শিরোনাম
◈ ৬০ ঘণ্টার মধ্যে পাকিস্তানে ভারতীয় আক্রমণের আশঙ্কা (ভিডিও) ◈ নিত্যপণ্যের বাজারে অস্থিরতা, কিছু পণ্যে বেড়েছে ৫০ শতাংশ দাম ◈ বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তার হবু বউকে ধর্ষণ ছাত্রদল নেতার! ◈ গণমামলা আর গণআসামির নেপথ্যে চাঁদাবাজি? ◈ সংস্কৃতি উপদেষ্টাকে প্রশ্ন করার জেরে তিন সাংবাদিকের চাকরিচ্যুতি - যা জানা যাচ্ছে ◈ ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ শিলাবৃষ্টির পূর্বাভাস ◈ গ্যাস সঙ্কটে ১৬২০ কোটি টাকার এলএনজি আমদানি করছে সরকার ◈ সাংবাদিকতার দায়িত্ব ও নৈতিকতা-বিষয়ক আইন হওয়া প্রয়োজন : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ◈ প্রত্যক্ষ কর আদায় বাড়াতে হবে: এনবিআর  ◈ জনবান্ধব পুলিশ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০২৫, ০৭:০১ বিকাল
আপডেট : ৩০ এপ্রিল, ২০২৫, ০৯:৩৫ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

জাওয়াদের সেঞ্চুরি আর ফাহা‌দের ৬ উই‌কে‌টের কল‌্যা‌ণে শ্রীলঙ্কা‌কে হারা‌লো বাংলা‌দেশ

স্পোর্টস ডেস্ক ; শ্রীলঙ্কা সফর হার দিয়ে শুরু করলেও ঘুরে দাঁড়াতে দেরি করেনি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সে সমতায় ফিরেছে আজিজুল হাকিম তামিমের দল।

এ‌দিন শ্রীলঙ্কার কলম্বোতে রীতিমতো ব্যাটিং তান্ডব চালিয়েছেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের জাওয়াদ আবরার। তার দাপুটে সেঞ্চুরিতে হেসেখেলে দ্বিতীয় ওয়ানডে ৯ উইকেটে জিতলো টাইগার যুবারা। তার আগে বোলিংয়ে মূল কাজ করেছেন পেসার আল ফাহাদ, একাই নিয়েছেন ৬ উইকেটে।

আগে ব্যাট করা শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দল করতে পারেনি ২১১ রানের বেশি। লক্ষ্য তাড়ায় বাংলাদেশ হারিয়েছে কেবল ১ উইকেটে। খেলতে হয়েছে মাত্র ৩৪.৩ ওভার। জাওয়াদের হার না মানা ১০৬ বলে ১৩০ রানের সাথে আজিজুল হাকিম অপরাজিত ৮৯ বলে ৬৯ রানে।

আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই বিপদে ছিলো শ্রীলঙ্কান যুবারা। ১০২ রানেই হারায় ৪ উইকেট। ওপেনার দিমন্ত মহাবিধান ৮৭ বল খেলে করেছেন ৩৯ রান।

এরপর চামিকা হিনাতিগালা ও দিনুরা দামসিথ মিলে দারুণ একটা জুটি গড়ে। তবে দুজনেই বিদায় নেন ১ রানের ব্যবধানে। তাদের ৮১ রানের জুটি ভাঙার পর আবার তাসের ঘরের মতো ভেঙে যায় ব্যাটিং লাইনআপ।

৯১ বলে দলের পক্ষে সর্বোচ্চ ৫১ রান করেছেন চামিকা। দামসিথের ব্যাতে আসে ৫২ বলে ৪৭ রান। এ দুজন ছাড়া আর কেউই বলার মতো স্কোর করতে পারেনি শেষ দিকে।

বাংলাদেশ যুব দলের হয়ে একাই ৬ উইকেট নেন পেসার আল ফাহাদ। ৯.৫ ওভারে ১ মেডেনসহ ৪৪ রান খরচায় উইকেটগুলো তুলে নেন ফাহাদ। আরেক পেসার ইকবাল হোস্ন ইমনের শিকার ২ উইকেট।

লক্ষ্য তাড়ায় নেমে বাংলাদেশ শুরুতেই হারায় ওপেনার কালাম সিদ্দিকিকে (৫)। কিন্তু তিন নম্বরে নামা অধিনায়ক আজিজুল হাকিব হামিমকে নিয়ে আরেক ওপেনার জাওয়াদ আবরার করে গেছেন দুর্দান্ত ব্যাটিং।

দলকে জিতিয়েই মাঠ ছেড়েছেন দুজনে। জাওয়াদ তুলে নেন সেঞ্চুরি, তামিমও পান ফিফটির দেখা।

তাদের অবিচ্ছেদ্য জুটি ১৭৭ রানের। যেখানে জাওয়াদ অপরাজিত ১০৬ বলে ১৩০ রানে। ছিলো ১৪ চারের সাথে ৬ টি ছক্কা। তাকে যোগ্য সঙ্গ দেওয়া তামিম অপরাজিত ছিলেন ৮৯ বলে ৬৯ রানে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়