শিরোনাম
◈ পেলেকে ছাড়িয়ে গে‌লেন, রেকর্ড ১৮ কোটি ২৬ লাখ টাকায় বিক্রি মেসির কার্ড ◈ মন্ত্রীপাড়া থেকে গ্রেফতার সেই বাংলাদেশি বংশোদ্ভূতমার্কিন নাগরিক এনায়েত রিমান্ডে ◈ কোটিপতি তানিয়া বিয়ে করতে চান বেকার ছেলে, স্বামীকে বসিয়ে খাওয়াবেন সারাজীবন ◈ কাতার একা নয়, তাদের পাশে আছে পুরো আরব ও ইসলামি বিশ্ব: আরব লীগ ◈ ওসি নিয়োগে নতুন নীতিমালা: যোগ্যতা, স্বচ্ছতা ও সীমাবদ্ধতা নির্ধারণ ◈ পুলিশে ফের বড় রদবদল ◈ সীমানা পুনর্বিন্যাসে ভাঙ্গায় সহিংসতা: থানাঘেরাও, গাড়ি ভাঙচুর ◈ ৫ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা ◈ প্রবাসীরা পোস্টাল ব্যালটে কীভাবে ভোট দেবেন, জানালেন ইসি ◈ তারুণ্যের শক্তি আমাদের জাতির চালিকাশক্তি : প্রধান উপদেষ্টা

প্রকাশিত : ১৯ জুন, ২০২৫, ০৬:৩৯ বিকাল
আপডেট : ২৪ জুলাই, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

ভারতীয় ক্রিকে‌টের বিস্ময় বালক বৈভব মোবাইল-ইন্টারনেট ছেড়ে নিজেকে গড়ছেন!

স্পোর্টস ডেস্ক :  বৈভব‌ সূর্যবংশী‌কে ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ বলে ধরা হয়। আই‌পিএ‌লেও তি‌নি ভা‌লো খে‌লে‌ছেন,  কিন্তু কাজ তো এখানেই শেষ নয়। এরপরের লক্ষ্য জাতীয় দলের জার্সি পরা। ইতিমধ্যেই তার প্রস্তুতি শুরু করে দিয়েছে ১৪ বছর বয়সি ক্রিকেটার। আর তার নেপথ্যে আছে রাহুল দ্রাবিড়ের মন্ত্র।

রাজস্থান রয়্যালসে বৈভবের কোচ দ্রাবিড়। আইপিএলের পর এবার ইংল্যান্ডে অনূর্ধ্ব-১৯ দলের হয়ে পারফর্ম করতে তৈরি সে। বর্তমানে অধিকাংশ ক্রিকেটারই স্বাস্থ্যসচেতন। ফিটনেস রাখার জন্য খাবারের বিষয়ে আত্মত্যাগ করেন।
কিন্তু এটাও তো ভুললে চলবে না, বৈভবের বয়স মাত্র ১৪। কৈশোরের সারল্য যেন এখনও মুখেচোখে লেগে রয়েছে। বৈভবের চেহারাতেও একটু ‘গোলগাল’ ব্যাপার আছে। --- বাংলা‌দেশটাইমস

সেটা মুছে ফেলতে তৈরি ‘বিস্ময় প্রতিভা’। বৈভবের বাবা সঞ্জীব বলছেন, “ও এখন খাওয়া অনেক কমিয়ে ফেলেছে। এখন ওর ডায়েটে অনেক ভারসাম্য এসেছে। নিয়মিত জিমে যাচ্ছে। মাঝে ওর ওজন অনেকটা বেড়ে গিয়েছিল। এখন সেটা কমানোর জন্য খুব পরিশ্রম করছে।

তার পিছনে আছে দ্রাবিড়ের মন্ত্র। সঞ্জীব আরও বলেন, “রাহুল স্যার আমাকে বলেছেন, বৈভব এখন ওদের দায়িত্ব। ও এখন রাজস্থান পরিবারের সদস্য। শুধু বৈভব যাতে মোবাইল আর ইন্টারনেটের নেশা থেকে দূরে থাকে, সেটা আমাদের দেখতে হবে। রাহুল স্যার বৈভবকে দেশের হয়ে খেলার জন্য তৈরি করছেন।”  

উল্লেখ্য, ১৩ বছর বয়সে অনূর্ধ্ব-১৯ দলের হয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেঞ্চুরি করে নজরে এসেছিল বৈভব। পরে তাকে ১ কোটি ১০ লক্ষ টাকায় কিনে নেয় রাজস্থান। আইপিএলে ৭ ম্যাচে করে ২৫২ রান। যার মধ্যে একটা ৩৫ বলে সেঞ্চুরিও আছে। ২০৭ স্ট্রাইক রেট নিয়ে সুপার স্ট্রাইকার অফ দ্য সিজন জেতে বৈভব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়