শিরোনাম
◈ পেলেকে ছাড়িয়ে গে‌লেন, রেকর্ড ১৮ কোটি ২৬ লাখ টাকায় বিক্রি মেসির কার্ড ◈ মন্ত্রীপাড়া থেকে গ্রেফতার সেই বাংলাদেশি বংশোদ্ভূতমার্কিন নাগরিক এনায়েত রিমান্ডে ◈ কোটিপতি তানিয়া বিয়ে করতে চান বেকার ছেলে, স্বামীকে বসিয়ে খাওয়াবেন সারাজীবন ◈ কাতার একা নয়, তাদের পাশে আছে পুরো আরব ও ইসলামি বিশ্ব: আরব লীগ ◈ ওসি নিয়োগে নতুন নীতিমালা: যোগ্যতা, স্বচ্ছতা ও সীমাবদ্ধতা নির্ধারণ ◈ পুলিশে ফের বড় রদবদল ◈ সীমানা পুনর্বিন্যাসে ভাঙ্গায় সহিংসতা: থানাঘেরাও, গাড়ি ভাঙচুর ◈ ৫ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা ◈ প্রবাসীরা পোস্টাল ব্যালটে কীভাবে ভোট দেবেন, জানালেন ইসি ◈ তারুণ্যের শক্তি আমাদের জাতির চালিকাশক্তি : প্রধান উপদেষ্টা

প্রকাশিত : ২৪ জুন, ২০২৫, ০৭:৩৭ বিকাল
আপডেট : ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

মে‌হেদী হাসান মিরাজকে আম‌লে নি‌চ্ছেন না ধনাঞ্জয়া ডি সিলভা

স্পোর্টস ডেস্ক : জ্বরের কারণে গল টেস্টে খেলতে পারেননি মেহেদী হাসান মিরাজ। কলম্বো টেস্টের আগেই সুস্থ হয়ে উঠেছেন টাইগার এ অলরাউন্ডার। দলের সাথে করছেন অনুশীলন। কলম্বো টেস্টে মিরাজের খেলার সম্ভাবনা প্রবল। -- ডেই‌লি ক্রিকেট

সাম্প্রতিক সময়ে দারুণ ফর্মে আছেন মিরাজ। বিশেষ করে লাল বলে ব্যাট-বলে রাখছেন দলে অবদান। দুই ডিপার্টমেন্টেই বর্তমানে অন্যতম ভরসার নাম মিরাজ। সেই সাথে যোগ হয়েছে ওয়ানডে দলের অধিনায়কের দায়িত্ব পাওয়া। সব মিলিয়ে কলম্বো টেস্টের আগে বেশ আলোচনায় মিরাজ। তবে মিরাজকে নিয়ে ভাবছে না শ্রীলঙ্কা। তারচেয়ে বরং দারুণ লড়াইয়ের আশা করছে স্বাগতিকরা।

কলম্বো টেস্টের আগেরদিন সংবাদ সম্মেলনে ধনাঞ্জয়া ডি সিলভা বলেন, 'মিরাজকে সেভাবে থ্রেট হিসেবে ভাবছি না। সে আমাদের বিপক্ষে বাংলাদেশের মাটিতে নিজেদের হোম কন্ডিশনে সর্বশেষ কিছু টেস্টেও খেলেছে। সে দেশের হয়ে দারুণ খেলছে। খুব বড় হুমকি হিসেবে দেখছি না। তবে লড়াইটা ভালো হবে।

গল টেস্টে দারুণ ব্যাটিং করেছেন নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম। দুজনেই পেয়েছেন সেঞ্চুরির দেখা। মুশফিক প্রথম ইনিংসে তিন অঙ্কের ম্যাজিক্যাল ফিগার স্পর্শ করলেও শান্ত করেছেন দুই ইনিংসেই সেঞ্চুরি। দুই টাইগার ক্রিকেটারের প্রশংসা ঝড়েছে প্রতিপক্ষ অধিনায়কের কন্ঠে।

ধনাঞ্জয়া বলেন, 'অবশ্যই, বাংলাদেশ আন্তর্জাতিক দল। গত কয়েক সিরিজ ধরে তারা খুবই ভালো করছে। এমন উইকেট কাজে লাগাতে হয়। আমরা আর্লি ব্রেক থ্রুর পরও শান্ত ও মুশফিক খুব ভালো করেছে, প্রয়োজনীয় রান তুলে ম্যাচে দাপট দেখিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়