শিরোনাম
◈ পেলেকে ছাড়িয়ে গে‌লেন, রেকর্ড ১৮ কোটি ২৬ লাখ টাকায় বিক্রি মেসির কার্ড ◈ মন্ত্রীপাড়া থেকে গ্রেফতার সেই বাংলাদেশি বংশোদ্ভূতমার্কিন নাগরিক এনায়েত রিমান্ডে ◈ কোটিপতি তানিয়া বিয়ে করতে চান বেকার ছেলে, স্বামীকে বসিয়ে খাওয়াবেন সারাজীবন ◈ কাতার একা নয়, তাদের পাশে আছে পুরো আরব ও ইসলামি বিশ্ব: আরব লীগ ◈ ওসি নিয়োগে নতুন নীতিমালা: যোগ্যতা, স্বচ্ছতা ও সীমাবদ্ধতা নির্ধারণ ◈ পুলিশে ফের বড় রদবদল ◈ সীমানা পুনর্বিন্যাসে ভাঙ্গায় সহিংসতা: থানাঘেরাও, গাড়ি ভাঙচুর ◈ ৫ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা ◈ প্রবাসীরা পোস্টাল ব্যালটে কীভাবে ভোট দেবেন, জানালেন ইসি ◈ তারুণ্যের শক্তি আমাদের জাতির চালিকাশক্তি : প্রধান উপদেষ্টা

প্রকাশিত : ২২ জুন, ২০২৫, ০৬:১৮ বিকাল
আপডেট : ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

রাজশাহী স্টে‌ডিয়ামে  হবে আন্তর্জাতিক ‌ক্রিকেট ও বিপিএল ম‌্যাচ

স্পোর্টস ডেস্ক : বেশ কিছুদিন ধরেই গুঞ্জন, রাজশাহীতে হতে পারে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ম্যাচ। সেই গুঞ্জনের পালে যেন লাগলো হাওয়া। বিসিবির গ্রাউন্ডস কমিটি ও বিপিএলের চেয়ারম্যান মাহবুব আনাম দিলেন রাজশাহীতে আন্তর্জাতিক খেলা ও বিপিএল আয়োজনের আভাস। -- ডেই‌লি ক্রিকেট

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে সাত বিভাগে নানা আয়োজন করছে বিসিবি। তারই অংশ হিসেবে রাজশাহীতে গিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল-মাহবুব আনাম। সেখানেই মাহবুব আনাম জানিয়েছেন আগামী বছরেই রাজশাহীতে হতে পারে বিপিএল।

তিনি বলেন, ‘রাজশাহী বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক ম্যাচ করেছিল। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ হয়েছে, তারপর তেমন বড় খেলা এখানে হয়নি। এ বছর ইমার্জিং দলের খেলা আয়োজন করেছি। আমরা খেলাটাকে ঢাকার বাইরে সব জায়গায় ছড়িয়ে দিতে চাই।

মাহবুব আনাম আরও বলেন, ‘দর্শকদের উৎসাহ, খেলোয়াড়দের উৎসাহ তা না হলে বর্ধিত করা যাবে না। আন্তর্জাতিক পর্যায়ে খেলা আয়োজনের জন্য আরও কিছু উন্নতির দরকার, এজন্য আমরা এনএসসিকে কিছু প্রস্তাবনা দিয়েছি। আমি আশা করছি এনএসসি এগুলো হাতে নেবে। এবং আগামী বছরের কোনো সময় থেকে এর চেয়েও বড় আন্তর্জাতিক খেলা বা বিপিএলের খেলা আমরা দেখতে পারব।’

সম্প্রতি দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে রাজশাহী স্টেডিয়ামে খেলেছে বাংলাদেশ ইমার্জিং দল। আকবর আলীদের খেলা দেখতে স্টেডিয়ামে নেমেছিল দর্শকদের ঢল। তখন এই মাঠ দেখে অনেকেই করেছিলেন প্রশংসা। কেউ কেউ তুলেছিলেন রাজশাহীতে আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের দাবি। এই মাঠের প্রশংসা করেছেন স্বয়ং বিসিবি সভাপতি বুলবুলও।

রাজশাহীতে এসে তিনি বলেছেন, ‘দেখছেন যে এই গ্রাউন্ডস এত সুন্দর, এমন আউটফিল্ড কিন্তু অনেক দেশে নেই। উইকেট এত সুন্দর নেই। এখানে গ্রাইন্ডস কমিটির চেয়ারম্যান মাহবুব ভাই এখানে আছেন, দেশব্যাপী যদি আমরা এ রকম ফ্যাসিলিটিজ তৈরি করতে পারি, তাহলে কিন্তু অটোমেটিক্যালি আউটফিল্ড বের হয়ে আসবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়