন মিরাজ, নাঈমের ব্যাট থেকে এসেছে ২৫ রান। ৯ রানে অপরাজিত আছেন তাইজুল ইসলাম, ইবাদত হোসেনের সংগ্রহ ৪ রান।

শ্রীলঙ্কার হয়ে দুটি করে উইকেট নিয়েছেন আসিথা ফার্নান্দো, বিশ্ব ফার্নান্দো ও সোনাল দিনুসা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়