শিরোনাম
◈ পেলেকে ছাড়িয়ে গে‌লেন, রেকর্ড ১৮ কোটি ২৬ লাখ টাকায় বিক্রি মেসির কার্ড ◈ মন্ত্রীপাড়া থেকে গ্রেফতার সেই বাংলাদেশি বংশোদ্ভূতমার্কিন নাগরিক এনায়েত রিমান্ডে ◈ কোটিপতি তানিয়া বিয়ে করতে চান বেকার ছেলে, স্বামীকে বসিয়ে খাওয়াবেন সারাজীবন ◈ কাতার একা নয়, তাদের পাশে আছে পুরো আরব ও ইসলামি বিশ্ব: আরব লীগ ◈ ওসি নিয়োগে নতুন নীতিমালা: যোগ্যতা, স্বচ্ছতা ও সীমাবদ্ধতা নির্ধারণ ◈ পুলিশে ফের বড় রদবদল ◈ সীমানা পুনর্বিন্যাসে ভাঙ্গায় সহিংসতা: থানাঘেরাও, গাড়ি ভাঙচুর ◈ ৫ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা ◈ প্রবাসীরা পোস্টাল ব্যালটে কীভাবে ভোট দেবেন, জানালেন ইসি ◈ তারুণ্যের শক্তি আমাদের জাতির চালিকাশক্তি : প্রধান উপদেষ্টা

প্রকাশিত : ২২ জুন, ২০২৫, ১০:৫৩ দুপুর
আপডেট : ০৫ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

হেডিং‌লি টেস্ট, পোপের সেঞ্চুরিতে ভারতকে জবাব দিচ্ছে ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক : যশস্বী জয়সোয়াল ও শুভমান গিলের পর রিশাভ পান্তের সেঞ্চুরিতে প্রথম ইনিংসে বিশাল সংগ্রহ গড়েছিল ভারত। জবাবে অলি পোপের সেঞ্চুরিতে আক্রমণাত্মক ব্যাটিংয়ে সে পথে আছে ইংল্যান্ডও। দ্বিতীয় দিনের খেলা শেষে সফরকারীদের চেয়ে ২৬২ রানে পিছিয়ে আছে স্বাগতিকরা। -- অলআউট স্পোর্টস

শনিবার হেডিংলিতে বৃষ্টি বিঘ্নিত দিনের খেলা শেষে ইংল্যান্ডের সংগ্রহ ৩ উইকেটে ২০৯ রান। পোপ অপরাজিত আছেন ১০০ রানে। তার সঙ্গী হ্যারি ব্রুক রানের খাতা খোলার অপেক্ষায় আছেন।

এর আগে ভারতের প্রথম ইনিংস থামে ৪৭১ রানে। দারুণ খেলতে থাকা গিলের দল ৪১ রানে শেষ ৭ উইকেট হারিয়ে অলআউট হয়।

৩ উইকেটে ৩৫৯ রান নিয়ে দিনের খেলা শুরু করা ভারত আগ্রাসী ব্যাটিংয়েই মনোযোগ দেয়। আগের দিনের চেয়ে তুলনামূলক বেশি আগ্রাসী মেজাজে ব্যাট চালিয়ে ১৪৬ বলে ক্যারিয়ারের সপ্তম সেঞ্চুরি তুলে নেন পান্ত। এর মাধ্যমে মহেন্দ্র সিং ধোনিকে ছাড়িয়ে ভারতীয় উইকেটকিপারদের মধ্যে সবচেয়ে বেশি সেঞ্চুরির মালিক বনে যান ২৭ বছর বয়সী এই ক্রিকেটার।

অপর প্রান্তে অধিনায়ক হিসেবে নিজের প্রথম ইনিংসে দেড়শ রানের দিকে এগুতে থাকেন গিল। কিন্তু ১৪৭ রান করা এই ব্যাটারকে থামিয়ে চতুর্থ উইকেটে ২০৯ রানের জুটি ভাঙেন শোয়েব বশির। এরপরই ধস নামে ভারতের ব্যাটিং লাইন-আপে।

রানের খাতা খোলার আগেই আট বছর পর জাতীয় দলের জার্সিতে মাঠে নামা করুণ নায়ারকে তুলে নেন বেন স্টোকস। দুর্দান্ত খেলতে থাকা ১৩৪ রান করা পান্তকে এলবিডাব্লিউর ফাঁদে ফেলেন জশ টাং। ডানহাতি এই পেসারের তোপে এরপর দ্রুতই অলআউট হয় ভারত। টাং ও স্টোকস নেন ৪টি করে উইকেট।

জবাবে প্রথম ওভারে জ্যাক ক্রলিকে তুলে নিয়ে দলকে দারুণ শুরু এনে দেন যশপ্রীত বুমরাহ। তবে দ্বিতীয় উইকেট বেন ডাকেট ও পোপের শতরানের জুটিতে শুরুর ধাক্কা কাটিয়ে ওঠে ইংলিশরা।

বড় হতে থাকা এই জুটি ভেঙে ভারতকে স্বস্তি দেন বুমরাহ। দারুণ এক ডাকেটকে (৬২) বোল্ড করে ডানহাতি এই পেসার ভাঙেন ১২২ রানের জুটিটি। এরপর জো রুট ও পোপের ব্যাটে আর কোনো উইকেট না হারিয়ে দিনের খেলা শেষের পথে ছিল স্বাগতিকরা। কিন্তু এবারও বাধা হয়ে দাঁড়ান বুমরাহ। টানা দ্বিতীয় ম্যাচে পোপ সেঞ্চুরি তুলে নেওয়ার পরের বলেই তিনি রুটকে (২৮) তুলে নেন। দিনের শেষ ওভারে ব্রুককেও সাজঘরে ফেরাতে পারতেন তিনি। কিন্তু ডেলিভারিটি নো বল হওয়ায় মোহাম্মদ সিরাজ ক্যাচ নিলেও তা আউট হয়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়