শিরোনাম
◈ নিউইয়র্কে পুলিশ কর্মকর্তা দিদারুলকে মরণোত্তর পদোন্নতি, জানাজায় মানুষের ঢল ◈ ভুটানের লি‌গে খেলছেন ঋতুপর্না চাকমা, এবার অস্ট্রেলিয়ান লিগে খেলার প্রস্তাব পেলেন ◈ জুমার দিন: রহমত, বরকত ও অশেষ সওয়াবের সুবর্ণ সুযোগ ◈ আজীবনের জন্য বাহরাইনে স্থায়ী ব্যবসার ও বসবাসের সুযোগ, মাত্র ৫ দিনার ফিতে! ◈ জুলাই সনদ ঘোষণার দাবিতে আজও শাহবাগ মোড়ে জুলাই যোদ্ধারা ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিকে ঐতিহাসিক কূটনৈতিক বিজয়: প্রধান উপদেষ্টা  ◈ সংলাপে পিআর নি‌য়ে উত্তেজনা, হুদা ‘স‌রি’ বলার পর শান্ত এন‌সি‌পি নেতারা (ভিডিও) ◈ বাংলাদেশে নেচে যাওয়া সেই নোয়েল ভারতে গিয়ে আটক হলেন ◈ বৃষ্টি ও ঝড়ো হাওয়ার সম্ভাবনায় ১১ অঞ্চলে ১ নম্বর সতর্ক সংকেত ◈ শার্শায় বিএনপি কর্মীদের বিরুদ্ধে সরকারি চাল ছিনিয়ে নেওয়ার অভিযোগ

প্রকাশিত : ০১ জুন, ২০২৫, ১০:৩৭ দুপুর
আপডেট : ২৭ জুলাই, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

এ‌শিয়ান অ‌্যাথ‌লে‌টিক্স, ভারতকে হারিয়ে জ‌্যাভ‌লি‌নে স্বর্ণপদক জিতলো পাকিস্তান

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের আর্শাদ নাদিম এশিয়ান অ্যাথলেটিক্সের জ্যাভলিন ইভেন্টে স্বর্ণ জিতলেন। পদকের লড়াইয়ে তিনি হারিয়েছেন ভারতের সচিন যাদবকে। প্যারিস অলিম্পিকের পর প্রথম বিদেশ সফরেই সোনা জিতলেন নাদিম। তবে নীরাজ চোপড়াসহ ভারতের বেশ কয়েকজন খেলেননি এই প্রতিযোগিতায়।

শনিবার (৩১ মে) দক্ষিণ কোরিয়ার গুমিতে ৮৬.৪০ মিটার দূরে জ্যাভলিন ছুড়ে সোনা জেতেন নাদিম। ভারতের সচিন ৮৫.১৬ মিটার দূরে জ্যাভলিন ছুড়ে জেতেন সিলভার পদক। তৃতীয় স্থানে শেষ করে ব্রোঞ্চ জিতেছেন জাপানের ইয়ুতা সাকিয়ামা, তিনি ৮৩.৭৫ মিটার দূরে জ্যাভলিন ছুড়েছেন।

প্রথম কয়েকটি থ্রোয়ে অবশ্য এগিয়ে ছিলেন শ্রীলঙ্কার রুমেশ থরঙ্গা পাথিরাগে। কিন্তু শেষ পর্যন্ত তিনি ৮৩.২৭ মিটার ছুড়ে চতুর্থ স্থানে শেষ করেন। ভারতের আর এক খেলোয়াড় যশবীর সিংহ ৮২.৫৭ মিটার ছুড়ে পঞ্চম স্থানে শেষ করেছেন। ষষ্ঠ স্থানে চিনের হু হাওরান শেষ করেন। 

এ দিকে ভারতের পারুল চৌধরি দ্বিতীয় রুপা পেয়েছেন। ৫০০০ মিটার স্টিপলচেজে ১৫:১৫.৩৩ সেকেন্ডে শেষ করে রুপা পান তিনি। জাতীয় রেকর্ড ভেঙে ব্রোঞ্জ জিতেছেন কুজুর। ছেলেদের ২০০ মিটার দৌড় ২০.৩২ সেকেন্ডে শেষ করেন তিনি।

এশিয়ান গেমসের পদকজয়ী ভিত্যা ৪০০ মিটার হার্ডলসে ব্রোঞ্জ পেয়েছেন। ৫৬.৪৬ সেকেন্ড সময় করেছেন তিনি। নারীদের ৮০০ মিটার দৌড়ে ব্রোঞ্জ জিতেছেন পূজা। তিনি ২:০১.৮৯ সেকেন্ড সময় করেছেন। নারীদের ২০০ মিটার ফাইনালে পঞ্চম স্থানে শেষ করেন জ্যোতি ইয়ারাজি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়