শিরোনাম
◈ জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ ◈ বিল পরিশোধ, দীর্ঘদিন পর দায় মুক্ত পেট্রোবাংলা! ◈ নসরুল হামিদের ২০০ কোটি টাকা মূল্যের জমি জব্দের আদেশ ◈ ‘২২৬ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি’- বক্তব্যটি হাসিনার: প্রমাণ পেয়েছে ট্রাইব্যুনাল ◈ ঢাকা বিশ্ববিদ্যালয়ের গাড়িতে হামলা গ্রেপ্তার ৫ ◈ জামিন স্থগিত সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের ◈ চট্টগ্রা‌মে মিরাজ তাণ্ডব, জিম্বাবু‌য়ের বিরু‌দ্ধে দ্বিতীয় টে‌স্টে ইনিংস ব্যবধানে জিতলো বাংলাদেশ ◈ উত্তরায় চাঞ্চল্যকর অপহরণের ঘটনায় প্রাইভেট কারসহ দুই অপহরণকারী গ্রেফতার ◈ সম্ভাব্য তারিখ জানা গেল ঈদুল আজহার ◈ নির্বাচনী কোন ধরনের ঐক্য বা জোটে আগ্রহী নয় এনসিপি: নাহিদ ইসলাম (ভিডিও)

প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০২৫, ১১:০৬ দুপুর
আপডেট : ৩০ এপ্রিল, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

আই‌পিএল, পাঞ্জাব কিং‌সের ২০১ রা‌নের পর ইডেনে বৃষ্টির বাধায় ম্যাচ পরিত্যক্ত

স্পোর্টস ডেস্ক ; প্রকৃ‌তি ভাগ‌্য বিড়ম্বনায় ফে‌লে‌ছে দুই দল‌কে, আই‌পিএ‌লে ইডেন গার্ডেন্সে ২০১ রান করেও পূর্ণ দুই পয়েন্ট পেল না পাঞ্জাব কিংস। কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে বৃষ্টির কারণে পণ্ড হয়েছে ম্যাচটি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ম্যাচে এ দিন পয়েন্ট ভাগাভাগি করল দুই দল।

৯ ম্যাচে পাঁচটি জয়ে মোট ১১ পয়েন্ট নিয়ে তালিকার চতুর্থ স্থানে থাকল শ্রেয়াস আইয়ারের পাঞ্জাব কিংস। অপরদিকে ৯ ম্যাচে তিন জয় ও সাত পয়েন্ট নিয়ে তালিকার সপ্তম স্থানে আছে বর্তমান চ্যাম্পিয়ন কলকাতা। -- ক্রিক‌ফ্রেঞ্জি

টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই আগ্রাসী ভঙ্গিমায় খেলতে থাকেন পাঞ্জাবের দুই ওপেনার প্রিয়াংশ আরিয়া ও প্রভসিমরান সিং। দুজনে মিলে ১১.৫ ওভারে ১২০ রানের জুটি গড়েন। ৩৫ বলে ৬৯ রান করে আন্দ্রে রাসেলের বলে ডিপ মিড উইকেটে ক্যাচ দিয়ে ফেরেন প্রিয়াংশ।

১৬০ রানের মধ্যে আরেক ওপেনার প্রভসিমরানও ফিরে যান। বৈভব অরোরার বলে লং অফে ক্যাচ তোলেন তিনি। তার ব্যাটে আসে ৪৯ বলে ৮৩ রানের ইনিংস। দলীয় ১৭২ রানে সাত রান করা গ্লেন ম্যাক্সওয়েলকে বোল্ড করেন বরুণ চক্রবর্তী।

শেষপর্যন্ত শ্রেয়াসের ১৬ বলে ২৫ রানের ইনিংসে দুইশ পার করে পাঞ্জাব। তার সঙ্গে ছয় বলে ১১ রানে অপরাজিত ছিলেন জস ইংলিশ। লক্ষ্য তাড়া করতে নেমে এক ওভারে বিনা উইকেটে সাত রান করে কলকাতা। এরপর বৃষ্টির কারণে আর ম্যাচ মাঠে গড়ায়নি। দীর্ঘক্ষণ অপেক্ষার পর ম্যাচে 'নো রেজাল্ট' ঘোষণা করেন আম্পায়াররা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়