শিরোনাম
◈ পেলেকে ছাড়িয়ে গে‌লেন, রেকর্ড ১৮ কোটি ২৬ লাখ টাকায় বিক্রি মেসির কার্ড ◈ মন্ত্রীপাড়া থেকে গ্রেফতার সেই বাংলাদেশি বংশোদ্ভূতমার্কিন নাগরিক এনায়েত রিমান্ডে ◈ কোটিপতি তানিয়া বিয়ে করতে চান বেকার ছেলে, স্বামীকে বসিয়ে খাওয়াবেন সারাজীবন ◈ কাতার একা নয়, তাদের পাশে আছে পুরো আরব ও ইসলামি বিশ্ব: আরব লীগ ◈ ওসি নিয়োগে নতুন নীতিমালা: যোগ্যতা, স্বচ্ছতা ও সীমাবদ্ধতা নির্ধারণ ◈ পুলিশে ফের বড় রদবদল ◈ সীমানা পুনর্বিন্যাসে ভাঙ্গায় সহিংসতা: থানাঘেরাও, গাড়ি ভাঙচুর ◈ ৫ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা ◈ প্রবাসীরা পোস্টাল ব্যালটে কীভাবে ভোট দেবেন, জানালেন ইসি ◈ তারুণ্যের শক্তি আমাদের জাতির চালিকাশক্তি : প্রধান উপদেষ্টা

প্রকাশিত : ২০ জুন, ২০২৫, ০৬:৩৭ বিকাল
আপডেট : ১৯ আগস্ট, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

ইংল‌্যা‌ন্ডের বিরু‌দ্ধে ৩-১ এ সিরিজ জিতবে ভারত, শচীন টেন্ডুলকা‌রের ভবিষ্যদ্বাণী

স্পোর্টস ডেস্ক : শুক্রবার থেকে শুরু হয়ে যাচ্ছে ভারত–ইংল্যান্ড পাঁচ টেস্টের সিরিজ। প্রথম টেস্ট লিডসে। সিরিজের ফল কী হবে?‌ অনেকেই ভবিষ্যদ্বাণী করছেন। এবার করলেন কিংবদন্তি শচীন তেন্ডুলকারও। তাঁর মতে শুভমান গিলরা ৩–১ ব্যবধানে সিরিজ জিতবেন।- আজকাল

বিরাট, রোহিত, অশ্বিনরা টেস্ট থেকে অবসর নিয়েছেন। তরুণ তুর্কিদের নিয়ে ইংল্যান্ড গিয়েছে টিম ইন্ডিয়া। দলের নতুন অধিনায়ক শুভমান গিল। শচীন বলছেন, ‘‌আমার তো মনে হচ্ছে সিরিজ ৩–১ ব্যবধানে জিতবে ভারত।

শচীনের মতে, বুমরাই হতে চলেছেন ভারতের প্রধান স্ট্রাইক বোলার। শচীন বলেছেন, ‘‌বোলিং আক্রমণে বুমরার ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ওর উপর নির্ভর করবে দল। সঙ্গে বাকিদেরও বুমরাকে সাহায্য করতে হবে। প্রসিধ কৃষ্ণা ভাল ফর্মে আছে। সাপোর্টিং বোলার হিসেবে আছে অর্শদীপ সিং, শার্দূল ঠাকুর, নীতীশ কুমার রেড্ডি। সঙ্গে হর্ষিত রানা, জাদেজা, কূলদীপ তো আছেই। বোলিং আক্রমণে ভারসাম্য রয়েছে। ভাল কিছুর ব্যাপারে আমি আশাবাদী।’‌ 

যদিও তিনটির বেশি টেস্ট খেলবেন না বুমরা। তাই যে টেস্ট দুটোয় খেলবেন না সেখানে বাকি বোলারদের বাড়তি দায়িত্ব নিতে হবে। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা ভেবেই এই সিদ্ধান্ত। বর্ডার গাভাসকার ট্রফিতে সিডনি টেস্টে বুমরা চোট পাওয়ার পরেই বাড়তি সতর্ক বিসিসিআই। 

চোটের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফিতেও খেলতে পারেননি বুমরা। আইপিএলেও শুরু থেকে ছিলেন না। তবে এখন তিনি ফিট। ইংল্যান্ডে নেট সেশনে দুর্দান্ত দেখিয়েছে তাঁকে। শুক্রবার থেকে মাঠে নেমে পড়ার অপেক্ষা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়