শিরোনাম
◈ রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা ◈ ড. ইউনূসের কোনো ব্যক্তিগত সম্পত্তি নেই: প্রেস সচিব ◈ আন্দোলনকারীদের উদ্দেশে ডিএমপির বার্তা ◈ আ. লীগের নিবন্ধন বাতিল ইস্যুতে বৈঠক শেষে যা বলছে ইসি (ভিডিও) ◈ প্রবাসী আয়ে সর্বকালের রেকর্ড গড়লো বাংলাদেশ! ◈ জুলাই-আগস্টের সকল হত্যাকাণ্ডের দায় শেখ হাসিনার: চিফ প্রসিকিউটর ◈ স্বাস্থ্য খাতের উন্নয়নে প্রয়োজন সবার সম্মিলিত প্রচেষ্টা : প্রধান উপদেষ্টা ◈ চোখ বেঁধে গুজরাট থেকে উড়োজাহাজ-লঞ্চে করে আনা হয়েছে, জানালেন ভুক্তভোগীরা ◈ টেস্ট থেকে অবসরে কোহলি ◈ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার প্রতিবেদন: শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যাসহ ৫ অভিযোগ

প্রকাশিত : ১১ মে, ২০২৫, ০৮:১৪ রাত
আপডেট : ১২ মে, ২০২৫, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

মিরপু‌রে কারাতে খেলায় খেলোয়াড়দের সঙ্গে সমর্থকদের সংঘর্ষ

স্পোর্টস ডেস্ক: ২৯তম জাতীয় কারাতে প্রতিযোগিতার এবারের আসর বসেছে মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে। এই প্রতিযোগিতায় আজ অংশগ্রহণকারী এবং সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়।

জানা যায় এই সংঘর্ষে অন্তত তিনজন আহত হয়েছেন। আহত তিনজনই আনসার ও ভিডিপি দলের সদস্য এবং তারা স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও সিসিটিভি ফুটেজ সূত্রে জানা গেছে, প্রতিযোগিতার তৃতীয় দিনে মাইনাস ৬৭ কেজি ওজন শ্রেণির খেলায় আর্মির মনিরুল ও আনসারের আনোয়ার নাঈম প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। খেলাকে কেন্দ্র করে দুই দলের খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে উত্তেজনা তৈরি হয়।

একপর্যায়ে আর্মির খেলোয়াড় ইব্রাহিম আনসার দলের এক সমর্থকের ওপর হামলা চালালে সংঘর্ষ শুরু হয়। এতে আহত হন রেজাউল করিম মাসুম, রুকুজ্জামান রনি ও বিল্লাল হোসেন।

ঘটনার ব্যাপারে জানতে চাওয়া হলে কারাতে ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক কবির আকবর হোসেন চৌধুরী বলেছেন, ‘একটি ম্যাচ ঘিরে ম্যাটের বাইরে সংঘর্ষ হয়েছে। এখনও আনুষ্ঠানিক কোনও অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত কমিটি গঠন করা হবে। 

আনসার দলের সাবেক খেলোয়াড় ও আহত রেজাউল করিম মাসুম অভিযোগ করে বলেছেন, ‘মাঠের খেলাকে কেন্দ্র করে শুরুতে কথাকাটাকাটি হয়। পরে আর্মি দলের কোচ মোয়াজ্জেম হোসেন সেন্টুর উস্কানিতে আমাদের ওপর শারীরিকভাবে হামলা চালানো হয়। এতে আমরা আহত হই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়