স্পোর্টস ডেস্ক: সিলেট টেস্টে জিম্বাবুয়ের কাছে হারের পর হোয়াইট ওয়াশের শঙ্কা জেগেছিল। সেই সাথে শুরু হয়েছিল নানা সমালোচনা। চট্টগ্রাম টেস্টে জিম্বাবুয়েকে ইনিংস ও ১০৬ রানের ব্যবধানে হারিয়ে সিরিজে সমতা ফিরিয়েছে বাংলাদেশ।
টাইগারদের জয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন মেহেদী হাসান মিরাজ। প্রথম ইনিংসে সেঞ্চুরির পাশাপাশি শিকার করেছেন ৫ উইকেট। তাতেই বড় জয় পায় বাংলাদেশ। এমন জয়ের পর বোলারদের কৃতিত্ব দিয়েছেন মিরাজ। -- ডেইলি কি্রকেট
ম্যাচ শেষে প্রেজেন্টেশনে টাইগার এ অলরাউন্ডার বলেন, 'আমি খুব ভালো অনুভব করছি। আমরা প্রথম টেস্ট হেরে গিয়েছিলাম, এই ম্যাচটা আমাদের জিততেই হতো। ছেলেরা প্রত্যেকে ফিরে এসে জয় পেতে দারুণ রোমাঞ্চিত ছিল। এই জয়ের কৃতিত্ব আমাদের বোলারদের। তাইজুল আমাকে দারুণভাবে সহায়তা করেছে, পেসাররা অনেক সাহস ও দৃঢ়তা দেখিয়েছে এবং শেষ দিকে আমাকে কিছু গুরুত্বপূর্ণ রান যোগ করতেও সাহায্য করেছে।
মিরাজ আরও যোগ করেন, 'আমি অনেক বছর ধরে খেলছি, মুশফিক ভাই ২০ বছর ধরে খেলছেন, মুমিনুল, শান্ত আর আমি — আমাদের দলে অনেক অভিজ্ঞ খেলোয়াড় আছে। সবাই আমাদের সমর্থন করেছে এবং এখানকার কন্ডিশনে কীভাবে খেলতে হয়, সেই অভিজ্ঞতাও ভাগাভাগি করেছে।
প্রথম টেস্টে জিতেছিল জিম্বাবুয়ে। চট্টগ্রাম টেস্টে জিম্বাবুয়েকে হারানোয় সিরিজে ফিরেছে সমতা।