শিরোনাম
◈ পেলেকে ছাড়িয়ে গে‌লেন, রেকর্ড ১৮ কোটি ২৬ লাখ টাকায় বিক্রি মেসির কার্ড ◈ মন্ত্রীপাড়া থেকে গ্রেফতার সেই বাংলাদেশি বংশোদ্ভূতমার্কিন নাগরিক এনায়েত রিমান্ডে ◈ কোটিপতি তানিয়া বিয়ে করতে চান বেকার ছেলে, স্বামীকে বসিয়ে খাওয়াবেন সারাজীবন ◈ কাতার একা নয়, তাদের পাশে আছে পুরো আরব ও ইসলামি বিশ্ব: আরব লীগ ◈ ওসি নিয়োগে নতুন নীতিমালা: যোগ্যতা, স্বচ্ছতা ও সীমাবদ্ধতা নির্ধারণ ◈ পুলিশে ফের বড় রদবদল ◈ সীমানা পুনর্বিন্যাসে ভাঙ্গায় সহিংসতা: থানাঘেরাও, গাড়ি ভাঙচুর ◈ ৫ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা ◈ প্রবাসীরা পোস্টাল ব্যালটে কীভাবে ভোট দেবেন, জানালেন ইসি ◈ তারুণ্যের শক্তি আমাদের জাতির চালিকাশক্তি : প্রধান উপদেষ্টা

প্রকাশিত : ২০ জুন, ২০২৫, ০৭:২৭ বিকাল
আপডেট : ০১ সেপ্টেম্বর, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ড্রয়ের দিকেই গল টেস্ট, শান্ত-সাদমানের ব্যাটে বাংলাদেশ এগিয়ে

ড্রয়ের পথেই যেন এগোচ্ছে গল টেস্ট। চতুর্থ দিন শেষে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে তুলেছে ৩ উইকেটে ১৭৭ রান। লিড দাঁড়িয়েছে ১৮৭ রানের। নাজমুল হোসেন শান্ত ৫৬ আর মুশফিকুর রহিম ২২ রানে অপরাজিত আছেন।

হাতে আর মাত্র একদিন। পিচ এখন পর্যন্ত পুরোপুরি ব্যাটিং সহায়ক। তাই নাটকীয় কিছু না ঘটলে এই টেস্ট ড্র হওয়ার সম্ভাবনাই বেশি দেখা যাচ্ছে।

গল টেস্টের প্রথম ইনিংসে ডাক (১০ বলে ০) মেরেছিলেন এনামুল হক বিজয়। দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ ডানহাতি এই ওপেনার। এবার ২০ বল খেলে বিজয় আউট হন ৪ রানেই।

বাংলাদেশের প্রথম ইনিংসে ৪৯৫ রানের জবাবে ৪৮৫ করে অলআউট হয় শ্রীলঙ্কা। ফলে ১০ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসের খেলা শুরু করে বাংলাদেশ। ইনিংসের অষ্টম ওভারে লঙ্কান অর্থোডক্স স্পিনার প্রভাত জয়সুরিয়ার বলে উইকেটরক্ষক কুশল মেন্ডিসের হাতে ক্যাচ হন বিজয়। প্রথম ইনিংসে পেসার আসিথা ফার্নান্ডোর বলে উইকেট বিলিয়ে দিয়েছিলেন তিনি।

এরপর মুমিনুল হককে বেশ আত্মবিশ্বাসী দেখালেও ইনিংস বড় করতে পারেননি। ৪০ বল খেলে ১৪ রানে থামেন মুমিনুল। থারিন্ডু রত্নায়েকেকে সুইপ করতে গেলে বল ব্যাটের পর হেলমেটে লেগে ওপরে উঠে যায়, দুর্ভাগ্যজনকভাবে সাজঘরে ফেরেন অভিজ্ঞ এই ব্যাটার। ২ উইকেটে ৬৫ রান নিয়ে চতুর্থ দিনের চা-বিরতিতে যায় বাংলাদেশ।

বিরতির পরই টেস্ট ক্যারিয়ারের সপ্তম ফিফটি তুলে নেন সাদমান। সবশেষ ৭ ইনিংসে এটি তার তৃতীয় পঞ্চাশোর্ধ্ব ইনিংস। এর মধ্যে আছে একটি সেঞ্চুরিও। এবারও সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়েছিলেন সাদমান। কিন্তু ব্যক্তিগত ৭৬ রানে থারিন্ডু রথনায়েকের বলে এলবিডব্লিউ হয়ে ফিরতে হয়েছে তাকে। ১২৬ বলের ইনিংসে ৭টি বাউন্ডারি হাঁকান এই ওপেনার।

এর আগে আজ শুক্রবার ৪ উইকেটে ৩৬৮ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে শ্রীলঙ্কা। উইকেটে আসেন গতকালের অপরাজিত দুই ব্যাটার কামিন্দু মেন্ডিস ও ধনাঞ্জয়া ডি সিলভা।

দিনের শুরুতেই শ্রীলঙ্কার অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভাকে আউট করেন নাঈম হাসান। দিনের তৃতীয় ওভারের শেষ বলে ধনাঞ্জয়াকে উইকেটরক্ষক লিটন দাসের ক্যাচ বানান ডানহাতি টাইগার স্পিনার।

৩৬ বলে ১৯ রান করে সাজঘরে ফেরেন ধনাঞ্জয়া। ডাউন লেগের বল লঙ্কান অধিনায়কের ব্যাট হালকাভাবে ছুঁয়ে লিটনের গ্লাভসে জমা হয়। দলীয় ৩৭৭ রানে ৫ উইকেট হারায় শ্রীলঙ্কা।

স্বাগতিকদের স্কোরবোর্ডে ৯ রান যোগ হতেই আবার আঘাত হানেন হাসান মাহমুদ। দিনের অষ্টম ওভারের শেষ বলে কুশল মেন্ডিসকে উইকেটরক্ষক লিটন দাসের ক্যাচ বানান টাইগার পেসার। ১৭ বলে ৫ রান করে সাজঘরে ফেরেন লঙ্কান উইকেটরক্ষক ব্যাটার। দলীয় ৩৮৬ রানে ষষ্ঠ উইকেট হারায় শ্রীলঙ্কা।

এরপর সপ্তম উইকেটে ৮৪ রানের জুটি করে দলকে বাংলাদেশের কাছাকাছি নিয়ে আসেন মিলান রত্মায়েকে ও কামিন্দু মেন্ডিস।

মিলানকে ব্যক্তিগত ৩৯ রানের মাথায় বোল্ড করে জু্টি ভাঙেন হাসান। এরপর উইকেটে আঠার মতো লেগে থাকা কামিন্দুকে (১৪৮ বলে ৮৭) লিটনের ক্যাচ বানান নাঈম। পরবর্তী দুই ব্যাটার থারিন্দু রত্নায়েকে ও আসিথা ফার্নান্ডোকে বোল্ড করে ৪৮৫ রানে লঙ্কানদের প্রথম ইনিংসের ইতি টেনে দেন ডানহাতি টাইগার স্পিনার।

১২১ রানে ৫ উইকেট শিকার করেন অফস্পিনার নাঈম হাসান। ৩ উইকেট নেন পেসার হাসান মাহমুদ। একটি করে উইকেট তাইজুল ইসলাম ও মুমিনুল হকের।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়