শিরোনাম
◈ পেলেকে ছাড়িয়ে গে‌লেন, রেকর্ড ১৮ কোটি ২৬ লাখ টাকায় বিক্রি মেসির কার্ড ◈ মন্ত্রীপাড়া থেকে গ্রেফতার সেই বাংলাদেশি বংশোদ্ভূতমার্কিন নাগরিক এনায়েত রিমান্ডে ◈ কোটিপতি তানিয়া বিয়ে করতে চান বেকার ছেলে, স্বামীকে বসিয়ে খাওয়াবেন সারাজীবন ◈ কাতার একা নয়, তাদের পাশে আছে পুরো আরব ও ইসলামি বিশ্ব: আরব লীগ ◈ ওসি নিয়োগে নতুন নীতিমালা: যোগ্যতা, স্বচ্ছতা ও সীমাবদ্ধতা নির্ধারণ ◈ পুলিশে ফের বড় রদবদল ◈ সীমানা পুনর্বিন্যাসে ভাঙ্গায় সহিংসতা: থানাঘেরাও, গাড়ি ভাঙচুর ◈ ৫ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা ◈ প্রবাসীরা পোস্টাল ব্যালটে কীভাবে ভোট দেবেন, জানালেন ইসি ◈ তারুণ্যের শক্তি আমাদের জাতির চালিকাশক্তি : প্রধান উপদেষ্টা

প্রকাশিত : ২০ জুন, ২০২৫, ১০:৪৬ দুপুর
আপডেট : ০৫ সেপ্টেম্বর, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

গ্লোবাল সুপার লিগ খেল‌তে  ওয়েস্ট ইন্ডিজ যাচ্ছে রংপুর রাইডার্স

স্পোর্টস ডেস্ক : ১০ জুলাই থেকে গায়ানায় অনুষ্ঠিত হতে যাচ্ছে গ্লোবাল সুপার লিগের (জিএসএল) দ্বিতীয় আসর। একই সময়ে টেস্ট এবং ওয়ানডে শেষে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। -- ক্রিক‌ফ্রেঞ্জি

 জাতীয় দলের সিরিজ থাকায় দেশের তারকা ক্রিকেটারদের পাওয়া যাবে কিনা তা নিয়ে শঙ্কা ছিল। গত মৌসুমে রংপুর রাইডার্সের হয়ে খেলা শেখ মেহেদী, রিশাদ হোসেন, সৌম্য সরকাররা খেলতে যেতে পারবেন কিনা এমন প্রশ্ন ছিল সবার মাঝেই।

জাতীয় দলের বিবেচনায় থাকায় স্বাভাবিকভাবেই মেহেদী ও রিশাদকে ছাড়েনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে টি-টোয়েন্টি দলের ভাবনায় না থাকায় রংপুরের হয়ে গ্লোবাল সুপার লিগ খেলতে ওয়েস্ট ইন্ডিজ যাচ্ছেন সৌম্য।
টুর্নামেন্টের সবশেষ আসরে ব্যাট হাতে আলো ছড়িয়ে সেরা ক্রিকেটার হয়েছিলেন বাঁহাতি এই ওপেনার। সৌম্যর পাশাপাশি দেশের ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করা ক্রিকেটারদের দলে টেনেছে রংপুর।

গত মৌসুমের মতো এবারও বর্তমান চ্যাম্পিয়নদের নেতৃত্ব দেবেন নুরুল হাসান সোহান। দেশি ক্রিকেটার হিসেবে সোহান ও সৌম্যর পাশাপাশি রংপুরের হয়ে খেলতে দেখা যাবে নাইম শেখ, মাহিদুল ইসলাম অঙ্কন, কামরুল ইসলাম রাব্বি, সাইফ হাসান, আবু হায়দার রনি, রাকিবুল ইসলাম, ইয়াসির আলী রাব্বির মতো ক্রিকেটারদের।

রংপুরের হয়ে বিদেশি ক্রিকেটার হিসেবে কারা খেলবেন সেটা অনেকটা আগেই নিশ্চিত ছিল। সবশেষ বিপিএলের রংপুরের হয়ে খেলা ইফতেখার আহমেদের পাশাপাশি গায়ানায় যাচ্ছেন কাইল মেয়ার্স, তাবরাইজ শামসি, ইব্রাহিম জাদরান, আকিফ জাভেদ, হারমিত সিং, খাওয়াজা নাফে। গুঞ্জন ছিল রংপুরের জার্সিতে খেলতে পারেন আজমতউল্লাহ ওমরজাই।

আফগানিস্তানের অলরাউন্ডারকে অবশ্য চলতি মৌসুমে পাওয়া যাচ্ছে না রংপুরের হয়ে খেলতে। রংপুরের পাশাপাশি গ্লোবাল সুপার লিগের দ্বিতীয় আসরে খেলতে দেখা যাবে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স, হোবার্ট হ্যারিকেন্স, দুবাই ক্যাপিটালস এবং সেন্ট্রাল স্ট্যাগসকে সূচি অনুযায়ী, বাংলাদেশের প্রতিনিধিত্বকারী দল রংপুর তাদের প্রথম ম্যাচ খেলবে ১৩ জুলাই গায়ানার বিপক্ষে।

১৪ জুলাই নিজেদের দ্বিতীয় ম্যাচে রংপুরের প্রতিপক্ষ হোবার্ট। ১৬ জুলাই রংপুর খেলবে ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টির চ্যাম্পিয়ন দুবাইয়ের সঙ্গে। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ১৭ জুলাই স্ট্যাগসের বিপক্ষে খেলবেন সোহানরা। ২০২৫ আসরের ফরম্যাটেও বড় কোনো পরিবর্তন আসেনি। প্রথম আসরের মতো এবারও কোনো প্লে-অফ নেই। লিগ পর্ব শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল সরাসরি ফাইনালে খেলবে।

রংপুর রাইডার্স- নুরুল হাসান সোহান (অধিনায়ক), সৌম্য সরকার, নাইম শেখ, মাহিদুল ইসলাম অঙ্কন, কামরুল ইসলাম রাব্বি, সাইফ হাসান, আবু হায়দার রনি, রাকিবুল ইসলাম, ইয়াসির আলী রাব্বি, কাইল মেয়ার্স, তাবরাইজ শামসি, ইব্রাহিম জাদরান, ইফতেখার আহমেদ, আকিফ জাভেদ, হারমিত সিং, খাওয়াজা নাফে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়