শিরোনাম
◈ পেলেকে ছাড়িয়ে গে‌লেন, রেকর্ড ১৮ কোটি ২৬ লাখ টাকায় বিক্রি মেসির কার্ড ◈ মন্ত্রীপাড়া থেকে গ্রেফতার সেই বাংলাদেশি বংশোদ্ভূতমার্কিন নাগরিক এনায়েত রিমান্ডে ◈ কোটিপতি তানিয়া বিয়ে করতে চান বেকার ছেলে, স্বামীকে বসিয়ে খাওয়াবেন সারাজীবন ◈ কাতার একা নয়, তাদের পাশে আছে পুরো আরব ও ইসলামি বিশ্ব: আরব লীগ ◈ ওসি নিয়োগে নতুন নীতিমালা: যোগ্যতা, স্বচ্ছতা ও সীমাবদ্ধতা নির্ধারণ ◈ পুলিশে ফের বড় রদবদল ◈ সীমানা পুনর্বিন্যাসে ভাঙ্গায় সহিংসতা: থানাঘেরাও, গাড়ি ভাঙচুর ◈ ৫ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা ◈ প্রবাসীরা পোস্টাল ব্যালটে কীভাবে ভোট দেবেন, জানালেন ইসি ◈ তারুণ্যের শক্তি আমাদের জাতির চালিকাশক্তি : প্রধান উপদেষ্টা

প্রকাশিত : ২৪ জুন, ২০২৫, ০৯:৪৭ সকাল
আপডেট : ০১ সেপ্টেম্বর, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

পাকিস্তান নয়, টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপ খেলতে দেশে আসছে ভারতের আরেক শত্রু

স্পোর্টস ডেস্ক : আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের  জন্য প্রস্তুতি নিচ্ছে প্রায় সব দলই। যৌথভাবে এই টুর্নামেন্ট আয়োজনের দায়িত্ব পড়েছে ভারত ও শ্রীলঙ্কার ওপর। ইতিমধ্যেই ভারত সহ ১২টি দল টি-টোয়েন্টি বিশ্বকাপে যোগ্যতা অর্জন করে ফেলেছে।  --- ই‌ন্ডিয়াহুড

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের তথ্য অনুযায়ী, এখনও বেশ কিছু দল টি-টোয়েন্টি বিশ্বকাপে যোগ্যতা অর্জনের লড়াই লড়ছে। এমতবস্থায়, আমেরিকার কোয়ালিফায়ারে বাহামাসকে পরাস্ত করে ১৩ নম্বর দল হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপে যোগ্যতা অর্জন করে নিল কানাডা। সেই সূত্রেই, পরের বছর ২০ ওভারের বিশ্বকাপ খেলতে ভারতে আসবে তারা।

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের রিপোর্ট অনুযায়ী, ইতিমধ্যেই আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ করার সুযোগ পেয়ে গিয়েছে ভারত, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, আফগানিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, আমেরিকা, আয়ারল্যান্ড, বাংলাদেশ, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও পাকিস্তান। সম্প্রতি আমেরিকার কোয়ালিফায়ারে বাহামাসকে সাত উইকেটে পরাস্ত করে বিশ্বকাপে যোগ্যতা অর্জনকারী দল হিসেবে ১৩ নম্বরে জায়গা করে নিল কানাডাও।

আই‌সি‌সি বলছে, ভারত, শ্রীলঙ্কা সহ ১৩ দেশের পাশাপাশি বর্তমানে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে যোগ্যতা অর্জন করতে নিজ নিজ প্রতিপক্ষের সাথে লড়াই করছে বিশ্বের একাধিক দল। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের তথ্য অনুযায়ী, এখনও ইউরোপ থেকে দুটি দল, আফ্রিকা থেকে দুটি ও এশিয়া থেকে আরও তিনটি দল টি-টোয়েন্টি বিশ্বকাপে যোগ্যতা অর্জন করবে। কাজেই বোঝাই যাচ্ছে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বসতে চলেছে জমজমাটি আসর।

উল্লেখ্য, অন্যান্যদের মতোই আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে যোগ্যতা অর্জন করেছে পাকিস্তানও। তবে পাক ক্রিকেট দল যে টি-টোয়েন্টি খেলতে ভারতে আসবে না সে কথা জলের মতো পরিষ্কার। কাজেই পাকিস্তানের সাথে ভারতের ম্যাচ হলে তা শ্রীলঙ্কা নাকি বিকল্প কোনও দেশের স্টেডিয়ামে গড়ায় তা নিয়ে চিত্রটা স্পষ্ট হবে খুব শীঘ্রই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়