স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি লিগে (বিগব্যাশ) গত আসরেও দল পেয়েছিলেন রিশাদ হোসেন। হোবার্ট হারিকেন্স টাইগার এ লেগ স্পিনাারকে দলে ভিড়িয়েছিল। কিন্তু বিসিবি থেকে এনওসি না পাওয়ায় রিশাদের বিগব্যাশে খেলা হয়নি। আবারও ফ্র্যাঞ্চাইজি এ লিগে সুযোগ পেয়েছেন তরুণ এ ক্রিকেটার। সব কিছু ঠিকঠাক থাকলে হোবার্টের হয়েই বিগব্যাশে খেলবেন রিশাদ। -- ডেইলি ক্রিকেট
বাংলাদেশের তরুণ এ লেগ স্পিনারকে নিয়ে বেশ আশাবাদী দলটি। বিশেষ করে মাঝের ওভারে উইকেট নিতেই রিশাদকে দলে ভিড়িয়েছে হোবার্ট। সেটা বোঝা গেল দলটির অধিনায়ক নাথান এলিসের কথায়।
তিনি বলেন, ‘রিশাদ ও রেহানকে নিয়েছি, কারণ মাঝের ওভারে আমাদের উইকেট নেওয়ার সামর্থ্য বাড়াতে চেয়েছি। আমরা রিশাদকে গত বছর নিতে চেয়েছিলাম, এবারও নিতে পেরেছি। ওকে দলে পেয়ে দারুণ উচ্ছ্বসিত। আন্তর্জাতিক ক্রিকেট এবং ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ও ইতিমধ্যে সম্ভাবনাময় এক লেগ স্পিনার হিসেবে ঝলক দেখিয়েছে।
রিশাদের প্রশংসা ঝড়েছে অ্যারন ফিঞ্চের কথায়। এবারের বিগব্যাশের দলগুলো নিয়ে নিয়মিত বিশ্লেষণ করছেন অজি এ সাবেক ক্রিকেটার। রিশাদকে নিয়ে ফিঞ্চ বলেন, ‘রিশাদ দারুণ একজন বাংলাদেশি লেগ স্পিনার। আধুনিক লেগ স্পিনারদের চেয়ে সে একটু অন্য রকম। সে হাওয়ায় ভাসিয়ে বোলিং করতে পছন্দ করে। চাপে থাকলে বলের গতি কমায়।’
এরপর নিউজিল্যান্ডের লেগ স্পিনার ইশ সোধির সাথে রিশাদের তুলনা করেছেন ফিঞ্চ। তিনি বলেন, ‘আমি যাদের বোলিং করতে দেখেছি, তাদের কারও সঙ্গে যদি রিশাদের বোলিং তুলনা করতে চাই তাহলে ওকে নিউজিল্যান্ডের ইশ সোধির সঙ্গে তুলনা করব। রশিদ খানের কথা যদি ধরি, জোরের ওপর স্টাম্পে বোলিং করে। রিশাদ ভিন্ন। ও বল হাওয়ায় ভাসাবে, দারুণ গুগলি আছে, গতির ব্যবহার করে। দারুণ একটি টি-টোয়েন্টি বিশ্বকাপ কাটিয়েছে রিশাদ। অসাধারণ একজন বোলার। রিকি পন্টিংও রিশাদ সম্পর্কে ভালো ভালো কথা বলেন।
সবশেষ পিএসএলে লাহোর কালান্দার্সের হয়ে খেলেছেন রিশাদ। দলটির হয়ে বেশ ভালো করেছেন টাইগার এ স্পিনার। ৭ ম্যাচে ১৩ উইকেট শিকার করে লাহোরের শিরোপা জয়ে রাখেন বড় অবদান।