শিরোনাম
◈ পেলেকে ছাড়িয়ে গে‌লেন, রেকর্ড ১৮ কোটি ২৬ লাখ টাকায় বিক্রি মেসির কার্ড ◈ মন্ত্রীপাড়া থেকে গ্রেফতার সেই বাংলাদেশি বংশোদ্ভূতমার্কিন নাগরিক এনায়েত রিমান্ডে ◈ কোটিপতি তানিয়া বিয়ে করতে চান বেকার ছেলে, স্বামীকে বসিয়ে খাওয়াবেন সারাজীবন ◈ কাতার একা নয়, তাদের পাশে আছে পুরো আরব ও ইসলামি বিশ্ব: আরব লীগ ◈ ওসি নিয়োগে নতুন নীতিমালা: যোগ্যতা, স্বচ্ছতা ও সীমাবদ্ধতা নির্ধারণ ◈ পুলিশে ফের বড় রদবদল ◈ সীমানা পুনর্বিন্যাসে ভাঙ্গায় সহিংসতা: থানাঘেরাও, গাড়ি ভাঙচুর ◈ ৫ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা ◈ প্রবাসীরা পোস্টাল ব্যালটে কীভাবে ভোট দেবেন, জানালেন ইসি ◈ তারুণ্যের শক্তি আমাদের জাতির চালিকাশক্তি : প্রধান উপদেষ্টা

প্রকাশিত : ২৩ জুন, ২০২৫, ০৯:৪৬ সকাল
আপডেট : ০৪ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

জাস‌প্রিত বুমরাহর রেকর্ড ফাইফার, লিডসে ইংলান্ড- ভারত লড়াই হ‌চ্ছে সমা‌নে সমান 

স্পোর্টস ডেস্ক :  বুমরাহর রেকর্ড গড়া ফাইফারে (৫ উইকেট) লিডসে ইংল্যান্ডের বিপক্ষে ৬ রানের লিড পেয়েছে ভারত। প্রথম ইনিংসে ভারতের ৪৭১ রানের জবাবে ৪৬৫ রানে অলআউট হয় ইংলিশরা। ফলে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ৬ রানের লিড পায় টিম ইন্ডিয়া। -- অলআউট স্পোর্টস

আগের দিন ওলি পোপের সেঞ্চুরিতে ৩ উইকেটে ২০৯ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছিল ইংল্যান্ড। রোববার (২২ জুন) লিডসে তৃতীয় দিনে মাত্র ৬ রান যোগ করে প্যাভিলিয়নে ফেরেন পোপ। ১৪ বাউন্ডারিতে ১০৬ রানে থামেন তিনি।

সম্ভাবনা জাগিয়েও বেন স্টোকস, জেমি স্মিথ কিংবা ক্রিস ওকস– কেউই বড় ইনিংস খেলতে পারেননি। তবে নতুন অধিনায়ক হ্যারি ব্রুক চলে গিয়েছিলেন সেঞ্চুরির দ্বারপ্রান্তে। মাত্র ১ রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হয়েছেন তিনি। প্রসিদ্ধ কৃষ্ণার বলে শার্দুল ঠাকুরের তালুবন্দী হওয়ার পর ক্ষোভে-হতাশায় হাত থেকে ব্যাট ছুঁড়ে ফেলে দেন ব্রুক।

এরপর আর কোনো উইকেট না হারিয়েই ইংল্যান্ড ৪৫০ রান তুলে ফেললে মনে হয়েছিল, প্রথম ইনিংসে আরামসে লিড নেবে ইংল্যান্ড। কিন্তু তা হতে দেননি বুমরাহ। ব্রুকবাহিনীর ব্যাটিংয়ের লেজ ছেঁটে দেন তিনি। ৮৩ রানে ৫ উইকেট শিকার বুমরাহর। 

৪৬ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে ১৪তমবারের মত ইনিংসে ৫ উইকেট নিলেন ইয়র্কার কিং। যার ১২টিই বিদেশে। বিদেশের মাটিতে তার চেয়ে বেশি ফাইফারের রেকর্ড নেই আর কোনো ভারতীয় বোলারের। সমান ১২ ফাইফার রয়েছে কপিল দেবের।

এছাড়াও, ভারতের হয়ে প্রসিদ্ধ কৃষ্ণা ৩টি ও মোহাম্মদ সিরাজ তুলে নেন ২টি উইকেট।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ভারত দিন শেষে তুলেছে ২ উইকেটে ৯০ রান। ওপেনার লোকেশ রাহুল ৪৭ রানে এবং অধিনায়ক শুভমান গিল ৬ রানে অপরাজিত আছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়