শিরোনাম
◈ আওয়ামী লীগ নিষিদ্ধ করতে একাট্টা হচ্ছে দলগুলো ◈ কাতারের আমীরের দেয়া বিশেষ এয়ার এম্বুলেন্সেই দেশে ফিরছেন খালেদা জিয়া ◈ ৩০০ ফিট দিয়ে রামপুরা করিডোর চালুর পরিকল্পনা ডিএনসিসির ◈ মাদক সেবনের অপরা‌ধে ক্রিকে‌টে সাময়িক নিষিদ্ধ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার রাবাদা ◈ বাংলা‌দে‌শের যুবারা ১৪৬ রা‌নে হারা‌লো শ্রীলঙ্কা‌কে ◈ সাগর-রুনি হত্যা: আত্মহত্যা নয়, রান্না ঘরে থাকা ছুরি ও বটি দিয়ে হত্যা করা হয় তাদের ◈ সোমবার সকাল ১১ টায় ঢাকায় ফিরবেন বেগম  খালেদা জিয়া ◈ ‌‘আওয়ামী লীগের মন্ত্রী-এমপির বাড়ি-গাড়ি-জমি বিক্রির উদ্যোগ নিচ্ছে সরকার, ◈ ভারত ও পাকিস্তান আবারো সংকটে — অতীতে তারা কীভাবে উত্তেজনা প্রশমিত করেছে? ◈ বজ্রপাতে মৃত্যুর হার বাড়ছেই, মৃত্যু কমাতে কী করছে বাংলাদেশ?

প্রকাশিত : ০২ মে, ২০২৫, ০৮:৩২ রাত
আপডেট : ০৩ মে, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

দুই ম্যাচ আ‌গেই  পিএসএল থেকে বিদায় নিলো মুলতান সুলতানস

স্পোর্টস ডেস্ক: সুলতান মুলতান‌সের জন‌্য বড়ই দু:সংবাদ, পা‌কিস্তান সুপার ( পি এস এল)  লি‌গে সুপার ফো‌রে জায়গা হ‌লো না তা‌দের, এবারের আসরটি একেবারেই ভুলে যেতে চাইবে মোহাম্মদ রিজওয়ানের নেতৃত্বাধীন মুলতান সুলতানস। ৭ ম্যাচে মাত্র একটি জয়ে বিপর্যস্ত দলটি অষ্টম ম্যাচে করাচি কিংসের বিপক্ষে জয়ের বিকল্প না থাকলেও সেই চেষ্টাটুকুও সফল হয়নি। 

বৃহস্পতিবার (১ মে) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে করাচির কাছে ৮৭ রানে হেরে সবার আগে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় মুলতান।

ছয় দলের মধ্যে থেকে ৪টি দল প্লে-অফে উঠবে। এখন পর্যন্ত ১০ পয়েন্ট নিয়ে সবার উপরে ইসলামাবাদ ইউনাইটেড। ৮ পয়েন্ট করে লাহোর কালান্দার্স, কোয়েটা গ্ল্যাডিয়েটর্স ও করাচি কিংস আছে পরের তিনটি অবস্থানে। মুলতানের পক্ষে তাদের আর টপকে যাওয়া সম্ভব নয়, ফলে বাকি দুটি ম্যাচ এখন শুধুই আনুষ্ঠানিকতা।

এই দিন টস হেরে ব্যাটিংয়ে নেমে করাচি কিংস নির্ধারিত ২০ ওভারে তোলে ২০৪ রান। জেমস ভিন্স খেলেন ৬৫ রানের দারুণ ইনিংস। ইরফান খান যোগ করেন ৪০, খুশদিল শাহ ৩৩ এবং ডেভিড ওয়ার্নার করেন ৩০ রান। মুলতানের হয়ে উবাইদ শাহ নেন ২ উইকেট, একটি করে পান ডেভিড উইলি ও কার্টিস ক্যাম্পার। 

জবাবে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই ছন্দ হারিয়ে ফেলে মুলতান। পুরো ইনিংসে ব্যাটারদের হতাশাজনক পারফরম্যান্সে তারা গুটিয়ে যায় মাত্র ১১৭ রানে। কামরান গুলাম ২৯ ও ইয়াসির খান করেন ২৬ রান। বাকিরা কেউই ১৪ রানের গণ্ডিও ছুঁতে পারেননি। অধিনায়ক রিজওয়ান শূন্য রানে আউট হয়ে দলকে হতাশ করেন সবচেয়ে বেশি।

করাচির হয়ে মোহাম্মদ নবি ৩টি উইকেট নেন। মীর হামজা ও খুশদিল শাহ মিলে শিকার করেন ৪টি উইকেট। একটি করে উইকেট যায় আব্বাস আফ্রিদি ও আমের জামালের ঝুলিতে।

এই হারের ফলে ৮ ম্যাচে ১ জয় ও ৭ হারে ২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তলানিতেই থেকে টুর্নামেন্ট শেষ করতে যাচ্ছে রেজওঢানরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়